কলকাতা, 27 অক্টোবর : আই লিগের মূল পর্বে শক্তিশালী দল গড়ার লক্ষ্যে বদ্ধপরিকর মহামেডান স্পোর্টিং । মঙ্গলবার তারা ঘানার মিডফিল্ডার মহম্মদ ফাতাউকে সই করাল । বছর সাতাশের ডিফেন্সিভ মিডফিল্ডারের ইউরোপের উচ্চ পর্যায়ের লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে ।
স্পেনের লা লিগার ক্লাব গ্রানাডা, রায়ো ভ্যালেসানো, আলমেরিয়াতে খেলেছেন মহম্মদ ফাতাউ । তুরস্কের গাজিয়ান টেস্পোর ক্লাবের হয়েও খেলেছেন ঘানার এই মিডফিল্ডার । কুয়েতের চ্যাম্পিয়ন ক্লাব আল কুয়েত স্পোর্টস ক্লাবেও খেলেছেন তিনি । সাতাশ বছর বয়সি মিডফিল্ডার বিরাট চেহারা এবং দাপুটে ফুটবলের জন্য বিখ্যাত । স্প্যানিশ লিগে খেলার সময় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সামলানোর অভিজ্ঞতাও রয়েছে তাঁর । মহামেডানের সচিব ওয়াসিম আক্রম বলেছেন, শক্তিশালী দল গঠনের লক্ষ্যে তাঁরা প্রথম থেকেই তৎপর রয়েছেন । আই লিগের যোগ্যতা অর্জন পর্বে চ্যাম্পিয়ন হওয়া প্রথম লক্ষ্য ছিল তাঁদের । তা পূরণ করার পরে এবার মূল পর্বে ভালো ফল করাই পাখির চোখ সাদাকালো শিবিরের ।
ইতিমধ্যে মহামেডান দলের জন্য় বিদেশি কোচ নিয়োগ করা হয়েছে । তিনি নভেম্বরের শুরুতে অনুশীলন শুরু করাবেন । বিদেশি নিয়োগের ব্যাপারে সাদাকালো কর্তারা সতর্ক । উইলিস প্লাজাকে লিয়েনে নিয়ে আসা হয়েছিল । তবে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে । এবার একজন ভালোমানের স্ট্রাইকার খোঁজা হচ্ছে সাদাকালো শিবিরের তরফে । আই লিগের চেনা বিদেশি না কি নতুন কাউকে নিয়ে আসা হবে, সেই বিষয়ে সিদ্ধান্ত হয়নি এখনও । তবে নবনিযুক্ত কোচের থেকে এই ব্যাপারে পরামর্শ নেওয়া হচ্ছে বলে জানান মহামেডান সচিব ।