দিল্লি, 27 অগাস্ট : তবে কি ফের দ্রোণাচার্যের কাছে ফিরতে চলেছেন অর্জুন ৷ সম্ভাবনা কিন্তু ফের মাথাচাড়া দিল ৷ শুধু ঘোষণার অপেক্ষা ৷ পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটিতেই হয়তো পা দিতে চলেছেন লিওনেল মেসি ৷ অন্তত বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ভেরোন্সিয়া ব্রুনাটির মতে, আর কয়েক ঘণ্টার মধ্যেই নিজের মতামত ঘোষণা করে দেবেন এল এম টেন ৷
সাংবাদিক ভেরোন্সিয়া ব্রুনাটির বক্তব্য, ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে মেসির প্রাথমিক কথা হয়ে গেছে ৷ সেখানে সিটির প্রস্তাবে সম্মত হয়েছেন লিও ৷ কয়েক ঘণ্টার মধ্যেই তা ঘোষণাও করে দিতে পারেন তিনি ৷
Goal.com-এর রিপোর্ট অনুযায়ী বার্সেলোনা ভক্তদের উদ্দেশে হৃদয়বিদারক একটি বার্তা দেবেন মেসি ৷ গত সপ্তাহে ক্লাবের কাছে রিলিজ় চাওয়ার পর থেকেই বার্সেলোনার অসংখ্য সমর্থক রাস্তায় নেমে আসেন ৷ তাঁদের আবেদন, ক্লাব ছেড়ে যেন না যান লিও ৷
তাঁর কেরিয়ারের সব সময় তিনি বার্সাতেই কাটিয়েছেন ৷ ক্যাটালনিয়াদের জার্সি পরেই 6টি ব্যালন ডি অর জয় করেছেন মেসি ৷ এছাড়া ক্লাবকে দিয়েছেন একাধিক সাফল্য ৷ তবে কয়েকদিন ধরেই মেসির বার্সা ছাড়ার চর্চা সোশাল মিডিয়ায় ট্রেন্ড হয়ে দাঁড়ায় ৷ চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে 8-2 ব্যবধানে হারে বার্সা ৷ তার পর থেকেই মেসির ক্লাব ছাড়ার জল্পনা আরও ছড়িয়ে পড়ে ৷ 2019-20 মরশুমে ট্রফি ছাড়াই শেষ করতে হয়েছে বার্সেলোনাকে ৷ চাকরি গেছে কোচ কিকে সেতিয়ানের ৷