কলকাতা, 20 অগস্ট: ইতিবাচক রফাসূত্রের আশায় মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করলেও ইস্টবেঙ্গল ক্লাবের চুক্তি বিতর্কে আশার আলো অধরাই থেকে গেল । শুক্রবার দুপুরে চারঘণ্টা ধরে ক্লাবের বৈঠকে তিন প্রতিনিধি সহ-সচিব রূপক সাহা, ফুটবল সচিব সৈকত গঙ্গোপাধ্যায় এবং শীর্ষকর্তা দেবব্রত সরকার আপত্তিকর শর্তের কথা তুলে ধরেন । মধ্যস্থতাকারীরা ক্লাবের বক্তব্য শুনেছেন। এবং এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানানোর কথা মধ্যস্থতাকারীরা জানিয়েছেন। ফলে ফের অপেক্ষা করা ছাড়া আর কোনও পথ খোলা রইল না ইস্টবেঙ্গল ক্লাবের সামনে।
এই বৈঠকে লগ্নিকারীর তরফে কোনও প্রতিনিধি ছিলেন না। সংস্থার চেয়ারম্যান হরিমোহন বাঙ্গুর বৈঠক নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি । প্রসঙ্গত, 16 অগস্ট লগ্নিকারীর তরফে সংশোধিত চুক্তিপত্রের মূল খসড়া ক্লাবে পাঠানো হয়েছিল। হরিমোহন বাঙ্গুর ইতিমধ্যেই বলেছেন তিনি চুক্তির যাবতীয় কাগজ মুখ্যমন্ত্রী এবং ক্লাবকে পাঠিয়েছেন । চূড়ান্ত চুক্তিতে ক্লাবের স্বাক্ষরের পরেই লগ্নির পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এদিকে ইস্টবেঙ্গল ক্লাবও চুক্তি স্বাক্ষরের চূড়ান্ত পর্বে ধীর গতিতে এগোতে চাইছে । ইতিমধ্যেই আইনজীবীদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন লাল-হলুদ কর্তারা। বৃহস্পতিবার জরুরি ভিত্তিতে কার্যকরী কমিটি আলোচনায় বসলেও মধ্যস্থতাকারীদের ফোন পেয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল। তারপর ক্লাবের সহসচিব এবং ফুটবল সচিব যৌথভাবে সাংবাদিকদের বলেছিলেন তারা চুক্তি সমস্যা মেটার ব্যাপারে আশার আলো দেখতে পাচ্ছেন। কিন্তু পরবর্তী 24 ঘণ্টায় মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকের পরে অপেক্ষা ছাড়া ক্লাব কর্তাদের প্রাপ্তি আপাতত শূন্যই রইল ।
আরও পড়ুন: দুয়ারে আইপিএলের দ্বিতীয় পর্ব, রকস্টার লুকে ঝড় তুললেন ক্যাপ্টেন কুল
লগ্নিকারীর পাঠানো চূড়ান্ত চুক্তির শর্তাবলী দেখে ক্লাব কর্তাদের সকলেরই এক সুর, স্বাক্ষর করলে তা বিক্রির সামিল হবে । ইতিমধ্যেই চুক্তির শর্তাবলীতে ক্লাবের আপত্তির তালিকা লম্বা হচ্ছে । তবে পরিস্থিতি বিচার করে অন্তত তিনটি বিষয়ে ক্লাবের আপত্তির নিরসন চাওয়া হচ্ছে। বিশেষ করে লোগো, ক্লাব তাঁবু ব্যবহার নিয়ে আপত্তি রয়েছে । ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্যা মেটাতে ক্লাবকে ছেড়ে খেলার কথা বলেছিলেন। তারপর গঙ্গা দিয়ে বেশ খানিকটা জল গড়িয়েছে। লাল-হলুদ কর্তারা এখন বলছেন, কতটা ছাড়তে হয় তারা জানেন। একটা দেশ তারা ছেড়ে এসেছেন। তবে এখন আর টানাপোড়েন নয় বরং দ্রুত আভ্যন্তরীণ আলোচনার মধ্যে দিয়ে রফা বের করে মাঠে ফিরতে চাইছে তারা।