ETV Bharat / sports

কলকাতা লিগে খেলার ইচ্ছে, IFA-তে আবেদন মতুয়া ফুটবল ক্লাবের

কলকাতা লিগে অংশ নিতে চেয়ে IFA-এর কাছে আবেদন করল মতুয়া ফুটবল ক্লাব ৷

Matua Football Club
Matua Football Club
author img

By

Published : Aug 8, 2020, 3:34 PM IST

কলকাতা, 8 অগাস্ট: ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সুরুচি সংঘ, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব এবং মুখ্যমন্ত্রীর ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়ের কালিঘাট স্পোর্টস লাভার্স, দমকল মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমি ক্লাব ৷ সম্প্রতি কলকাতা ময়দানে এভাবেই নতুন ক্লাবের অর্ন্তভুক্তি হয়েছে । এবার সেই পথ অনুসরণ করে কলকাতা ময়দানে পা রাখতে চলেছেন BJP সাংসদ শান্তনু ঠাকুর । ইতিমধ্যে কলকাতা লিগে মতুয়া ফুটবল ক্লাব অংশ নেওয়ার ইচ্ছে প্রকাশ করে IFA-তে আবেদন করেছে । আবেদনের প্রাপ্তি স্বীকার করেছেন IFA সচিব জয়দীপ মুখোপাধ্যায় । তবে এককভাবে সিদ্ধান্ত না নিয়ে বিষয়টি পাঠিয়েছেন IFA গভর্নিং বডিতে ।

এই ধরনের ক্লাব কলকাতা ময়দানে নতুন নয় । ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান বকলমে একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে । তেমনই বড়িশা, কালিঘাট এম এস, সুরুচি সংঘ, রেনবো স্পোর্টিং, BSS, কুমোরটুলি একাধিক ক্লাব কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলের প্রতিনিধিত্ব করে থাকে । যদিও তাদের সমর্থক কম। সেই ধারার রেশ ধরে কলকাতা ময়দানে পা রাখতে চায় মতুয়া ফুটবল ক্লাব । বীনাপানি দেবী মতুয়া সম্প্রদায়ের বড়মা। তাকে গুরুমা মেনে মতুয়াদের ইচ্ছে নিয়ন্ত্রিত হয় । বড়মার নাতি এবং BJP সাংসদ শান্তনু ঠাকুর বলেছেন, "আমরা আমাদের ইচ্ছার কথা জানিয়ে IFA-র কাছে আবেদন করেছি । আমাদের ছেলেরা ফুটবল খেলে । নিজেদের মতো করেই খেলে । সেভাবে কোনওদিন প্রচার করিনি । তবে আমরা এবার কলকাতা লিগে খেলার জন্য তৈরি হচ্ছি ।"

সরাসরি কলকাতা লিগের তৃতীয় ডিভিশনে খেলার নিয়ম IFA-তে রয়েছে । তার জন্য 10 লাখ টাকা দিতে হয় । ছয় বছর আগে বর্তমান IFA সচিব জয়দীপ মুখোপাধ্যায়ের ক্লাব BSS তৃতীয় ডিভিশনে খেলার অনুমতি পেয়েছিল । ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের ক্লাব সুরুচি সংঘ, স্বপন বন্দ্যোপাধ্যায়ের কালিঘাট স্পোর্টস লাভার্স, CAB-র প্রাক্তন যুগ্ম সচিব বাবলু গঙ্গোপাধ্যায়ের ক্লাব পাইকপাড়া স্পোর্টিং এভাবেই সরাসরি তৃতীয় ডিভিশন খেলার সুযোগ পেয়েছে । তালতলা দীপ্তিকে অধিগ্রহণ করে শ্রীভূমি ক্লাব নামকরণ করেছেন দমকল মন্ত্রী সুজিত বসু । এবার সেই তালিকায় নাম তুলতে চাইছে মতুয়া ফুটবল ক্লাব । প্রাক্তন ফুটবলার গৌতম ঠাকুর মতুয়া সম্প্রদায়ের তিনশো ছেলেকে নিয়ে কোচিং ক্যাম্প চালান । এবার সেই কোচিং ক্যাম্পের সেরা ছাত্রদের নিয়ে কলকাতা ময়দানে পা রাখার আবেদন করছেন শান্তনু ঠাকুর । পিছনে রয়েছে আড়াই কোটি মতুয়া সম্প্রদায়ের সমর্থন । এভাবেই ময়দানে নতুন দলের আবির্ভাব হতে চলেছে ৷

কলকাতা, 8 অগাস্ট: ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সুরুচি সংঘ, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব এবং মুখ্যমন্ত্রীর ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়ের কালিঘাট স্পোর্টস লাভার্স, দমকল মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমি ক্লাব ৷ সম্প্রতি কলকাতা ময়দানে এভাবেই নতুন ক্লাবের অর্ন্তভুক্তি হয়েছে । এবার সেই পথ অনুসরণ করে কলকাতা ময়দানে পা রাখতে চলেছেন BJP সাংসদ শান্তনু ঠাকুর । ইতিমধ্যে কলকাতা লিগে মতুয়া ফুটবল ক্লাব অংশ নেওয়ার ইচ্ছে প্রকাশ করে IFA-তে আবেদন করেছে । আবেদনের প্রাপ্তি স্বীকার করেছেন IFA সচিব জয়দীপ মুখোপাধ্যায় । তবে এককভাবে সিদ্ধান্ত না নিয়ে বিষয়টি পাঠিয়েছেন IFA গভর্নিং বডিতে ।

এই ধরনের ক্লাব কলকাতা ময়দানে নতুন নয় । ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান বকলমে একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে । তেমনই বড়িশা, কালিঘাট এম এস, সুরুচি সংঘ, রেনবো স্পোর্টিং, BSS, কুমোরটুলি একাধিক ক্লাব কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলের প্রতিনিধিত্ব করে থাকে । যদিও তাদের সমর্থক কম। সেই ধারার রেশ ধরে কলকাতা ময়দানে পা রাখতে চায় মতুয়া ফুটবল ক্লাব । বীনাপানি দেবী মতুয়া সম্প্রদায়ের বড়মা। তাকে গুরুমা মেনে মতুয়াদের ইচ্ছে নিয়ন্ত্রিত হয় । বড়মার নাতি এবং BJP সাংসদ শান্তনু ঠাকুর বলেছেন, "আমরা আমাদের ইচ্ছার কথা জানিয়ে IFA-র কাছে আবেদন করেছি । আমাদের ছেলেরা ফুটবল খেলে । নিজেদের মতো করেই খেলে । সেভাবে কোনওদিন প্রচার করিনি । তবে আমরা এবার কলকাতা লিগে খেলার জন্য তৈরি হচ্ছি ।"

সরাসরি কলকাতা লিগের তৃতীয় ডিভিশনে খেলার নিয়ম IFA-তে রয়েছে । তার জন্য 10 লাখ টাকা দিতে হয় । ছয় বছর আগে বর্তমান IFA সচিব জয়দীপ মুখোপাধ্যায়ের ক্লাব BSS তৃতীয় ডিভিশনে খেলার অনুমতি পেয়েছিল । ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের ক্লাব সুরুচি সংঘ, স্বপন বন্দ্যোপাধ্যায়ের কালিঘাট স্পোর্টস লাভার্স, CAB-র প্রাক্তন যুগ্ম সচিব বাবলু গঙ্গোপাধ্যায়ের ক্লাব পাইকপাড়া স্পোর্টিং এভাবেই সরাসরি তৃতীয় ডিভিশন খেলার সুযোগ পেয়েছে । তালতলা দীপ্তিকে অধিগ্রহণ করে শ্রীভূমি ক্লাব নামকরণ করেছেন দমকল মন্ত্রী সুজিত বসু । এবার সেই তালিকায় নাম তুলতে চাইছে মতুয়া ফুটবল ক্লাব । প্রাক্তন ফুটবলার গৌতম ঠাকুর মতুয়া সম্প্রদায়ের তিনশো ছেলেকে নিয়ে কোচিং ক্যাম্প চালান । এবার সেই কোচিং ক্যাম্পের সেরা ছাত্রদের নিয়ে কলকাতা ময়দানে পা রাখার আবেদন করছেন শান্তনু ঠাকুর । পিছনে রয়েছে আড়াই কোটি মতুয়া সম্প্রদায়ের সমর্থন । এভাবেই ময়দানে নতুন দলের আবির্ভাব হতে চলেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.