ETV Bharat / sports

বাগান রক্ষণের পরীক্ষা নিতে তৈরি মার্কোস-কিসিয়াকা

প্রতিপক্ষ দলের কোচেদের সঙ্গে সম্পর্ক তৈরিতে অনাগ্রহী হলেও আর্জেন্টিনার প্রাক্তন বিশ্বকাপার হার্নান ক্রেসপোর কলকাতায় আসার খবর জানেন । এবং তাঁর সঙ্গে দেখা করতে আগ্রহ প্রকাশ করলেন । মাঠের বাইরের ফুটবল জগৎ সম্পর্কে নিজের নানান অভিজ্ঞতা নিয়ে কথা বলার ফাঁকে সোমবারের আই লিগ ম্যাচ নিয়ে পরিকল্পনার আঁচ দিলেন গোকুলাম FC-র কোচ স্যান্টিয়াগো ভ্যালেরি ।

Santiago Varela
স্যান্টিয়াগো ভালেরা
author img

By

Published : Dec 16, 2019, 12:09 AM IST

কলকাতা, 15 ডিসেম্বর : মরশুমটা আশা জাগিয়ে শুরু করেছিলেন স্যান্টিয়াগো ভ্যালেরি । আর্জেন্টিনার মানুষ হলেও বার্সেলোনায় থাকেন । লিওনেল মেসির ভালো পারফরমেন্সের খবর থাকলেও ভারতীয় ফুটবলে অধুনা স্প্যানিশ ফুটবলারদের আধিপত্য সম্পর্কে অবহিত নন । তাই ইস্টবেঙ্গলের আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া, মোহনবাগানের কিবু ভিকুনাকে চেনেন না ।

প্রতিপক্ষ দলের কোচেদের সঙ্গে সম্পর্ক তৈরিতে অনাগ্রহী হলেও আর্জেন্টিনার প্রাক্তন বিশ্বকাপার হার্নান ক্রেসপোর কলকাতায় আসার খবর জানেন । এবং তাঁর সঙ্গে দেখা করতে আগ্রহ প্রকাশ করলেন । মাঠের বাইরের ফুটবল জগৎ সম্পর্কে নিজের নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলার ফাঁকে সোমবারের আই লিগ ম্যাচ নিয়ে পরিকল্পনার আঁচ দিলেন গোকুলাম FC-র কোচ স্যান্টিয়াগো ভ্যালেরি ।

স্যান্টিয়াগো ভ্যালেরি

মরশুমের শুরুতে কেরলের দ্বিতীয় দল হিসেবে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ জিতেছিল গোকুলাম FC । ফাইনালে জোসেফ মার্কোস ও হেনরি কিসিয়াকা দাপুটে ফুটবলের সামনে সেদিন দাঁড়াতে পারেনি মোহনবাগান । সেসময় মনে হয়েছিল আই লিগে কেরলের ক্লাব দলটি চমক দেখাবে । কিন্তু বাংলাদেশে শেখ জামাল কাপে ব্যর্থতা ও আই লিগের মন্দের ভালো শুরু, গোকুলাম সম্বন্ধে ফুটবলপ্রেমীদের ভাবনা বদল করেছে । এই অবস্থায় মোহনবাগানের বিরুদ্ধে হেনরি কিসিয়াকা ও জোসেফ মার্কোসের ভালো খেলার ব্যাপারে গোকুলাম কোচ আশাবাদী হলেও তাতে আগের জোর নেই ।

"ডুরান্ড ফাইনাল এখন অতীত । সেই সময়ের দলেও পরিবর্তন হয়েছে । তবে দল হিসেবে মোহনবাগান শক্তিশালী । তাই লড়াইটা কঠিন হবে," জানিয়েছেন স্যান্টিয়াগো ভালেরি । দলের এক নম্বর ডিফেন্ডার এতিয়ানি মোহনবাগানের বিরুদ্ধে নেই । ফলে নতুনভাবে দল সাজাতে হচ্ছে গোকুলামকে । "আই লিগ জয়ের দাবিদার লড়াইয়ে রয়েছে বেশ কয়েকটি দল । সেই তালিকায় নিজেকে রাখতে রাজি নন স্যান্টিয়াগো । মোহনবাগানকে শক্তিশালী দল হিসেবে মনে করছেন । তাই লড়াই কঠিন ধরে নিয়েও পুরো পয়েন্টের জন্যে ঝাঁপাতে চাইছে গোকুলাম FC ।

কলকাতা, 15 ডিসেম্বর : মরশুমটা আশা জাগিয়ে শুরু করেছিলেন স্যান্টিয়াগো ভ্যালেরি । আর্জেন্টিনার মানুষ হলেও বার্সেলোনায় থাকেন । লিওনেল মেসির ভালো পারফরমেন্সের খবর থাকলেও ভারতীয় ফুটবলে অধুনা স্প্যানিশ ফুটবলারদের আধিপত্য সম্পর্কে অবহিত নন । তাই ইস্টবেঙ্গলের আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া, মোহনবাগানের কিবু ভিকুনাকে চেনেন না ।

প্রতিপক্ষ দলের কোচেদের সঙ্গে সম্পর্ক তৈরিতে অনাগ্রহী হলেও আর্জেন্টিনার প্রাক্তন বিশ্বকাপার হার্নান ক্রেসপোর কলকাতায় আসার খবর জানেন । এবং তাঁর সঙ্গে দেখা করতে আগ্রহ প্রকাশ করলেন । মাঠের বাইরের ফুটবল জগৎ সম্পর্কে নিজের নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলার ফাঁকে সোমবারের আই লিগ ম্যাচ নিয়ে পরিকল্পনার আঁচ দিলেন গোকুলাম FC-র কোচ স্যান্টিয়াগো ভ্যালেরি ।

স্যান্টিয়াগো ভ্যালেরি

মরশুমের শুরুতে কেরলের দ্বিতীয় দল হিসেবে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ জিতেছিল গোকুলাম FC । ফাইনালে জোসেফ মার্কোস ও হেনরি কিসিয়াকা দাপুটে ফুটবলের সামনে সেদিন দাঁড়াতে পারেনি মোহনবাগান । সেসময় মনে হয়েছিল আই লিগে কেরলের ক্লাব দলটি চমক দেখাবে । কিন্তু বাংলাদেশে শেখ জামাল কাপে ব্যর্থতা ও আই লিগের মন্দের ভালো শুরু, গোকুলাম সম্বন্ধে ফুটবলপ্রেমীদের ভাবনা বদল করেছে । এই অবস্থায় মোহনবাগানের বিরুদ্ধে হেনরি কিসিয়াকা ও জোসেফ মার্কোসের ভালো খেলার ব্যাপারে গোকুলাম কোচ আশাবাদী হলেও তাতে আগের জোর নেই ।

"ডুরান্ড ফাইনাল এখন অতীত । সেই সময়ের দলেও পরিবর্তন হয়েছে । তবে দল হিসেবে মোহনবাগান শক্তিশালী । তাই লড়াইটা কঠিন হবে," জানিয়েছেন স্যান্টিয়াগো ভালেরি । দলের এক নম্বর ডিফেন্ডার এতিয়ানি মোহনবাগানের বিরুদ্ধে নেই । ফলে নতুনভাবে দল সাজাতে হচ্ছে গোকুলামকে । "আই লিগ জয়ের দাবিদার লড়াইয়ে রয়েছে বেশ কয়েকটি দল । সেই তালিকায় নিজেকে রাখতে রাজি নন স্যান্টিয়াগো । মোহনবাগানকে শক্তিশালী দল হিসেবে মনে করছেন । তাই লড়াই কঠিন ধরে নিয়েও পুরো পয়েন্টের জন্যে ঝাঁপাতে চাইছে গোকুলাম FC ।

Intro:মরসুমটা আশা জাগিয়ে শুরু করেছিলেন স্যান্টিয়াগো ভালেরা। আর্জেন্টিনার মানুষ হলেও বার্সেলোনা থাকেন।লিওনেল মেসির ভালো পারফরম্যান্সের খবর থাকলেও ভারতীয় ফুটবলে অধুনা স্প্যানিশ ফুটবলারদের আধিপত্য সম্পর্কে অবহিত নন। তাই ইস্টবেঙ্গলের আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া,মোহনবাগানের কিবু ভিকুনাকে চেনেন না।
প্রতিপক্ষ দলের কোচেদের সঙ্গে সম্পর্ক তৈরিতে অনাগ্রহী হলেও আর্জেন্টিনার প্রাক্তন বিশ্বকাপার হার্নান ক্রেসপোর কলকাতায় আসার খবর জানেন।এবং তার সঙ্গে দেখা করতে আগ্রহ প্রকাশ করলেন।
মাঠের বাইরের ফুটবল জগৎ সম্পর্কে নিজের নানান অভিঞ্জতা নিয়ে কথা বলার ফাকে সোমবারের আই লিগ ম্যাচ নিয়ে পরিকল্পনার আচ দিলেন স্যান্টিয়াগো ভালেরা।মরসুমের শুরুতে কেরলের দ্বিতীয় দল হিসেবে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ জিতেছিল গোকুলাম এফসি। ফাইনালে জোসেফ মার্কোস ও হেনরি কিসিয়াকা দাপুটে ফুটবলের সামনে সেদিন দাড়াতে পারেনি মোহনবাগান। সেসময় মনে হয়েছিল আই লিগে কেরলের ক্লাব দলটি চমক দেখাবে।কিন্তু বাংলাদেশে শেক জামাল কাপে ব্যর্থতা ও আই লিগের মন্দের ভালোশুরু, গোকুলাম সম্বন্ধে ফুটবলপ্রেমীদের ভাবনা বদল করেছে। এই অবস্থায় মোহনবাগানের বিরুদ্ধে হেনরি কিসিয়াকা ও জোসেফ মার্কোসের ভালো খেলার ব্যাপারে গোকুলাম কোচ আশাবাদী হলেও তাতে আগের জোর নেই। "ডুরান্ড ফাইনাল এখন অতীত। সেই সময়ের দলেও পরিবর্তন হয়েছে।তবে দল হিসেবে মোহনবাগান শক্তিশালী।তাই লড়াইটা কঠিন হবে,"জানিয়েছেন স্যান্টিয়াগো ভালেরা।দলের একনম্বর ডিফেন্ডার এতিয়ানি মোহনবাগানের বিরুদ্ধে নেই। ফলে নতুনভাবে দল সাজাতে হচ্ছে গোকুলামকে। "আই লিগ জয়ের দাবিদারের লড়াইয়ে বেশ কয়েকটি দল রয়েছে।নিজেদের সেই তালিকায় রাখতে এখনই রাজি নই,"মত স্যান্টিয়াগো র। মোহনবাগান কে শক্তিশালী দল হিসেবে মনে করছেন।তাই লড়াই কঠিন ধরে নিয়ে পুরো পয়েন্টের জন্যে ঝাপাতে চাইছে গোকুলাম এফসি।


Body:গোকুলাম


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.