ম্যাঞ্চেস্টার, 13 মার্চ : কোরোনা আতঙ্কের জেরে বন্ধ রাখা হল চ্যাম্পিয়ন লিগের ম্যাঞ্চেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচ । 17 মার্চ রাউন্ড অফ 16 ফিরতি লেগের ম্যাচ হওয়ার কথা ছিল । যদিও পরিবর্ত পরিস্থিতিতে ম্যাচ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে উয়েফার তরফ থেকে ।
রিয়াল মাদ্রিদের বাস্কেট বল দলের একজন খেলোয়াড় COVID-19- এর শিকার । ফলে মাদ্রিদের ফুটবল খেলোয়াড়রা মাঠে ফেরার জন্য সময় চেয়েছেন । নিজেদের বিচ্ছিন্ন করে রেখেছেন তাঁরা ।
একইসঙ্গে রাউন্ড অফ 16-র অন্য ম্যাচে জুভেন্তাস ও অলিম্পিকউ লায়নেস ম্যাচও স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
WHO-র পক্ষ থেকে কোরোনা ভাইরাসকে মহামারি হিসেবে ঘোষণা করা হয়েছে । জন হপকিংস বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী বুধবারেই বিশ্ব জুড়ে আরও 4,373 জনের মৃত্যু হয়েছে । চিনের বাইরে ইতিমধ্যে কোরোনায় আক্রান্তের হিসেবে প্রথম স্থানে উঠে এসেছে ইট্যালি ।