বার্সেলোনা, 22 মার্চ : বার্সার হয়ে খেলে আসছেন কয়েক বছর ধরেই। গড়েছেন একের পর এক রেকর্ড, এবার নিজের কেরিয়ারে আরও একটি মাইলফলক ছুঁলেন এমএল টেন। বার্সার জার্সি গায়ে 768টি ম্যাচ খেলে জাভির 767টি ম্যাচের রেকর্ড ভেঙে দিলেন লিওনেল মেসি। জাভি বার্সার জার্সি গায়ে 2011 সালের 5 জানুয়ারি 550টি ম্যাচ খেলে ভেঙে ছিলেন সান মিগুয়েলের 549টি ম্যাচের রেকর্ড।
গতকাল রাতে লা-লিগায় রিয়েল সোসিদাদের বিপক্ষে খেলতে নেমে এই রেকর্ড করেন মেসি। এর আগে বার্সার হয়ে আরও একাধিক রেকর্ড করেছেন মেসি। ম্যাচে জোড়া গোলও করেন তিনি। বার্সালোনা ক্লাবের ইতিহাসে 768টি ম্যাচ খেলে মেসি 537টি ম্যাচ জিতিয়েছেন এবং হার হজম করতে হয়েছে 91টি ম্যাচে। ড্র করেছিলেন 191টি ম্যাচে।
আরও পড়ুন: জার্সি খুলে মারাদোনাকে শ্রদ্ধা, জরিমানা মেসির
ম্যাচে মেসির পাশাপাশি গোল করেন অ্যান্টোনি গ্রিজম্যান, ওসমানে দেম্বলে। জাভির পরে মেসি নিজের নাম তুলে ধরলেন তালিকায়। ম্যাচে বার্সেলোনা রিয়েল সোসিদাদকে 6-1 গোলে পরাজিত করে।