ETV Bharat / sports

সম্ভবত আরও এক বছর বার্সাতেই মেসি

স্পেনের স্থানীয় স্পোর্টস দৈনিকের রিপোর্ট অনুযায়ী, নু-ক্যাম্পেই আরও একটা বছর থেকে যাচ্ছেন 33 বছরের আর্জেন্টাইন তারকা ৷

লিও মেসি
লিও মেসি
author img

By

Published : Sep 3, 2020, 8:25 PM IST

বার্সেলোনা, 3 সেপ্টেম্বর : প্রায় এক সপ্তাহের বেশি সময়ের জল্পনার অবসান হতে চলেছে ৷ সম্ভবত বার্সেলোনাতেই থাকছেন লিওনেল মেসি ৷ বুধবার আর্জেন্টাইন তারকার বাবা তথা এজেন্ট জর্জ মেসির সঙ্গে বার্সা সভাপতি জেসেফ মারিও বার্তেমিউ বৈঠকে বসেন ৷

স্পেনের স্থানীয় স্পোর্টস দৈনিকের রিপোর্ট অনুযায়ী, বৈঠকের পরই প্রায় ঠিক হয়ে যায় নু-ক্যাম্পেই আরও একটা বছর থেকে যাচ্ছেন 33 বছরের আর্জেন্টাইন তারকা ৷ আর্জেনটিনার স্পোর্টস দৈনিক ‘‘ টিওয়াইসি স্পোর্টস’’ এর রিপোর্ট অনুযায়ী বুধবার রাতে 90 মিনিটের বৈঠকে বার্তেমিউ জর্জ মেসিকে ছেলেকে বোঝানোর কথা বলেন ৷ ওই স্পোর্টস দৈনিক আরও বলে, ‘‘ 2021 পর্যন্ত বার্সেলোনায় থাকার ব্যাপারে মেসি চিন্তা-ভাবনা করছেন ৷ তারপর চুক্তির শেষে সামনের দরজা দিয়ে বার্সেলোনা ছাড়বেন তিনি ৷’’

আরও পড়ুন:- কোরোনায় আক্রান্ত নেইমার

গত মাসেই বার্সেলোনাকে মেসির আইনজীবী জানিয়ে দেন, ক্লাব ছাড়তে চান আর্জেন্টাইন তারকা ৷ কিন্তু ক্লাব জানিয়ে দেয়, চুক্তি অনুযায়ী বার্সেলোনা ছাড়ার মেয়াদ ছিল জুন মাস পর্যন্ত ৷ তারপর অন্য ক্লাব মেসিকে নিতে চাইলে 825 মিলিয়ন ইউরো বার্সাকে দিতে হবে ৷ বার্সার এই দাবিকে সমর্থন করে স্প্যানিশ ফুটবল ফেডারেশন ৷

2015 সালে বার্সার জার্সি পরে চ্যাম্পিয়নস লিগ জয় করেন মেসি ৷ কিন্তু 2020 UEFA চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের সঙ্গে 8-2 গোলে বিপর্যস্ত হয় মেসির বার্সা ৷ তারপরই নু-ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নেন মেসি ৷ বার্সার জার্সি পরেই ছয় বার ব্যালন ডি অর জয় করেন লিও ৷ এমনকী বার্সার অনুশীলন শুরুর আগে মেডিকেল পরীক্ষাতেও দেখা যায়নি তাঁকে ৷

বার্সেলোনা, 3 সেপ্টেম্বর : প্রায় এক সপ্তাহের বেশি সময়ের জল্পনার অবসান হতে চলেছে ৷ সম্ভবত বার্সেলোনাতেই থাকছেন লিওনেল মেসি ৷ বুধবার আর্জেন্টাইন তারকার বাবা তথা এজেন্ট জর্জ মেসির সঙ্গে বার্সা সভাপতি জেসেফ মারিও বার্তেমিউ বৈঠকে বসেন ৷

স্পেনের স্থানীয় স্পোর্টস দৈনিকের রিপোর্ট অনুযায়ী, বৈঠকের পরই প্রায় ঠিক হয়ে যায় নু-ক্যাম্পেই আরও একটা বছর থেকে যাচ্ছেন 33 বছরের আর্জেন্টাইন তারকা ৷ আর্জেনটিনার স্পোর্টস দৈনিক ‘‘ টিওয়াইসি স্পোর্টস’’ এর রিপোর্ট অনুযায়ী বুধবার রাতে 90 মিনিটের বৈঠকে বার্তেমিউ জর্জ মেসিকে ছেলেকে বোঝানোর কথা বলেন ৷ ওই স্পোর্টস দৈনিক আরও বলে, ‘‘ 2021 পর্যন্ত বার্সেলোনায় থাকার ব্যাপারে মেসি চিন্তা-ভাবনা করছেন ৷ তারপর চুক্তির শেষে সামনের দরজা দিয়ে বার্সেলোনা ছাড়বেন তিনি ৷’’

আরও পড়ুন:- কোরোনায় আক্রান্ত নেইমার

গত মাসেই বার্সেলোনাকে মেসির আইনজীবী জানিয়ে দেন, ক্লাব ছাড়তে চান আর্জেন্টাইন তারকা ৷ কিন্তু ক্লাব জানিয়ে দেয়, চুক্তি অনুযায়ী বার্সেলোনা ছাড়ার মেয়াদ ছিল জুন মাস পর্যন্ত ৷ তারপর অন্য ক্লাব মেসিকে নিতে চাইলে 825 মিলিয়ন ইউরো বার্সাকে দিতে হবে ৷ বার্সার এই দাবিকে সমর্থন করে স্প্যানিশ ফুটবল ফেডারেশন ৷

2015 সালে বার্সার জার্সি পরে চ্যাম্পিয়নস লিগ জয় করেন মেসি ৷ কিন্তু 2020 UEFA চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের সঙ্গে 8-2 গোলে বিপর্যস্ত হয় মেসির বার্সা ৷ তারপরই নু-ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নেন মেসি ৷ বার্সার জার্সি পরেই ছয় বার ব্যালন ডি অর জয় করেন লিও ৷ এমনকী বার্সার অনুশীলন শুরুর আগে মেডিকেল পরীক্ষাতেও দেখা যায়নি তাঁকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.