ETV Bharat / sports

কেরালায় গঞ্জালেস, সেভিয়ার সমীর নাসিরিকে চান কিবু

author img

By

Published : Apr 26, 2020, 10:33 PM IST

ISL-এর নতুন মরশুমে শক্তিশালী দল গড়ার পথে কেরালা ব্লাস্টার্স । যার নেপথ্য রয়েছেন নয়া কোচ কিবু ভিকুনা ।

কেরালায় গঞ্জালেস, সেভিয়ার সমীর নাসিরিকে চান কিবু
কেরালায় গঞ্জালেস, সেভিয়ার সমীর নাসিরিকে চান কিবু

কলকাতা, 26 এপ্রিল: শক্তিশালী দল গড়ার লক্ষ্যে সেভিয়া থেকে সমীর নাসিরিকে নিতে ঝাঁপাচ্ছে কেরালা ব্লাস্টার্স । লা লিগার ক্লাবে খেলা ভারতীয় বংশোদ্ভূত এই ফুটবলারকে দলে নেওয়ার ক্ষেত্রে ফ্রান গঞ্জালেসকে ব্যবহার করছেন নবনিযুক্ত কোচ কিবু ভিকুনা ।

ISL-এর নতুন মরশুমে শক্তিশালী দল গড়ার পথে কেরালা ব্লাস্টার্স । যার নেপথ্য রয়েছেন নয়া কোচ কিবু ভিকুনা । সদ্য শেষ হওয়া মরশুমে মোহনবাগানের দায়িত্ব সামলানো এই স্প্যানিশ কোচ আইলিগ ট্রফি জয়ের গরিমা নিয়ে ISL-এর মঞ্চে পা রাখছেন । নিজের সাফল্যের গ্রাফ ধরে রাখতে দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকে পছন্দসই ফুটবলার নেওয়ার উদ্যোগ নিয়েছেন কিবু ভিকুনা । ইতিমধ্যেই সহকারী কোচ হিসেবে টমাস থুসকে নিয়েছেন বলে খবর । ফিজিও পাওলিয়াস মোহনবাগান ছেড়ে এখন কেরালার পথে । এছাড়াও সহকারী কোচ হিসেবে ডেভিড ওচোয়া কেরালা ব্লাস্টার্সের নবনিযুক্ত স্প্যানিশ কোচের সঙ্গে কাজ করবেন বলে শোনা যাচ্ছে । ইতিমধ্যেই ভারতীয় ফুটবলারদের মধ্যে নওরেম, সুয়ের ভিপি কেরালার পথে পা বাড়িয়ে রেখেছেন । দুজনেই মোহনবাগান থেকে কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলবেন । পাশাপাশি ATK থেকে জবি জাস্টিন কেরালা ব্লাস্টার্সের পক্ষে সই করতে চলেছেন ।

মোহনবাগানের হয়ে দুরন্ত ফুটবল খেলা স্প্যানিশ মিডফিল্ডার জোসেবা বেইতিয়ার বিষয়ে ISL-এর বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি আগ্রহী । কিবু নিজেও বেইতিয়াকে চান । কিন্তু কোরোনা পরবর্তী ভারতীয় ফুটবলে বেইতিয়া খেলবেন কী না সেই বিষয়ে প্রশ্ন রয়েছে । তবে মোহনবাগানের আরও এক স্প্যানিশ মিডফিল্ডার ফ্রান গঞ্জালেস সম্ভবত কেরালার জার্সিতে খেলতে চলেছেন । আইলিগে মোহনবাগানের হয়ে রক্ষণ এবং আক্রমণের তালমিল রক্ষা করতেন লা লিগার ক্লাব সেভিয়ার এই প্রাক্তন মিডফিল্ডার । এবার ISL-এর মঞ্চে নতুনভাবে তাঁকে চাইছেন কিবু ভিকুনা । এছাড়াও গঞ্জালেসকে ব্যবহার করে সেভিয়া থেকে সমীর নাসিরিকে দলে নেওয়ার জন্য ঝাঁপিয়েছে কেরালা ব্লাস্টার্স ।

কলকাতা, 26 এপ্রিল: শক্তিশালী দল গড়ার লক্ষ্যে সেভিয়া থেকে সমীর নাসিরিকে নিতে ঝাঁপাচ্ছে কেরালা ব্লাস্টার্স । লা লিগার ক্লাবে খেলা ভারতীয় বংশোদ্ভূত এই ফুটবলারকে দলে নেওয়ার ক্ষেত্রে ফ্রান গঞ্জালেসকে ব্যবহার করছেন নবনিযুক্ত কোচ কিবু ভিকুনা ।

ISL-এর নতুন মরশুমে শক্তিশালী দল গড়ার পথে কেরালা ব্লাস্টার্স । যার নেপথ্য রয়েছেন নয়া কোচ কিবু ভিকুনা । সদ্য শেষ হওয়া মরশুমে মোহনবাগানের দায়িত্ব সামলানো এই স্প্যানিশ কোচ আইলিগ ট্রফি জয়ের গরিমা নিয়ে ISL-এর মঞ্চে পা রাখছেন । নিজের সাফল্যের গ্রাফ ধরে রাখতে দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকে পছন্দসই ফুটবলার নেওয়ার উদ্যোগ নিয়েছেন কিবু ভিকুনা । ইতিমধ্যেই সহকারী কোচ হিসেবে টমাস থুসকে নিয়েছেন বলে খবর । ফিজিও পাওলিয়াস মোহনবাগান ছেড়ে এখন কেরালার পথে । এছাড়াও সহকারী কোচ হিসেবে ডেভিড ওচোয়া কেরালা ব্লাস্টার্সের নবনিযুক্ত স্প্যানিশ কোচের সঙ্গে কাজ করবেন বলে শোনা যাচ্ছে । ইতিমধ্যেই ভারতীয় ফুটবলারদের মধ্যে নওরেম, সুয়ের ভিপি কেরালার পথে পা বাড়িয়ে রেখেছেন । দুজনেই মোহনবাগান থেকে কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলবেন । পাশাপাশি ATK থেকে জবি জাস্টিন কেরালা ব্লাস্টার্সের পক্ষে সই করতে চলেছেন ।

মোহনবাগানের হয়ে দুরন্ত ফুটবল খেলা স্প্যানিশ মিডফিল্ডার জোসেবা বেইতিয়ার বিষয়ে ISL-এর বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি আগ্রহী । কিবু নিজেও বেইতিয়াকে চান । কিন্তু কোরোনা পরবর্তী ভারতীয় ফুটবলে বেইতিয়া খেলবেন কী না সেই বিষয়ে প্রশ্ন রয়েছে । তবে মোহনবাগানের আরও এক স্প্যানিশ মিডফিল্ডার ফ্রান গঞ্জালেস সম্ভবত কেরালার জার্সিতে খেলতে চলেছেন । আইলিগে মোহনবাগানের হয়ে রক্ষণ এবং আক্রমণের তালমিল রক্ষা করতেন লা লিগার ক্লাব সেভিয়ার এই প্রাক্তন মিডফিল্ডার । এবার ISL-এর মঞ্চে নতুনভাবে তাঁকে চাইছেন কিবু ভিকুনা । এছাড়াও গঞ্জালেসকে ব্যবহার করে সেভিয়া থেকে সমীর নাসিরিকে দলে নেওয়ার জন্য ঝাঁপিয়েছে কেরালা ব্লাস্টার্স ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.