পানাজি, 14 নভেম্বর : সন্দেশ ঝিঙ্গানের অনুপস্থিতিতে এটিকে মোহনবাগানের রক্ষণ দুর্বল মানতে রাজি নন প্রীতম কোটাল। কারণ দলের স্প্য়ানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাস অনুশীলনে নানা ফর্মেশনে দলের রক্ষণকে দেখে নিতে বলেছেন বলে মত বাগানের বাঙালি ফুটবলারের।
আগামী 19 নভেম্বর আইএসএলের উদ্বোধনী ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে মাঠে নামবে এটিকে মোহনবাগান। তাঁর আগে দলের রক্ষণভাগ নিয়ে প্রীতম বলছেন, "রক্ষণ নিয়ে ভাবনার কিছু নেই। আমাদের রক্ষণভাগ যথেষ্ট মজবুত। কোচ আমাদের রক্ষণ নিয়ে নানা রকম ফর্মেশন সাজিয়ে রেখেছেন। তাছাড়া দলে সেরা বিদেশিরা রয়েছেন। এবার একাদশে বিদেশির সংখ্যা কম হওয়ায় ভারতীয়দের ওপর দায়িত্ব বেশি। এর ফলে আমরা নিজেদের প্রমাণ করার সুযোগ আরও বেশি করে পাব। প্রায় একই দল ধরে রাখায় বোঝাপড়া নিয়েও সমস্যা হবে না ৷"
গত আইএসএলে সেভাবে সুযোগ না পেলেও এবার নতুন ভাবে শুরু করতে চাইছেন আরেক বঙ্গতনয় প্রবীর দাসও। প্রথম একাদশে জায়গা করে নেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী এই উইং-হাফ। প্রবীর বলছেন, "আমরা সকলেই প্রচণ্ড পরিশ্রম করছি। ট্রফি হাতছাড়া না করাই সবার লক্ষ্য। তবে আপাতত সামনে শুধুই কেরালা ব্লাস্টার্স ম্যাচের প্রস্তুতির ভাবনা। তারপর ডার্বি নিয়ে ভাবব।" একইসঙ্গে তিনি যোগ করেছেন, "চোট সারিয়ে মাঠে ফিরেছি। চারমাস পরে মাঠে নামলেও প্রচণ্ড পরিশ্রম করছি। প্রথম একাদশে সুযোগ পেলে উজাড় করে দেব নিজেকে।"
আরও পড়ুন : অরিন্দমের হাতেই লাল-হলুদের ব্যাটন
পাশাপাশি হুগো বুমোস, জনি কাউকোদের যোগদান পার্থক্য গড়ে দেবে বলে মত প্রীতমদের। "রয় কৃষ্ণ,ডেভিড উইলিয়ামস মনবীররা রয়েছেন গোলের জন্য। এবার জনি কাউকো, হুগো বুমোস যোগ দেওয়ায় দলের শক্তি বেড়েছে। প্রত্যেকেই ভাল ফর্মে রয়েছে। তাছাড়া এএফসি কাপের জন্য দু'দফায় আমাদের প্রাক মরশুমের প্রস্তুতি ভাল হয়েছে। গত বছরের ভুল শুধরে নিতে পারলে আমাদের চ্যাম্পিয়ন হওয়া সমস্যা হবে না ৷" বলছেন প্রীতম ৷ একই মত প্রবীরেরও।