ETV Bharat / sports

"ভবিষ্যতে সুযোগ পেলে মোহনবাগানে খেলব", বললেন বেইতিয়া - Mohunbagan

নতুন মরশুমে ভারতে খেললেও মোহনবাগানের জার্সিতে দেখা যাবে না স্প্যানিশ মিডিও জোসেবা বেইতিয়াকে । তবে সুযোগ পেলে ভবিষ্যতে ফের সবুজ-মেরুন জার্সি গায়ে চড়াতে চান তিনি ।

"ভবিষ্যতে সুযোগ পেলে মোহনবাগানে খেলব", বললেন বেইতিয়া
"ভবিষ্যতে সুযোগ পেলে মোহনবাগানে খেলব", বললেন বেইতিয়া
author img

By

Published : May 16, 2020, 12:18 AM IST

কলকাতা, 15 মে: নতুন মরশুমে ভারতেই খেলবেন । তবে সবুজ-মেরুন নয় । বরং অন্য দলের জার্সিতে খেলার জোরালো ইঙ্গিত দিলেন জোসেবা বেইতিয়া । তা হলেও মোহনবাগানকে তিনি ভুলতে পারবেন না । ভবিষ্যতে সুযোগ পেলে ফের সবুজ মেরুন জার্সি পরার ইচ্ছেপ্রকাশ করেছেন স্প্যানিশ মিডফিল্ডার ।

এই মুহূর্তে স্পেনে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বেইতিয়া । এখন সেখানকার অবস্থা অনেকটাই স্বাভাবিক । তাই বাড়ির বাইরে বেরিয়ে জগিং করার অনুমতি মিলেছে । স্বাভাবিক জীবনে ফেরার এই ইঙ্গিত মিলতেই নতুন মরশুমে নিজের ভবিষ্যৎ ঠিক করতে শুরু করেছেন মোহনবাগানের স্প্যানিশ মিডফিল্ডার । তিনি জানিয়েছেন, "আমার সঙ্গে মোহনবাগানের তরফে যোগাযোগ করা হয়নি । এতে আমার কোনও ক্ষোভ নেই । এখনও নতুন মরশুমের দল নিয়ে কোনও কিছুই ঠিক করিনি । সদ্য শেষ হওয়া মরশুমটা আমাদের কাছে একটা দারুণ অভিজ্ঞতা । দল ভালো পারফরম্যান্স করেছে, চ্যাম্পিয়ন হয়েছে । ফুটবল এবং জীবন হল এরকমই । এই নিয়ে আমার কোনও দুঃখ নেই । আমি আমার কাজ করেছি মাত্র ।"

কিবু ভিকুনা নতুন মরশুমে মোহনবাগানের দায়িত্ব ছেড়ে ISL-এর ফ্র্যাঞ্চাইজ়ি কেরালা ব্লাস্টার্সের কোচের দায়িত্ব নিয়েছেন । তাঁর সঙ্গে মোহনবাগানের পুরো স্প্যানিশ ব্রিগেড কেরালায় যোগ দেবে বলে অনুমান । অনেকটা সেইরকমই ইঙ্গিত দিয়ে বেইতিয়া বলেছেন, "নতুন মরশুমে সম্ভবত ভারতেই খেলব । তবে নিশ্চিতভাবে মোহনবাগান সমর্থকদের মিস করব । তাদের ভালোবাসা ও আবেগ চিরকাল মনে রাখব । সুযোগ পেলে ভবিষ্যতে মোহনবাগানে খেলার ইচ্ছে রয়েছে ।"

"ভবিষ্যতে সুযোগ পেলে মোহনবাগানে খেলব", বললেন বেইতিয়া

স্পেনে নিজের পরিবার, বন্ধু, শুভানুধ্যায়ীদের মধ্যে থাকলেও কলকাতার পরিবেশ ও মানুষের ফুটবল আবেগ ভুলতে পারছেন না বেইতিয়া । ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের ফুটবলাররা একই বাসে দিল্লি গিয়ে আমস্টারডামের বিমান ধরে দেশে পৌঁছেছেন । দীর্ঘ যাত্রার ধকল সরিয়ে যাত্রার মজা মনে রয়েছে বেইতিয়ার । ইস্টবেঙ্গলের ফুটবলাররা মাঠে শত্রু হলেও মাঠের বাইরে বন্ধু, সেটাই বোঝাতে চেয়েছেন তিনি ।

কলকাতা, 15 মে: নতুন মরশুমে ভারতেই খেলবেন । তবে সবুজ-মেরুন নয় । বরং অন্য দলের জার্সিতে খেলার জোরালো ইঙ্গিত দিলেন জোসেবা বেইতিয়া । তা হলেও মোহনবাগানকে তিনি ভুলতে পারবেন না । ভবিষ্যতে সুযোগ পেলে ফের সবুজ মেরুন জার্সি পরার ইচ্ছেপ্রকাশ করেছেন স্প্যানিশ মিডফিল্ডার ।

এই মুহূর্তে স্পেনে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বেইতিয়া । এখন সেখানকার অবস্থা অনেকটাই স্বাভাবিক । তাই বাড়ির বাইরে বেরিয়ে জগিং করার অনুমতি মিলেছে । স্বাভাবিক জীবনে ফেরার এই ইঙ্গিত মিলতেই নতুন মরশুমে নিজের ভবিষ্যৎ ঠিক করতে শুরু করেছেন মোহনবাগানের স্প্যানিশ মিডফিল্ডার । তিনি জানিয়েছেন, "আমার সঙ্গে মোহনবাগানের তরফে যোগাযোগ করা হয়নি । এতে আমার কোনও ক্ষোভ নেই । এখনও নতুন মরশুমের দল নিয়ে কোনও কিছুই ঠিক করিনি । সদ্য শেষ হওয়া মরশুমটা আমাদের কাছে একটা দারুণ অভিজ্ঞতা । দল ভালো পারফরম্যান্স করেছে, চ্যাম্পিয়ন হয়েছে । ফুটবল এবং জীবন হল এরকমই । এই নিয়ে আমার কোনও দুঃখ নেই । আমি আমার কাজ করেছি মাত্র ।"

কিবু ভিকুনা নতুন মরশুমে মোহনবাগানের দায়িত্ব ছেড়ে ISL-এর ফ্র্যাঞ্চাইজ়ি কেরালা ব্লাস্টার্সের কোচের দায়িত্ব নিয়েছেন । তাঁর সঙ্গে মোহনবাগানের পুরো স্প্যানিশ ব্রিগেড কেরালায় যোগ দেবে বলে অনুমান । অনেকটা সেইরকমই ইঙ্গিত দিয়ে বেইতিয়া বলেছেন, "নতুন মরশুমে সম্ভবত ভারতেই খেলব । তবে নিশ্চিতভাবে মোহনবাগান সমর্থকদের মিস করব । তাদের ভালোবাসা ও আবেগ চিরকাল মনে রাখব । সুযোগ পেলে ভবিষ্যতে মোহনবাগানে খেলার ইচ্ছে রয়েছে ।"

"ভবিষ্যতে সুযোগ পেলে মোহনবাগানে খেলব", বললেন বেইতিয়া

স্পেনে নিজের পরিবার, বন্ধু, শুভানুধ্যায়ীদের মধ্যে থাকলেও কলকাতার পরিবেশ ও মানুষের ফুটবল আবেগ ভুলতে পারছেন না বেইতিয়া । ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের ফুটবলাররা একই বাসে দিল্লি গিয়ে আমস্টারডামের বিমান ধরে দেশে পৌঁছেছেন । দীর্ঘ যাত্রার ধকল সরিয়ে যাত্রার মজা মনে রয়েছে বেইতিয়ার । ইস্টবেঙ্গলের ফুটবলাররা মাঠে শত্রু হলেও মাঠের বাইরে বন্ধু, সেটাই বোঝাতে চেয়েছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.