ETV Bharat / sports

চেন্নাইয়িনের চ্যালেঞ্জ সামলে জয়ের খোঁজে ATK - এটিকে

2017-18 ISL -এর চ্যাম্পিয়ন দলটির চলতি লিগের শুরুটা ভালো হয়নি । অ্যাওয়ে ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে তিন গোলে হারার পরে মুম্বই সিটির সঙ্গে ড্র করেছে তারা । অন্যদিকে প্রথম ম্যাচে কেরল ব্লাস্টার্সের কাছে হারলেও ঘরের মাঠে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে পাঁচ গোলে জয় পেয়ে আত্মবিশ্বাসী কলকাতা ।

এটিকে বনাম চেন্নাইয়িন
author img

By

Published : Oct 29, 2019, 9:45 PM IST

চেন্নাই, 29 অক্টোবর : ISL-এর প্রথম পর্ব থেকেই চেন্নাইয়ান এফসি ও ATK-র ফুটবল দ্বৈরথ সব সময় আকর্ষণের কেন্দ্রে । ফলে জহরলাল নেহরু স্টেডিয়ামে জন গ্রেগরি বনাম আন্তেনিও লোপেজ় হাবাসের ফুটবল বুদ্ধির লড়াই ঘিরে পারদ চড়তে শুরু করেছে ।

2017-18 ISL-এর চ্যাম্পিয়ন দলটির চলতি লিগের শুরুটা ভালো হয়নি । অ্যাওয়ে ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে তিন গোলে হারার পরে মুম্বই সিটির সঙ্গে ড্র করেছে তারা । অন্যদিকে প্রথম ম্যাচে কেরল ব্লাস্টার্সের কাছে হারলেও ঘরের মাঠে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে পাঁচ গোলে জয় পেয়ে আত্মবিশ্বাসী কলকাতা ।

দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট চেন্নাইয়িনের ঝুলিতে । তবে, দলের খেলায় খুশি চেন্নাইয়িন এফসি-র কোচ জন গ্রেগরি । তিনি বলেন, "মুম্বইয়ের বিরুদ্ধে আমরা গোলটি ছাড়া সব করেছিলাম । 18টা শট নিয়েছিলাম । সব কটি টার্গেটে ছিল তা বলছি না । তবে, বেশ কয়েকটি গোল করার সুযোগ তৈরি করেছিলাম আমরা । যা দেখে আমি বিস্মিত ।"একই সঙ্গে গ্রেগরি বলেন,"আমাদের গোলরক্ষক অমরিন্দর সিং নিশ্চিত গোল বাঁচিয়েছেন । রাফায়েল একাধিক ভালো সুযোগ তৈরি করেছিল । গত বছর আমরা একটাও সুযোগ তৈরি করতে পারিনি । সে দিক থেকে এবারের পারফরম্যান্স যথেষ্ট আশাজনক ।"

অন্যদিকে ঘরের মাঠে চেন্নাইয়িন যে কঠিন প্রশ্নপত্র তৈরি করবে তা ধরে নিয়ে প্রস্তুত কলকাতা । ডেভিড উইলিয়মস, রয় কৃষ্ণা ও গার্সিয়ার দুরন্ত পারফরম্যান্সের পাশে প্রবীর দাস, সোসাইরাজের যোগ্য সঙ্গত হাবাসের কাজ সহজ করে দিয়েছে । প্রতিপক্ষের ভালো পারফরম্যান্স নজর এড়ায়নি কোচের । প্রতিটি সুযোগ কাজে লাগিয়ে বাজিমাত করার বিষয়টি মাথায় রাখছেন তারা । বিশেষ করে উইলিয়ামস ও রয় কৃষ্ণাকে নজরে রাখার কথা বলছে চেন্নাইয়িন শিবির । তাই লাল সাদা ঝড় সামলাতে কড়া নজর রাখার কথা চেন্নাইয়িন কোচের গলায় ।

চেন্নাই, 29 অক্টোবর : ISL-এর প্রথম পর্ব থেকেই চেন্নাইয়ান এফসি ও ATK-র ফুটবল দ্বৈরথ সব সময় আকর্ষণের কেন্দ্রে । ফলে জহরলাল নেহরু স্টেডিয়ামে জন গ্রেগরি বনাম আন্তেনিও লোপেজ় হাবাসের ফুটবল বুদ্ধির লড়াই ঘিরে পারদ চড়তে শুরু করেছে ।

2017-18 ISL-এর চ্যাম্পিয়ন দলটির চলতি লিগের শুরুটা ভালো হয়নি । অ্যাওয়ে ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে তিন গোলে হারার পরে মুম্বই সিটির সঙ্গে ড্র করেছে তারা । অন্যদিকে প্রথম ম্যাচে কেরল ব্লাস্টার্সের কাছে হারলেও ঘরের মাঠে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে পাঁচ গোলে জয় পেয়ে আত্মবিশ্বাসী কলকাতা ।

দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট চেন্নাইয়িনের ঝুলিতে । তবে, দলের খেলায় খুশি চেন্নাইয়িন এফসি-র কোচ জন গ্রেগরি । তিনি বলেন, "মুম্বইয়ের বিরুদ্ধে আমরা গোলটি ছাড়া সব করেছিলাম । 18টা শট নিয়েছিলাম । সব কটি টার্গেটে ছিল তা বলছি না । তবে, বেশ কয়েকটি গোল করার সুযোগ তৈরি করেছিলাম আমরা । যা দেখে আমি বিস্মিত ।"একই সঙ্গে গ্রেগরি বলেন,"আমাদের গোলরক্ষক অমরিন্দর সিং নিশ্চিত গোল বাঁচিয়েছেন । রাফায়েল একাধিক ভালো সুযোগ তৈরি করেছিল । গত বছর আমরা একটাও সুযোগ তৈরি করতে পারিনি । সে দিক থেকে এবারের পারফরম্যান্স যথেষ্ট আশাজনক ।"

অন্যদিকে ঘরের মাঠে চেন্নাইয়িন যে কঠিন প্রশ্নপত্র তৈরি করবে তা ধরে নিয়ে প্রস্তুত কলকাতা । ডেভিড উইলিয়মস, রয় কৃষ্ণা ও গার্সিয়ার দুরন্ত পারফরম্যান্সের পাশে প্রবীর দাস, সোসাইরাজের যোগ্য সঙ্গত হাবাসের কাজ সহজ করে দিয়েছে । প্রতিপক্ষের ভালো পারফরম্যান্স নজর এড়ায়নি কোচের । প্রতিটি সুযোগ কাজে লাগিয়ে বাজিমাত করার বিষয়টি মাথায় রাখছেন তারা । বিশেষ করে উইলিয়ামস ও রয় কৃষ্ণাকে নজরে রাখার কথা বলছে চেন্নাইয়িন শিবির । তাই লাল সাদা ঝড় সামলাতে কড়া নজর রাখার কথা চেন্নাইয়িন কোচের গলায় ।

Intro:আইএসএল এর প্রথম পর্ব থেকে চেন্নাইয়িন এফসি এবং এটিকে র ফুটবল দ্বৈরথ সবসময় আকর্ষনের কেন্দ্রে। ফলে জহরলাল নেহরু স্টেডিয়ামে জন গ্রেগরি বনাম আন্তেনিও লোপেজ হাবাসের ফুটবল বুদ্ধির লড়াই ঘিরে পারদ চড়তে শুরু করেছে।
2017-18 আইএসএল এর চ্যাম্পিয়ন দলটির চলতি লিগের শুরুটা ভালো হয়নি। আওয়ে ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে তিন গোলে হারার পরে মুম্বই সিটির সঙ্গে ড্র করেছে তারা। অন্যদিকে প্রথম ম্যাচে কেরল ব্লাস্টার্সের কাছে হারলেও ঘরের মাঠে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে পাচ গোলে জয় পেয়ে কলকাতা আত্মবিশ্বাসী।
দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট ঝুলিতে।তবে দলের খেলায় খুশি চেন্নাইয়িন এফসি কোচ জন গ্রেগরি। তিনি বলেছেন,"মুম্বই য়ের বিরুদ্ধে আমরা গোলটি ছাড়া সব করেছিলাম।18টা শট নিয়েছিলাম।সব কয়টি টার্গেটে ছিল বলছি না। তবে বেশ কয়েকটি গোল করার সুযোগ তৈরি করেছিলাম আমরা। যা দেখে আমি বিস্মিত।"একই সঙ্গে তিনি যোগ করেছেন,"আমাদের গোলরক্ষক অমরিন্দার সিং নিশ্চিত গোল বাচিয়েছে।রাফায়েল একাধিক ভালো সুযোগ তৈরি করেছিল।গতবছর আমরা একটা সুযোগ তৈরি করতে পারিনি।সেদিক থেকে এবারের পারফরম্যান্স যথেষ্ট আশাব্যঞ্জক।"
ঘরের মাঠে চেন্নাইয়িন যে কঠিন প্রশ্নপত্র তৈরি করবে তা ধরে নিয়ে প্রস্তুত কলকাতা। ডেভিড উইলিয়ামস, রয় কৃষ্ণা ও গার্সিয়ার দুরন্ত পারফরম্যান্স এর পাশে প্রবীর দাস, সোসাইরাজের যোগ্য সঙ্গত হাবাসের কাজ সহজ করে দিয়েছে। প্রতিপক্ষের ভালো পারফরম্যান্স নজর এড়ায়নি চেন্নাইয়িন কোচের। প্রতিটি সুযোগ কাজে লাগিয়ে বাজিমাত করার বিষয়টি মাথায় রাখছেন তারা। বিশেষ করে উইলিয়ামস ও রয় কৃষ্ণা কে নজরে রাখার কথা বলছে চেন্নাইয়িন শিবির।তাই লাল সাদা ঝড় সামলাতে কড়া নজর রাখার কথা চেন্নাইয়িন কোচের গলায়।


Body:এটিকে


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.