ETV Bharat / sports

দেশের সবচেয়ে সফল পাঁচ ফুটবল ক্লাবের তালিকায় কারা ?

দেশের যেসব ক্লাবগুলি সবচেয়ে বেশিবার ডুরান্ড কাপ, আইলিগ খেতাব, ফেডারেশন কাপ এবং রোভার্স কাপ জিতেছে, তালিকা তাদের রাখা হয়েছে ।

দেশের সবচেয়ে সফল পাঁচ ফুটবল ক্লাব
দেশের সবচেয়ে সফল পাঁচ ফুটবল ক্লাব
author img

By

Published : May 2, 2020, 10:41 PM IST

কলকাতা, 2 মে: ভারতে ক্লাব ফুটবলের কালচার বেশ পুরানো । এদেশে ইংরেজদের পা পড়ার সময়কাল থেকেই এদেশে ক্লাব ফুটবলের সূচনা । বিশেষ করে কলকাতায় । 1872 সালে কলকাতা ফুটবল ক্লাবের প্রতিষ্ঠা পাওয়ার পর থেকেই দেশের ক্লাব ফুটবলে উন্নতি শুরু হয় ।

প্রথমিকে ব্রিটিশ রেজিমেন্টাল ফোর্স এদেশে ফুটবল খেলত । তখন ভারতীয়রা শুধু এই খেলাটির অনুরাগী ছিল । ধীরে ধীরে ভারতীয়রাও ফুটবলে দক্ষ হয়ে উঠতে শুরু করে । খেলাটির যাবতীয় খুঁটিনাটি শিখে নিয়ে এদেশের মানুষরাও খেলাটিকে আয়ত্তে নিয়ে চলে আসে । 1893 সালে ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশন এবং 1937 সালে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রতিষ্ঠার পর ভারতে বহু ফুটবল লিগ শুরু হয় ।

সেগুলির মধ্যে ডুরান্ড কাপ, আইলিগ (তখনকার NFL), ফেডারেশন কাপ এবং রোভার্স কাপ দেশের সবচেয়ে সম্মানীয় ফুটবল লিগ হিসেবে পরিচিতি পেয়েছিল । এই তালিকার মধ্যে IFA শিল্ড রাখা হয়নি কারণ এটি এখন অনূর্ধ্ব-19 পর্যায়ে খেলা হয় । যেসব ক্লাব উপরোক্ত লিগগুলিতে সবচেয়ে বেশি সফল হয়েছে সেই ভিত্তিতে এই তালিকা ।

5. চার্চিল ব্রাদার্স, ডেম্পো, মাহিন্দ্রা ইউনাইটেড- 6টি ট্রফি

গোয়া ফুটবল জায়ান্ট চার্চিল ব্রাদার্স এবং ডেম্পো স্পোর্টস ক্লাব এবং মাহিন্দ্রা ইউনাইটেড হল দেশের পঞ্চম সফল ফুটবল ক্লাব । তিনটি ক্লাবই 6টি করে ট্রফি জিতেছে । চার্চিল এশিয়ার সবচেয়ে পুরনো ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপ তিনবার জিতেছে । দুবার জিতেছে আইলিগ এবং একবার ফেডারেশন কাপ ।

দেশের সবচেয়ে সফল পাঁচ ফুটবল ক্লাব
দেশের সবচেয়ে সফল পাঁচ ফুটবল ক্লাব

অন্যদিকে ডেম্পো হল আইলিগে সাফল্য পাওয়া ক্লাবগুলির মধ্যে অন্যতম সেরা । পাঁচবার জাতীয় লিগ চ্যাম্পিয়নশিপ, তিনবার আইলিগ এবং দুবার জাতীয় ফুটবল লিগ জিতেছে ডেম্পো । 2004 সালে ক্লাবটি ফেডারেশন কাপ জেতে ।

মুম্বইয়ের মাহিন্দ্রা ইউনাইটেডের পথচলা শুরু হয়েছিল 1964 সালে । 2010 সালে ক্লাবটির আর অস্তিত্ব নেই । মাহিন্দ্রা একবার জাতীয় ফুটবল লিগ, একবার ফেডারেশন কাপ এবং তিনবার ডুরান্ড কাপ জিতেছে ।

দেশের সবচেয়ে সফল পাঁচ ফুটবল ক্লাব
দেশের সবচেয়ে সফল পাঁচ ফুটবল ক্লাব

4. JCT FC- 8টি ট্রফি

ভারতের বেশ কয়েকটি ভাগে ফুটবল একটু বেশিই জনপ্রিয় । তার মধ্যে একটি হল পঞ্জাব । পঞ্জাবের JCT ক্লাব বা জগজিত কটন ও টেক্সটাইল FC-র পথচলা শুরু হয়েছিল 1971 সালে । JCT হল প্রথম ক্লাব যারা 1996 সালে প্রথমবার জাতীয় ফুটবল লিগ জিতেছিল । যদিও এরপর আর ক্লাবটির ভাগ্যে এই খেতাব জোটেনি । লুধিয়ানার এই ক্লাব ডুরান্ড কাপ জিতেছে পাঁচবার । ফেডারেশন কাপ জয়ের সংখ্যা 2 ।

দেশের সবচেয়ে সফল পাঁচ ফুটবল ক্লাব
দেশের সবচেয়ে সফল পাঁচ ফুটবল ক্লাব

3. সালগাঁওকর- 9টি ট্রফি

ভারতীয় ফুটবলে গোয়া একটি বড়সড় নাম । এই রাজ্য থেকে বেশ কিছু বড় ফুটবলার উঠে এসেছে । ফুটবল প্রিয় গোয়ার বড় ক্লাবগুলির মধ্যে অন্যতম হল সালগাঁওকর । জাতীয় পর্যায়ে এই ক্লাব গোয়ার সবচেয়ে সফল ক্লাব । 1956 সালে প্রতিষ্ঠা পাওয়া সালগাঁওকর তিনবার জাতীয় লিগের খেতাব, চারবার ফেডারেশন কাপ এবং তিনবার ডুরান্ড কাপ জিতেছে ।

দেশের সবচেয়ে সফল পাঁচ ফুটবল ক্লাব
দেশের সবচেয়ে সফল পাঁচ ফুটবল ক্লাব

2. ইস্টবেঙ্গল-27টি ট্রফি

কলকাতার শতাব্দীপ্রাচীন এই ক্লাবটির প্রথম খেতাব জিততে 19 বছর লেগেছিল । 1920 সালের 1 অগস্ট প্রতিষ্ঠা পাওয়ার পর 1942 সালে প্রথমবার IFA শিল্ড জেতে লাল-হলুদ । জাতীয় ফুটবল লিগ শুরু হওয়ার পর 2000-01, 2002-03 এবং 2003-04 মরশুমে পরপর তিনবার খেতাব জেতে ক্লাবটি । ইস্টবেঙ্গল সবচেয়ে বেশি 16বার ডুরান্ড কাপ খেতাব জিতেছে । অন্যদিকে ফেডারেশন কাপ জিতছে 8 বার । পাশাপাশি রেকর্ড 29 বার IFA শিল্ড, 10 বার রোভার্স কাপ এবং রেকর্ড 39 বার কলকাতা ফুটবল লিগ জিতেছে ।

দেশের সবচেয়ে সফল পাঁচ ফুটবল ক্লাব
দেশের সবচেয়ে সফল পাঁচ ফুটবল ক্লাব

1. মোহনবাগান-35টি ট্রফি

2019-20 আইলিগ চ্যাম্পিয়ন মোহনবাগান নিঃসন্দেহে দেশের সবচেয়ে সফল ফুটবল ক্লাব । 1911 সালে IFA শিল্ডে ইংল্যান্ডের ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টের বিরুদ্ধে 2-1 গোলের বিখ্যাত জয়ের পর থেকে কলকাতার ক্লাবটি প্রচুর সাফল্যের মুখ দেখেছে । 131 বছরের ক্লাবের ঝুলিতে রয়েছে মোট 253টি খেতাব । যার মধ্যে স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক খেতাবও রয়েছে ।

ডেম্পোর পাশাপাশি সবচেয়ে বেশি পাঁচবার আইলিগ খেতাব জয়ের রেকর্ড তৈরি করেছে মোহনবাগান । শতাব্দী প্রাচীন ক্লাবটি 16বার ডুরান্ড কাপ, 14বার ফেডারেশন কাপ জিতেছে ।

দেশের সবচেয়ে সফল পাঁচ ফুটবল ক্লাব
দেশের সবচেয়ে সফল পাঁচ ফুটবল ক্লাব

কলকাতা, 2 মে: ভারতে ক্লাব ফুটবলের কালচার বেশ পুরানো । এদেশে ইংরেজদের পা পড়ার সময়কাল থেকেই এদেশে ক্লাব ফুটবলের সূচনা । বিশেষ করে কলকাতায় । 1872 সালে কলকাতা ফুটবল ক্লাবের প্রতিষ্ঠা পাওয়ার পর থেকেই দেশের ক্লাব ফুটবলে উন্নতি শুরু হয় ।

প্রথমিকে ব্রিটিশ রেজিমেন্টাল ফোর্স এদেশে ফুটবল খেলত । তখন ভারতীয়রা শুধু এই খেলাটির অনুরাগী ছিল । ধীরে ধীরে ভারতীয়রাও ফুটবলে দক্ষ হয়ে উঠতে শুরু করে । খেলাটির যাবতীয় খুঁটিনাটি শিখে নিয়ে এদেশের মানুষরাও খেলাটিকে আয়ত্তে নিয়ে চলে আসে । 1893 সালে ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশন এবং 1937 সালে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রতিষ্ঠার পর ভারতে বহু ফুটবল লিগ শুরু হয় ।

সেগুলির মধ্যে ডুরান্ড কাপ, আইলিগ (তখনকার NFL), ফেডারেশন কাপ এবং রোভার্স কাপ দেশের সবচেয়ে সম্মানীয় ফুটবল লিগ হিসেবে পরিচিতি পেয়েছিল । এই তালিকার মধ্যে IFA শিল্ড রাখা হয়নি কারণ এটি এখন অনূর্ধ্ব-19 পর্যায়ে খেলা হয় । যেসব ক্লাব উপরোক্ত লিগগুলিতে সবচেয়ে বেশি সফল হয়েছে সেই ভিত্তিতে এই তালিকা ।

5. চার্চিল ব্রাদার্স, ডেম্পো, মাহিন্দ্রা ইউনাইটেড- 6টি ট্রফি

গোয়া ফুটবল জায়ান্ট চার্চিল ব্রাদার্স এবং ডেম্পো স্পোর্টস ক্লাব এবং মাহিন্দ্রা ইউনাইটেড হল দেশের পঞ্চম সফল ফুটবল ক্লাব । তিনটি ক্লাবই 6টি করে ট্রফি জিতেছে । চার্চিল এশিয়ার সবচেয়ে পুরনো ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপ তিনবার জিতেছে । দুবার জিতেছে আইলিগ এবং একবার ফেডারেশন কাপ ।

দেশের সবচেয়ে সফল পাঁচ ফুটবল ক্লাব
দেশের সবচেয়ে সফল পাঁচ ফুটবল ক্লাব

অন্যদিকে ডেম্পো হল আইলিগে সাফল্য পাওয়া ক্লাবগুলির মধ্যে অন্যতম সেরা । পাঁচবার জাতীয় লিগ চ্যাম্পিয়নশিপ, তিনবার আইলিগ এবং দুবার জাতীয় ফুটবল লিগ জিতেছে ডেম্পো । 2004 সালে ক্লাবটি ফেডারেশন কাপ জেতে ।

মুম্বইয়ের মাহিন্দ্রা ইউনাইটেডের পথচলা শুরু হয়েছিল 1964 সালে । 2010 সালে ক্লাবটির আর অস্তিত্ব নেই । মাহিন্দ্রা একবার জাতীয় ফুটবল লিগ, একবার ফেডারেশন কাপ এবং তিনবার ডুরান্ড কাপ জিতেছে ।

দেশের সবচেয়ে সফল পাঁচ ফুটবল ক্লাব
দেশের সবচেয়ে সফল পাঁচ ফুটবল ক্লাব

4. JCT FC- 8টি ট্রফি

ভারতের বেশ কয়েকটি ভাগে ফুটবল একটু বেশিই জনপ্রিয় । তার মধ্যে একটি হল পঞ্জাব । পঞ্জাবের JCT ক্লাব বা জগজিত কটন ও টেক্সটাইল FC-র পথচলা শুরু হয়েছিল 1971 সালে । JCT হল প্রথম ক্লাব যারা 1996 সালে প্রথমবার জাতীয় ফুটবল লিগ জিতেছিল । যদিও এরপর আর ক্লাবটির ভাগ্যে এই খেতাব জোটেনি । লুধিয়ানার এই ক্লাব ডুরান্ড কাপ জিতেছে পাঁচবার । ফেডারেশন কাপ জয়ের সংখ্যা 2 ।

দেশের সবচেয়ে সফল পাঁচ ফুটবল ক্লাব
দেশের সবচেয়ে সফল পাঁচ ফুটবল ক্লাব

3. সালগাঁওকর- 9টি ট্রফি

ভারতীয় ফুটবলে গোয়া একটি বড়সড় নাম । এই রাজ্য থেকে বেশ কিছু বড় ফুটবলার উঠে এসেছে । ফুটবল প্রিয় গোয়ার বড় ক্লাবগুলির মধ্যে অন্যতম হল সালগাঁওকর । জাতীয় পর্যায়ে এই ক্লাব গোয়ার সবচেয়ে সফল ক্লাব । 1956 সালে প্রতিষ্ঠা পাওয়া সালগাঁওকর তিনবার জাতীয় লিগের খেতাব, চারবার ফেডারেশন কাপ এবং তিনবার ডুরান্ড কাপ জিতেছে ।

দেশের সবচেয়ে সফল পাঁচ ফুটবল ক্লাব
দেশের সবচেয়ে সফল পাঁচ ফুটবল ক্লাব

2. ইস্টবেঙ্গল-27টি ট্রফি

কলকাতার শতাব্দীপ্রাচীন এই ক্লাবটির প্রথম খেতাব জিততে 19 বছর লেগেছিল । 1920 সালের 1 অগস্ট প্রতিষ্ঠা পাওয়ার পর 1942 সালে প্রথমবার IFA শিল্ড জেতে লাল-হলুদ । জাতীয় ফুটবল লিগ শুরু হওয়ার পর 2000-01, 2002-03 এবং 2003-04 মরশুমে পরপর তিনবার খেতাব জেতে ক্লাবটি । ইস্টবেঙ্গল সবচেয়ে বেশি 16বার ডুরান্ড কাপ খেতাব জিতেছে । অন্যদিকে ফেডারেশন কাপ জিতছে 8 বার । পাশাপাশি রেকর্ড 29 বার IFA শিল্ড, 10 বার রোভার্স কাপ এবং রেকর্ড 39 বার কলকাতা ফুটবল লিগ জিতেছে ।

দেশের সবচেয়ে সফল পাঁচ ফুটবল ক্লাব
দেশের সবচেয়ে সফল পাঁচ ফুটবল ক্লাব

1. মোহনবাগান-35টি ট্রফি

2019-20 আইলিগ চ্যাম্পিয়ন মোহনবাগান নিঃসন্দেহে দেশের সবচেয়ে সফল ফুটবল ক্লাব । 1911 সালে IFA শিল্ডে ইংল্যান্ডের ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টের বিরুদ্ধে 2-1 গোলের বিখ্যাত জয়ের পর থেকে কলকাতার ক্লাবটি প্রচুর সাফল্যের মুখ দেখেছে । 131 বছরের ক্লাবের ঝুলিতে রয়েছে মোট 253টি খেতাব । যার মধ্যে স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক খেতাবও রয়েছে ।

ডেম্পোর পাশাপাশি সবচেয়ে বেশি পাঁচবার আইলিগ খেতাব জয়ের রেকর্ড তৈরি করেছে মোহনবাগান । শতাব্দী প্রাচীন ক্লাবটি 16বার ডুরান্ড কাপ, 14বার ফেডারেশন কাপ জিতেছে ।

দেশের সবচেয়ে সফল পাঁচ ফুটবল ক্লাব
দেশের সবচেয়ে সফল পাঁচ ফুটবল ক্লাব
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.