কলকাতা, 4 জুন: অনূর্ধ্ব 17 মহিলাদের বিশ্বকাপের পর ফের দেশের মাটিতে বসতে চলেছে মহিলা ফুটবলের বড় আসর । 2022 সালে মেয়েদের AFC এশিয়ান কাপ আয়োজন করবে ভারত ।
2022সালের ডিসেম্বর মাসে এই প্রতিযোগিতার শুরু হয়ে শেষ হবে 2023 সালের জানুয়ারি মাসে। আমেদাবাদ এবং নভি মুম্বাই এই প্রতিযোগিতার জন্য সাম্ভাব্য স্থান হিসেবে বাছা হয়েছে । আয়োজক দেশ হিসেবে ভারত সরাসরি এই প্রতিযোগিতায় খেলার সুযোগ পাবে ।
মহিলাদের AFC এশিয়ান কাপ আয়োজনের জন্য চাইনিজ তাইপে এবং উজবেকিস্তান বিড করেছিল । কিন্তু সবাইকে হারিয়ে ভারতের হাতে এলো এই টুর্নামেন্ট। 1980 সালে কোজিকোড়ে বসেছিল মেয়েদের এই হাই প্রোফাইল টুর্নামেন্ট। এশীয়মানের এই টুর্নামেন্টে ভারতীয় মেয়েরা 1980 এবং 1983 সালে রানার্স হয়েছিল।1981সালে ব্রোঞ্জ পেয়েছিল ভারতীয় মেয়েরা। শেষবার ভারতীয় মেয়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল 2003 সালে।
AFC ওম্যানস ফুটবল কমিটি ফেব্রুয়ারি মাসে এই প্রতিযোগিতার আয়োজক হিসেবে ভারতের নাম সুপারিশ করে। বৃহস্পতিবার সেই সুপারিশে শিলমোহর দেওয়া হয়। চেয়ারপারসন মুফতাজা আখতার কিরন বলেছেন,"এই টুর্নামেন্ট এশিয়ার মধ্যে মেয়েদের সবচেয়ে বড় টুর্নামেন্ট। এই মহাদেশে মহিলা ফুটবলের উন্নয়নের পক্ষে বড় পদক্ষেপ। শেষবার এই প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল জর্ডনে। পশ্চিম এশিয়ার মাটিতে আয়োজন নিসন্দেহে বড় পদক্ষেপ ছিল।এবার সেই ধারা বহন করে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে।"
ভারতীয় ফুটবল ফেডারেশন মেয়েদের ফুটবলের উন্নতির জন্য এই টুর্নামেন্ট আয়োজন করতে আগ্রহী । আট থেকে বারো দলের এই টুর্নামেন্ট তিনটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপে চারটি করে দল থাকবে। 17দিন ধরে এই টুর্নামেন্ট চলবে।
অনূর্ধ্ব 17 ছেলেদের বিশ্বকাপ আয়োজনের পরে অনূর্ধ্ব 17মেয়েদের বিশ্বকাপ আয়োজন করছে ভারত । এবার মেয়েদের AFC এশিয়ান কাপের আসর,নিসন্দেহে ভারতীয় ফুটবলের পক্ষে ভালো খবর । যা মেয়েদের ফুটবলের নতুন দিগন্ত খুলে দেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
প্রাক্তন মহিলা ফুটবলার কুন্তলা ঘোষদস্তিদার বলছেন, "এই খবর নিসন্দেহে খুশির। এবার পরিকাঠামোর উন্নয়নের দিকে জোর দিতে হবে। ইতিমধ্যে ফেডারেশন প্রেসিডেন্ট ক্লাবগুলো কে মেয়েদের দল তৈরি করতে বলেছেন। এবার থেকে আশা করব নিয়মিত লিগ আয়োজিত হবে। একটা বিষয় ভালো লাগছে মেয়েদের সামনে দরজা বন্ধ হচ্ছে না ।"