ETV Bharat / sports

কোরোনামুক্ত দেশে সুনীলদের শিবির করতে চান স্টিমাচ

ভারতীয় ফুটবল দলের বল গড়ানোর দিন গুনছে ভারতীয় ফুটবল প্রেমীরা । 8 অক্টোবর ভারতীয় দল ঘরের মাঠে প্রাক বিশ্বকাপের ম্যাচ খেলবে । প্রতিপক্ষ বাংলাদেশ । পদ্মাপাড়ে ফিরতি ম্যাচ নভেম্বরের 8 তারিখে । আফগানিস্তানের বিরুদ্ধেও ভারতীয় দল প্রাক বিশ্বকাপের ম্যাচ খেলবে ।

image
ইগর স্টিম্যাচ
author img

By

Published : Jul 2, 2020, 11:13 PM IST

কলকাতা, 2 জুলাই : কোরোনা মুক্ত কোনও দেশে ভারতীয় ফুটবল দলের শিবির করতে চানজাতীয় দলের কোচ ইগর স্টিম্যাচ ৷ কোরোনা ভাইরাস মহামারির কারণে স্তব্ধ ক্রীড়াদুনিয়া । বর্তমানে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার চেষ্টা চলছে । তারই ফলশ্রুতিতেবুন্দেশলিগা, লা লিগা, প্রিমিয়ার লিগে বল গড়াচ্ছে । যদিও ফাঁকা স্টেডিয়ামে ফুটবল ম্যাচআয়োজনের ভাবনা ফুটবল ভক্তদের পছন্দের বিষয় নয় । কিন্তু বল গড়ানোর প্রক্রিয়াকেস্বাগত জানাচ্ছেন সকলে ।

সেই ভাবনার সূত্র ধরে ভারতীয় ফুটবল দলের বল গড়ানোর দিন গুনছেভারতীয় ফুটবল প্রেমীরা । 8 অক্টোবর ভারতীয় দল ঘরের মাঠে প্রাক বিশ্বকাপের ম্যাচ খেলবে ।প্রতিপক্ষ বাংলাদেশ । পদ্মাপাড়ে ফিরতি ম্যাচ নভেম্বরের 8 তারিখে । আফগানিস্তানের বিরুদ্ধেওভারতীয় দল প্রাক বিশ্বকাপের ম্যাচ খেলবে । ঘরের মাঠে ভারত আফগানিস্তানের বিরুদ্ধেনামবে 17 নভেম্বর ৷

আরও পড়ুন :-অন্যরকম পুশ-আপ, ভিডিয়ো শেয়ার কোহলির

আসন্ন ম্যাচে জাতীয় দলের পারফরম্যান্স গ্রাফের উন্নতিতে যাতে ঘাটতি না পড়ে, সেই জন্য পরিকল্পনা সাজাতে শুরু করেছেন ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাচ । চলতি বছরের মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ফুটবলাররা ঘরবন্দী । এই অবস্থায় তাদের ফের সড়গড় করে তোলাই তাঁর প্রধান কাজ । সেই পরিকল্পনা সফল করতে অন্তত আট সপ্তাহের শিবির করতে চাইছেন ভারতীয় দলের কোচ ।

কিন্তু তার জন্য ক্রোয়েশিয়ার জাতীয় দলের প্রাক্তন কোচ ইউরোপের কোনও দেশকে বেছে নিতে চান । কোরোনা ভাইরাসের প্রকোপ যেখানে কম এমন কোনও দেশ সুনীলদের হেডস্যারের প্রথম পছন্দ । প্রাথমিকভাবে ক্রোয়েশিয়া, তুরস্ক, স্লোভানিয়ার মধ্যে যেকোনও একটি দেশ পছন্দ । ইতিমধ্যে ফুটবলারদের ফিটনেস চার্ট দেওয়া হয়েছে । তা অনুসরণ করে ফিট থাকার কথা বলা হয়েছে । শিবিরে ফুটবলারদের ডাকার পরে প্রথম পাঁচ দিনে ফুটবলার ফিটনেস গ্রাফটা বুঝে নিয়ে তাদের জায়গা দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্টিম্যাচ ।

কলকাতা, 2 জুলাই : কোরোনা মুক্ত কোনও দেশে ভারতীয় ফুটবল দলের শিবির করতে চানজাতীয় দলের কোচ ইগর স্টিম্যাচ ৷ কোরোনা ভাইরাস মহামারির কারণে স্তব্ধ ক্রীড়াদুনিয়া । বর্তমানে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার চেষ্টা চলছে । তারই ফলশ্রুতিতেবুন্দেশলিগা, লা লিগা, প্রিমিয়ার লিগে বল গড়াচ্ছে । যদিও ফাঁকা স্টেডিয়ামে ফুটবল ম্যাচআয়োজনের ভাবনা ফুটবল ভক্তদের পছন্দের বিষয় নয় । কিন্তু বল গড়ানোর প্রক্রিয়াকেস্বাগত জানাচ্ছেন সকলে ।

সেই ভাবনার সূত্র ধরে ভারতীয় ফুটবল দলের বল গড়ানোর দিন গুনছেভারতীয় ফুটবল প্রেমীরা । 8 অক্টোবর ভারতীয় দল ঘরের মাঠে প্রাক বিশ্বকাপের ম্যাচ খেলবে ।প্রতিপক্ষ বাংলাদেশ । পদ্মাপাড়ে ফিরতি ম্যাচ নভেম্বরের 8 তারিখে । আফগানিস্তানের বিরুদ্ধেওভারতীয় দল প্রাক বিশ্বকাপের ম্যাচ খেলবে । ঘরের মাঠে ভারত আফগানিস্তানের বিরুদ্ধেনামবে 17 নভেম্বর ৷

আরও পড়ুন :-অন্যরকম পুশ-আপ, ভিডিয়ো শেয়ার কোহলির

আসন্ন ম্যাচে জাতীয় দলের পারফরম্যান্স গ্রাফের উন্নতিতে যাতে ঘাটতি না পড়ে, সেই জন্য পরিকল্পনা সাজাতে শুরু করেছেন ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাচ । চলতি বছরের মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ফুটবলাররা ঘরবন্দী । এই অবস্থায় তাদের ফের সড়গড় করে তোলাই তাঁর প্রধান কাজ । সেই পরিকল্পনা সফল করতে অন্তত আট সপ্তাহের শিবির করতে চাইছেন ভারতীয় দলের কোচ ।

কিন্তু তার জন্য ক্রোয়েশিয়ার জাতীয় দলের প্রাক্তন কোচ ইউরোপের কোনও দেশকে বেছে নিতে চান । কোরোনা ভাইরাসের প্রকোপ যেখানে কম এমন কোনও দেশ সুনীলদের হেডস্যারের প্রথম পছন্দ । প্রাথমিকভাবে ক্রোয়েশিয়া, তুরস্ক, স্লোভানিয়ার মধ্যে যেকোনও একটি দেশ পছন্দ । ইতিমধ্যে ফুটবলারদের ফিটনেস চার্ট দেওয়া হয়েছে । তা অনুসরণ করে ফিট থাকার কথা বলা হয়েছে । শিবিরে ফুটবলারদের ডাকার পরে প্রথম পাঁচ দিনে ফুটবলার ফিটনেস গ্রাফটা বুঝে নিয়ে তাদের জায়গা দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্টিম্যাচ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.