ETV Bharat / sports

ভারতীয় ফুটবল দলের নতুন কোচ ক্রোয়েশিয়ার বিশ্বকাপার ইগর স্টিমাচ

প্রায় তিনমাস পর কোচ পেল সুনীল ছেত্রীরা।

ইগর স্টিমাচ
author img

By

Published : May 9, 2019, 9:05 PM IST

Updated : May 9, 2019, 10:03 PM IST

দিল্লি, 9 মে : ভারতীয় ফুটবল দলের কোচ হিসেবে ইগর স্টিমাচকে বেছে নিল ফেডারেশনের টেকনিকাল কমিটি । আজ দিল্লিতে সুনীল ছেত্রীদের হেডস্যার বাছতে বসেছিল প্রাক্তন ফুটবল তারকা ও টেকনিকাল কমিটির প্রধান শ্যাম থাপার নেতৃত্বাধীন কমিটি । ক্রোয়েশিয়ার প্রাক্তন ফুটবল তারকা তাঁর দেশকে 15 মাস কোচিং করিয়েছিলেন ।

কোচের পদ থেকে স্টিফেন কনস্ট্যানটাইনের সরে দাঁড়ানোর পরে নতুন কোচের খোঁজ শুরু করেছিল ফেডারেশন । টেকনিকাল কমিটির প্রধান শ্যাম থাপা জানান, ফেডারেশনের সদস্যদের যাবতীয় প্রশ্নের উত্তর দেওয়ার পরই ইগর স্টিমাচকে বেছে নেওয়া হয়েছে ।

টেকনিকাল কমিটি ক্রোয়েশিয়ান কোচের নাম ফেডারেশনের এগজ়িকিউটিভ কমিটির কাছে পাঠিয়েছে শিলমোহরের জন্য । শ্যাম থাপা বলেন, “চারজন প্রার্থীর মধ্যে থেকে স্টিমাচকে বেছে নেওয়া হয়েছে । সুইডেনের হাকান এরিকসন যথেষ্ট ভালো সাক্ষাৎকার দিয়েছিলেন । আলবার্তো রোকার সঙ্গেও আমাদের কথা হয়েছে । তবে শেষ পর্যন্ত স্টিমাচকেই বেছে নিয়েছি।”

ফেডারেশন সচিব কুশল দাস জানিয়েছেন 250 জন প্রার্থী ভারতীয় দলের কোচ হওয়ার আবেদন করেছিলেন । এর মধ্যে থেকে 24 জনকে বাছা হয়েছিল । শেষ পর্যন্ত চারজনের তালিকা চূড়ান্ত করা হয় । যার মধ্যে থেকে 51 বছর বয়সি ক্রোয়েশিয়ার কোচকে বাছা হয়েছে ।

2014 সালে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ক্রোয়েশিয়ার কোচের দায়িত্ব সামলেছিলেন তিনি । দেশের ক্লাবে কোচিং করা ছাড়াও ইরান ও কাতারের ক্লাবেও কোচিং করিয়েছেন ইগর স্টিমাচ ।

1990 থেকে 2002 সাল পর্যন্ত দেশের হয়ে 53টি ম্যাচ খেলা ক্রোয়েশিয়ার ডিফেন্ডার 1998 সালে ফ্রান্স বিশ্বকাপে খেলেছেন ।

ইগর স্টিমাচের ভারতীয় দলের কোচ হওয়ার খবরে সন্তোষ প্রকাশ করেছেন ক্রোয়েশিয়ার তারকা ফুটবলার ডাভর সুকের । তিনি জানান, "স্টিমাচের ফুটবল বুদ্ধিতে উপকৃত হবে ভারতীয় ফুটবল ।"

দিল্লি, 9 মে : ভারতীয় ফুটবল দলের কোচ হিসেবে ইগর স্টিমাচকে বেছে নিল ফেডারেশনের টেকনিকাল কমিটি । আজ দিল্লিতে সুনীল ছেত্রীদের হেডস্যার বাছতে বসেছিল প্রাক্তন ফুটবল তারকা ও টেকনিকাল কমিটির প্রধান শ্যাম থাপার নেতৃত্বাধীন কমিটি । ক্রোয়েশিয়ার প্রাক্তন ফুটবল তারকা তাঁর দেশকে 15 মাস কোচিং করিয়েছিলেন ।

কোচের পদ থেকে স্টিফেন কনস্ট্যানটাইনের সরে দাঁড়ানোর পরে নতুন কোচের খোঁজ শুরু করেছিল ফেডারেশন । টেকনিকাল কমিটির প্রধান শ্যাম থাপা জানান, ফেডারেশনের সদস্যদের যাবতীয় প্রশ্নের উত্তর দেওয়ার পরই ইগর স্টিমাচকে বেছে নেওয়া হয়েছে ।

টেকনিকাল কমিটি ক্রোয়েশিয়ান কোচের নাম ফেডারেশনের এগজ়িকিউটিভ কমিটির কাছে পাঠিয়েছে শিলমোহরের জন্য । শ্যাম থাপা বলেন, “চারজন প্রার্থীর মধ্যে থেকে স্টিমাচকে বেছে নেওয়া হয়েছে । সুইডেনের হাকান এরিকসন যথেষ্ট ভালো সাক্ষাৎকার দিয়েছিলেন । আলবার্তো রোকার সঙ্গেও আমাদের কথা হয়েছে । তবে শেষ পর্যন্ত স্টিমাচকেই বেছে নিয়েছি।”

ফেডারেশন সচিব কুশল দাস জানিয়েছেন 250 জন প্রার্থী ভারতীয় দলের কোচ হওয়ার আবেদন করেছিলেন । এর মধ্যে থেকে 24 জনকে বাছা হয়েছিল । শেষ পর্যন্ত চারজনের তালিকা চূড়ান্ত করা হয় । যার মধ্যে থেকে 51 বছর বয়সি ক্রোয়েশিয়ার কোচকে বাছা হয়েছে ।

2014 সালে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ক্রোয়েশিয়ার কোচের দায়িত্ব সামলেছিলেন তিনি । দেশের ক্লাবে কোচিং করা ছাড়াও ইরান ও কাতারের ক্লাবেও কোচিং করিয়েছেন ইগর স্টিমাচ ।

1990 থেকে 2002 সাল পর্যন্ত দেশের হয়ে 53টি ম্যাচ খেলা ক্রোয়েশিয়ার ডিফেন্ডার 1998 সালে ফ্রান্স বিশ্বকাপে খেলেছেন ।

ইগর স্টিমাচের ভারতীয় দলের কোচ হওয়ার খবরে সন্তোষ প্রকাশ করেছেন ক্রোয়েশিয়ার তারকা ফুটবলার ডাভর সুকের । তিনি জানান, "স্টিমাচের ফুটবল বুদ্ধিতে উপকৃত হবে ভারতীয় ফুটবল ।"

sample description
Last Updated : May 9, 2019, 10:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.