ETV Bharat / sports

ইস্টবেঙ্গলের সমস্যায় নজর আইএফএ-র, দিন বদলে লাল হলুদের খেলা একত্রিশে - ইস্টবেঙ্গলের সমস্যা নজর আইএফএ-র

ইস্টবেঙ্গল ক্লাবের ডামাডোলের দিকে নজর রাখছে আইএফএ । ফলে সূচি পরিবর্তন করে একত্রিশ অগস্টে ইস্টবেঙ্গল বনাম ভবানীপুরের খেলা দেওয়া হয়েছে।

s
s
author img

By

Published : Aug 23, 2021, 10:57 PM IST

কলকাতা, 23 অগস্ট: পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী কলকাতা লিগে মঙ্গলবার, 24 অগস্ট ছিল এসসি ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ ভবানীপুর ক্লাব। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে কল্যাণী স্টেডিয়ামে আয়োজিত ম্যাচ বাতিল করা হয়েছে। পরবর্তী তারিখ দেওয়া হয়েছে 31 অগস্ট।

কলকাতা লিগের সূচি দেখে মনে হতে পারে ইস্টবেঙ্গল কলকাতা লিগে অংশ নিচ্ছে । কিন্তু লগ্নিকারী এবং ইস্টবেঙ্গলের চুক্তি বিতর্ক যে দিকে মোড় নিচ্ছে তাতে সেই সম্ভাবনা কম। সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ইস্টবেঙ্গল এবং লগ্নিকারীর মধ্যে চুক্তি বিতর্ক নিয়ে মুখ খুলেছেন। বলেছেন, পুরো প্রক্রিয়ায় লগ্নিকারীর ভূমিকায় তিনি বিরক্ত। 16 অগস্টের মধ্যে মুখ্যমন্ত্রীকে সমস্যা মিটে যাওয়ার আশ্বাস দিয়েছিল লগ্নিকারীরা । তা সত্ত্বেও সমস্যা মেটেনি বরং বেড়েছে। সোমবার এতদিন ধরে ক্লাবের জন্য ব্যয় করা অর্থ দাবি না করে স্পোর্টিং রাইটস ফিরিয়ে দেওয়ার কথা বলেছে লগ্নিকারীরা ৷ এই কথা নবান্নে ইমেল করে জানায় লগ্নিকারী সংস্থাটি । যেহেতু একবছর আগে ক্লাবের সঙ্গে গাঁটছড়া বাঁধায় ঘটনায় মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাই বিচ্ছেদের বিষয়টিও নবান্নে জানিয়েছে লগ্নিকারীরা । এই অবস্থায় ক্লাব কর্তারা বিপাকে পড়বেন বলেই মনে করা হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী স্বয়ং ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে ব্যাট ধরায় ক্লাব কর্তারা মুষড়ে পড়ার বদলে উজ্জীবীত । এই পরিস্থিতিতে বুধবার নবান্নে ফের বৈঠক ডাকা হয়েছে। সেখানে সমস্যা মিটতে পারে বলে মনে করা হচ্ছে । এদিকে মুখ্যমন্ত্রীর সমর্থন মিলতেই ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষ পদাধিকারীরা জরুরি ভিত্তিতে আলোচনায় বসেছিলেন। সেখানে বিকল্প পরিকল্পনা সাজানোর আলোচনা হয়েছে। সেক্ষেত্রে শর্তাবলীতে কিছু শিথিলতা আসতে পারে।

গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে আইএফএ। আগে লগ্নিকারীর তরফে এসসি ইস্টবেঙ্গলের সিইও কর্নেল শিবাজী সমাদ্দার বলেছিলেন অভ্যন্তরীণ সমস্যা মেটানো অবধি সময় দেওয়া হোক। এই অবস্থায় সূচি পরিবর্তন করে একত্রিশ অগস্ট ফের ইস্টবেঙ্গল বনাম ভবানীপুর ক্লাবের খেলা দেওয়া হয়েছে। আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় বলেছেন, যেহেতু দলবদলের শেষ লক্ষণরেখা চলতি মাসের শেষ তারিখ ৷ তাই অপেক্ষা করতেই হচ্ছে । তারপর এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।

আরও পড়ুন: East Bengal : চুক্তি জটে ক্ষুব্ধ মমতা, বুধবার নবান্নে শ্রী সিমেন্টের সঙ্গে বৈঠক ইস্টবেঙ্গলের

কলকাতা, 23 অগস্ট: পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী কলকাতা লিগে মঙ্গলবার, 24 অগস্ট ছিল এসসি ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ ভবানীপুর ক্লাব। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে কল্যাণী স্টেডিয়ামে আয়োজিত ম্যাচ বাতিল করা হয়েছে। পরবর্তী তারিখ দেওয়া হয়েছে 31 অগস্ট।

কলকাতা লিগের সূচি দেখে মনে হতে পারে ইস্টবেঙ্গল কলকাতা লিগে অংশ নিচ্ছে । কিন্তু লগ্নিকারী এবং ইস্টবেঙ্গলের চুক্তি বিতর্ক যে দিকে মোড় নিচ্ছে তাতে সেই সম্ভাবনা কম। সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ইস্টবেঙ্গল এবং লগ্নিকারীর মধ্যে চুক্তি বিতর্ক নিয়ে মুখ খুলেছেন। বলেছেন, পুরো প্রক্রিয়ায় লগ্নিকারীর ভূমিকায় তিনি বিরক্ত। 16 অগস্টের মধ্যে মুখ্যমন্ত্রীকে সমস্যা মিটে যাওয়ার আশ্বাস দিয়েছিল লগ্নিকারীরা । তা সত্ত্বেও সমস্যা মেটেনি বরং বেড়েছে। সোমবার এতদিন ধরে ক্লাবের জন্য ব্যয় করা অর্থ দাবি না করে স্পোর্টিং রাইটস ফিরিয়ে দেওয়ার কথা বলেছে লগ্নিকারীরা ৷ এই কথা নবান্নে ইমেল করে জানায় লগ্নিকারী সংস্থাটি । যেহেতু একবছর আগে ক্লাবের সঙ্গে গাঁটছড়া বাঁধায় ঘটনায় মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাই বিচ্ছেদের বিষয়টিও নবান্নে জানিয়েছে লগ্নিকারীরা । এই অবস্থায় ক্লাব কর্তারা বিপাকে পড়বেন বলেই মনে করা হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী স্বয়ং ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে ব্যাট ধরায় ক্লাব কর্তারা মুষড়ে পড়ার বদলে উজ্জীবীত । এই পরিস্থিতিতে বুধবার নবান্নে ফের বৈঠক ডাকা হয়েছে। সেখানে সমস্যা মিটতে পারে বলে মনে করা হচ্ছে । এদিকে মুখ্যমন্ত্রীর সমর্থন মিলতেই ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষ পদাধিকারীরা জরুরি ভিত্তিতে আলোচনায় বসেছিলেন। সেখানে বিকল্প পরিকল্পনা সাজানোর আলোচনা হয়েছে। সেক্ষেত্রে শর্তাবলীতে কিছু শিথিলতা আসতে পারে।

গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে আইএফএ। আগে লগ্নিকারীর তরফে এসসি ইস্টবেঙ্গলের সিইও কর্নেল শিবাজী সমাদ্দার বলেছিলেন অভ্যন্তরীণ সমস্যা মেটানো অবধি সময় দেওয়া হোক। এই অবস্থায় সূচি পরিবর্তন করে একত্রিশ অগস্ট ফের ইস্টবেঙ্গল বনাম ভবানীপুর ক্লাবের খেলা দেওয়া হয়েছে। আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় বলেছেন, যেহেতু দলবদলের শেষ লক্ষণরেখা চলতি মাসের শেষ তারিখ ৷ তাই অপেক্ষা করতেই হচ্ছে । তারপর এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।

আরও পড়ুন: East Bengal : চুক্তি জটে ক্ষুব্ধ মমতা, বুধবার নবান্নে শ্রী সিমেন্টের সঙ্গে বৈঠক ইস্টবেঙ্গলের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.