ETV Bharat / sports

আই লিগ শুরু 9 জানুয়ারি

কোভিড পরিস্থিতির মধ্যে যেহেতু খেলার আয়োজন তাই নির্দিষ্ট একটি শহরে আই লিগ মূলপর্বের খেলা হবে । আই লিগ দ্বিতীয় ডিভিশনের মতো আই লিগ মূলপর্বের খেলা কলকাতায় আয়োজিত হবে । এই মরশুমের আই লিগ ভিন্ন ভাবে হবে ।

I league
I league
author img

By

Published : Nov 7, 2020, 5:49 PM IST

কলকাতা, 7 নভেম্বর : 26 ডিসেম্বর বক্সিং ডে তে নয়, আই লিগের মূলপর্ব শুরু হবে নতুন বছরের প্রথম সপ্তাহে । শনিবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশন জানিয়েছে, জানুয়ারি মাসের 9 তারিখে আই লিগের মূলপর্বের খেলা শুরু হবে । 11টি দল অংশ নেবে এবারের প্রতিযোগিতায় ।

কোভিড পরিস্থিতির মধ্যে যেহেতু খেলার আয়োজন তাই নির্দিষ্ট একটি শহরে আই লিগের মূলপর্বের খেলা হবে । আই লিগ দ্বিতীয় ডিভিশনের মতো আই লিগ মূলপর্বের খেলা কলকাতায় আয়োজিত হবে । এই মরশুমের আই লিগ ভিন্নভাবে হবে । গত মরশুমের আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান এবং রানার্স ইস্টবেঙ্গলকে এবার খেলতে দেখা যাবে না । দুই প্রধান এই মরশুমে ইন্ডিয়ান সুপার লিগে খেলবে । বাংলার দল হিসেবে আই লিগে প্রতিনিধিত্ব করবে মহমেডান স্পোর্টিং । যোগ্যতা মান পেরিয়ে সাদা কালো ব্রিগেড এবার আই লিগের মূল পর্বে ।

নতুন দল হিসেবে সুযোগ পেয়েছে সুদেভা FC । কোরোনা ভাইরাস প্যানডেমিকের কারণে আই লিগ চারটি রাউন্ড বাকি থাকা অবস্থায় বন্ধ হয়ে গিয়েছিল । এই মরশুমে নতুনভাবে আই লিগের মূল পর্বে বল গড়াচ্ছে । একই সঙ্গে বদলে যাচ্ছে আই লিগের ফর্ম্যাট । প্রথম পর্বে আই লিগের এগারোটি দল পরস্পরের বিরুদ্ধে খেলবে । সেই পর্বের প্রাপ্ত পয়েন্টের ভিত্তিতে দুটো ভাগে অংশগ্রহণকারী দলগুলিকে ভাগ করা হবে । পয়েন্ট টেবিলের ওপরের দিকে থাকা প্রথম ছয়টি দল খেতাবের জন্য লড়বে । বাকি পাঁচ দল খেলবে টিকে থাকার লক্ষ্যে ।

শীঘ্রই আই লিগের সূচি প্রকাশ করা হবে । অংশগ্রহণকারী দলগুলি সেই অনুসারে কলকাতায় পা দিয়ে বাধ্যতামূলক কোয়ারানটিনে থাকবে । আই লিগে ফের খেলার সুযোগ পাওয়া মহামেডান ডিসেম্বরের শুরুতে বল নিয়ে অনুশীলন শুরু করবে ।

কলকাতা, 7 নভেম্বর : 26 ডিসেম্বর বক্সিং ডে তে নয়, আই লিগের মূলপর্ব শুরু হবে নতুন বছরের প্রথম সপ্তাহে । শনিবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশন জানিয়েছে, জানুয়ারি মাসের 9 তারিখে আই লিগের মূলপর্বের খেলা শুরু হবে । 11টি দল অংশ নেবে এবারের প্রতিযোগিতায় ।

কোভিড পরিস্থিতির মধ্যে যেহেতু খেলার আয়োজন তাই নির্দিষ্ট একটি শহরে আই লিগের মূলপর্বের খেলা হবে । আই লিগ দ্বিতীয় ডিভিশনের মতো আই লিগ মূলপর্বের খেলা কলকাতায় আয়োজিত হবে । এই মরশুমের আই লিগ ভিন্নভাবে হবে । গত মরশুমের আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান এবং রানার্স ইস্টবেঙ্গলকে এবার খেলতে দেখা যাবে না । দুই প্রধান এই মরশুমে ইন্ডিয়ান সুপার লিগে খেলবে । বাংলার দল হিসেবে আই লিগে প্রতিনিধিত্ব করবে মহমেডান স্পোর্টিং । যোগ্যতা মান পেরিয়ে সাদা কালো ব্রিগেড এবার আই লিগের মূল পর্বে ।

নতুন দল হিসেবে সুযোগ পেয়েছে সুদেভা FC । কোরোনা ভাইরাস প্যানডেমিকের কারণে আই লিগ চারটি রাউন্ড বাকি থাকা অবস্থায় বন্ধ হয়ে গিয়েছিল । এই মরশুমে নতুনভাবে আই লিগের মূল পর্বে বল গড়াচ্ছে । একই সঙ্গে বদলে যাচ্ছে আই লিগের ফর্ম্যাট । প্রথম পর্বে আই লিগের এগারোটি দল পরস্পরের বিরুদ্ধে খেলবে । সেই পর্বের প্রাপ্ত পয়েন্টের ভিত্তিতে দুটো ভাগে অংশগ্রহণকারী দলগুলিকে ভাগ করা হবে । পয়েন্ট টেবিলের ওপরের দিকে থাকা প্রথম ছয়টি দল খেতাবের জন্য লড়বে । বাকি পাঁচ দল খেলবে টিকে থাকার লক্ষ্যে ।

শীঘ্রই আই লিগের সূচি প্রকাশ করা হবে । অংশগ্রহণকারী দলগুলি সেই অনুসারে কলকাতায় পা দিয়ে বাধ্যতামূলক কোয়ারানটিনে থাকবে । আই লিগে ফের খেলার সুযোগ পাওয়া মহামেডান ডিসেম্বরের শুরুতে বল নিয়ে অনুশীলন শুরু করবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.