ETV Bharat / sports

ঘরে ফিরে মেয়ে মালসোয়ামার মুখ দেখতে মরিয়া ডিকা - কলকাতা

গত কয়েক বছর ধরেই ডিকার বাঁ পায়ের বাঁক খাওয়ানো ফ্রি কিক বা কর্নার প্রতিপক্ষ শিবিরের আতঙ্ক । চোট সারিয়ে মাঠে ফিরলেন বাঁ পায়ের মিডফিল্ডার লালরিনডিকা রালতে । ইস্টবেঙ্গল চার ম্যাচ খেলে ফেললেও দলে নেই তিনি ।

ডিকা
ডিকা
author img

By

Published : Dec 22, 2019, 8:51 PM IST

কলকাতা, 22 ডিসেম্বর : চোট সারিয়ে মাঠে ফিরলেন বাঁ পায়ের মিডফিল্ডার লালরিনডিকা রালতে । ইস্টবেঙ্গল চার ম্যাচ খেলে ফেললেও দলে নেই তিনি । গত কয়েক বছর ধরেই ডিকার বাঁ পায়ের বাঁক খাওয়ানো ফ্রি কিক বা কর্নার প্রতিপক্ষ শিবিরের আতঙ্ক । তাঁর ডিফেন্স চেরা পাস সতীর্থ স্ট্রাইকারদের আশীর্বাদ ।

ডিকার বিকল্প হিসেবে খেলছেন নওরেম ৷ কিন্তু লালরিনডিকার খেলার মসৃণতা তাঁর খেলায় এখনও দেখা যায়নি । চোট সারিয়ে মাঠে ফেরার পর নব্বই মিনিটের প্রস্তুতি ম্যাচ খেলে স্বাভাবিকভাবেই খুশি ডিকা । ইস্টবেঙ্গলের পরের ম্যাচ 4 জানুয়ারি । প্রতিপক্ষ গোয়া চার্চিল ব্রাদার্স । গোয়ায় খেলা, তাই মাঝের সময়ে নিজেকে আরও ফিট করে তোলাই লক্ষ্য ।

মেয়েকে দেখতে মরিয়া মিডফিল্ডার ডিকা

ইতিমধ্যে দলের ফিজ়িয়ো কার্লোস নোদার বিশেষ ট্রেনিং শিডিউল করে দিয়েছেন । আপাতত, মাঠের বাইরে থেকে সতীর্থদের পারফরম্যান্স দেখে আশায় বুক বাঁধছেন । জানুয়ারিতে ঠাসা ক্রীড়াসূচি । ডিকা জানান, সামনের একমাসের পারফরম্যান্স খেতাবের দিক নির্ণয় করবে না, তবে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে । আপাতত ছুটি । সতীর্থরা সকলেই পরিবারের সঙ্গে ছুটি কাটাতে বাড়ি ফিরছেন । ডিকাও ঘরমুখী । এবার তাঁর কাছে ঘরে ফেরার মূল কারণ সদ্যজাত কন্যা । ডিকার বাবা নাতনির নাম রেখেছেন মালসোয়ামা । যার অর্থ ভগবানের আশীর্বাদ । লাল হলুদ মিডিওর আশা, সদ্যজাত কন্যা ভাগ্যে ফিরবে দলের আই লিগ চ্যাম্পিয়ন্স লাক ।

কলকাতা, 22 ডিসেম্বর : চোট সারিয়ে মাঠে ফিরলেন বাঁ পায়ের মিডফিল্ডার লালরিনডিকা রালতে । ইস্টবেঙ্গল চার ম্যাচ খেলে ফেললেও দলে নেই তিনি । গত কয়েক বছর ধরেই ডিকার বাঁ পায়ের বাঁক খাওয়ানো ফ্রি কিক বা কর্নার প্রতিপক্ষ শিবিরের আতঙ্ক । তাঁর ডিফেন্স চেরা পাস সতীর্থ স্ট্রাইকারদের আশীর্বাদ ।

ডিকার বিকল্প হিসেবে খেলছেন নওরেম ৷ কিন্তু লালরিনডিকার খেলার মসৃণতা তাঁর খেলায় এখনও দেখা যায়নি । চোট সারিয়ে মাঠে ফেরার পর নব্বই মিনিটের প্রস্তুতি ম্যাচ খেলে স্বাভাবিকভাবেই খুশি ডিকা । ইস্টবেঙ্গলের পরের ম্যাচ 4 জানুয়ারি । প্রতিপক্ষ গোয়া চার্চিল ব্রাদার্স । গোয়ায় খেলা, তাই মাঝের সময়ে নিজেকে আরও ফিট করে তোলাই লক্ষ্য ।

মেয়েকে দেখতে মরিয়া মিডফিল্ডার ডিকা

ইতিমধ্যে দলের ফিজ়িয়ো কার্লোস নোদার বিশেষ ট্রেনিং শিডিউল করে দিয়েছেন । আপাতত, মাঠের বাইরে থেকে সতীর্থদের পারফরম্যান্স দেখে আশায় বুক বাঁধছেন । জানুয়ারিতে ঠাসা ক্রীড়াসূচি । ডিকা জানান, সামনের একমাসের পারফরম্যান্স খেতাবের দিক নির্ণয় করবে না, তবে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে । আপাতত ছুটি । সতীর্থরা সকলেই পরিবারের সঙ্গে ছুটি কাটাতে বাড়ি ফিরছেন । ডিকাও ঘরমুখী । এবার তাঁর কাছে ঘরে ফেরার মূল কারণ সদ্যজাত কন্যা । ডিকার বাবা নাতনির নাম রেখেছেন মালসোয়ামা । যার অর্থ ভগবানের আশীর্বাদ । লাল হলুদ মিডিওর আশা, সদ্যজাত কন্যা ভাগ্যে ফিরবে দলের আই লিগ চ্যাম্পিয়ন্স লাক ।

Intro:চোট সারিয়ে মাঠে ফিরলেন লালরিনডিকা রালতে।বা পায়ের মিডফিল্ডার চোটের কারনেই ছিটকে গিয়েছিলেন।ফলে ইস্টবেঙ্গল চার ম্যাচ খেলে ফেললেও দলে নেই লালরিনডিকা রালতে।গত কয়েক বছর ধরেই ডিকার বা পায়ের বাক খাওয়ানো ফ্রিকিক বা কর্নার প্রতিপক্ষ শিবিরের আতঙ্ক।তার ডিফেন্স চেরা পাস সতীর্থ স্ট্রাইকারদের আশীর্বাদ।কাশিম আইদারার পাশে ডিকা তাই আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার মধুসূদন দাদা।চোটের জন্যে দলে না থাকায় বিকল্প হিসেবে নওরেম খেলছেন।কিন্তু লালরিনডিকার খেলার মসৃণতা তার খেলায় এখনও তার পায়ে দেখা যায়নি।চোট সারিয়ে মাঠে ফেরার পরে ডিকা নব্বই মিনিটের প্রস্তুতি ম্যাচ খেললেন।এবং স্বাভাবিকভাবেই খুশি।ইস্টবেঙ্গলের পরের ম্যাচ চার জানুয়ারি।প্রতিপক্ষ গোয়ার চার্চিল ব্রাদার্স।গোয়ায় খেলা,তাই মাঝের সময়ে নিজেকে আরও ফিট করে তোলাই লক্ষ্য।ইতিমধ্যে দলের ফিজিও কার্লোস নোদার বিশেষ ট্রেনিং শিডিউল করে দিয়েছেন।যা মেনে চলতে চান।দল এখনও হারেনি।মাঠের বাইরে থেকে সতীর্থদের পারফরম্যান্স দেখে আশায় বুক বাধছেন।জানুয়ারিতে ঠাসা ক্রীড়া সূচি।ডিকা তার অভিঞ্জতা থেকে বলছেন সামনের একমাসের পারফরম্যান্স খেতাবের দিক নির্নয় করবে না তবে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।আপাতত ছুটি।সতীর্থ রা সকলেই পরিবারের সঙ্গে ছুটি কাটাতে বাড়ি ফিরছেন।ডিকাও ঘরমুখী।এবার তার কাছে ঘরে ফেরার আকর্ষণ সদ্যজাত কন্যা।মার নাম মালসোয়ামা।ডিকার বাবা নাতনির এই নামটি রেখেছেন।যার অর্থ ভগবানের আশীর্বাদ।লাল হলুদ মিডিওর আশা সদ্যজাত কন্যা ভাগ্যে ফিরবে দলের আই লিগ চ্যাম্পিয়ন্স লাক।


Body:আই লিগ


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.