ETV Bharat / sports

ঘরের মাঠে জয়ের খোঁজে হাবাস ও ATK - Yuvavarathi Crirangan

আজ সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে রয় কৃষ্ণদের প্রতিপক্ষ মুম্বই সিটি FC । ATK দলের এবারের নিউক্লিয়াস রয় কৃষ্ণ ও ডেভিড উইলিয়ামসের গোল করার ক্ষুধার্ত মনোভাব । মুম্বইকে আজ হারাতে পারলে ঘরের মাঠে জয়ের হ্যাটট্রিক করবে তারা ।

ATK
ATK
author img

By

Published : Nov 30, 2019, 3:00 AM IST

কলকাতা, 30 নভেম্বর : গত সপ্তাহে ওড়িশা FC-র বিরুদ্ধে ড্র জয়ের রথে রাশ টানলেও সিংহাসনচ্যুত করেনি ATK- কে । কিন্তু আক্রমনভাগের ব্যর্থতাকে আড়াল করতে রাজি নন ATK কোচ আন্তেনিও লোপেজ হাবাস । তাই ঝুলিতে 10 পয়েন্টে শীর্ষস্থানে রাখলেও লাল- সাদা শিবিরে ওয়েক আপ কল কিন্তু বাজতে শুরু করে দিয়েছে ।

আজ সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে রয় কৃষ্ণদের প্রতিপক্ষ মুম্বই সিটি FC । বলিউড তারকা রনবীর কাপুরের মালিকানাধীন দলটি সদ্য ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যান সিটির সঙ্গে গাটছড়া বেঁধেছে । নতুন ভেঞ্চার উজ্বল ভবিষ্যতের জোরালো ইঙ্গিত নিঃসন্দেহে । 5 পয়েন্ট নিয়ে মুম্বই সিটি FC এখন সাত নম্বরে । তবে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে 2-2 গোলে ড্র অবস্থা সামালের আশা জুগিয়েছে তারা । ফলে প্রতিপক্ষের লড়াকু ড্র আদায় করেছে ATK কোচ হাবাসের সমীহ । "প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ ও আলাদা । আমরা প্রতিটি ম্যাচ জিততে পারব না । কিন্তু আমরা হারতেও পারব না," বলেছেন হাবাস ।

ATK দলের এবারের নিউক্লিয়াস রয় কৃষ্ণ ও ডেভিড উইলিয়ামসের গোল করার ক্ষুধার্ত মনোভাব । এই দুই ফুটবলারের দুরন্ত পারফরম্যান্সকে বাড়তি গতি যোগাচ্ছে দলের ভারতীয় ফুটবলারদের ভালো ফুটবল । চলতি আই লিগে প্রথম ম্যাচে হারের পরে ATK ঘরে বাইরে অপরাজিত । আজ মুম্বইকে হারাতে পারলে ঘরের মাঠে জয়ের হ্যাটট্রিক করবে তারা । মুম্বই সিটি FC দুর্বল রক্ষণের খেসারত দিচ্ছে । কলকাতায় তারা আগের ভুল না করার ব্যাপারে আত্মবিশ্বাসী । একনম্বর দলের আক্রমনভাগকে সামলানো তাদের কাছে চ্যালেঞ্জ । অন্যদিকে, ওড়িশার বিরুদ্ধে ড্রয়ের ধাক্কা কাটিয়ে জয়ের হ্যাটট্রিকে পাখির চোখ হাবাস ও ATK-র ।

কলকাতা, 30 নভেম্বর : গত সপ্তাহে ওড়িশা FC-র বিরুদ্ধে ড্র জয়ের রথে রাশ টানলেও সিংহাসনচ্যুত করেনি ATK- কে । কিন্তু আক্রমনভাগের ব্যর্থতাকে আড়াল করতে রাজি নন ATK কোচ আন্তেনিও লোপেজ হাবাস । তাই ঝুলিতে 10 পয়েন্টে শীর্ষস্থানে রাখলেও লাল- সাদা শিবিরে ওয়েক আপ কল কিন্তু বাজতে শুরু করে দিয়েছে ।

আজ সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে রয় কৃষ্ণদের প্রতিপক্ষ মুম্বই সিটি FC । বলিউড তারকা রনবীর কাপুরের মালিকানাধীন দলটি সদ্য ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যান সিটির সঙ্গে গাটছড়া বেঁধেছে । নতুন ভেঞ্চার উজ্বল ভবিষ্যতের জোরালো ইঙ্গিত নিঃসন্দেহে । 5 পয়েন্ট নিয়ে মুম্বই সিটি FC এখন সাত নম্বরে । তবে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে 2-2 গোলে ড্র অবস্থা সামালের আশা জুগিয়েছে তারা । ফলে প্রতিপক্ষের লড়াকু ড্র আদায় করেছে ATK কোচ হাবাসের সমীহ । "প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ ও আলাদা । আমরা প্রতিটি ম্যাচ জিততে পারব না । কিন্তু আমরা হারতেও পারব না," বলেছেন হাবাস ।

ATK দলের এবারের নিউক্লিয়াস রয় কৃষ্ণ ও ডেভিড উইলিয়ামসের গোল করার ক্ষুধার্ত মনোভাব । এই দুই ফুটবলারের দুরন্ত পারফরম্যান্সকে বাড়তি গতি যোগাচ্ছে দলের ভারতীয় ফুটবলারদের ভালো ফুটবল । চলতি আই লিগে প্রথম ম্যাচে হারের পরে ATK ঘরে বাইরে অপরাজিত । আজ মুম্বইকে হারাতে পারলে ঘরের মাঠে জয়ের হ্যাটট্রিক করবে তারা । মুম্বই সিটি FC দুর্বল রক্ষণের খেসারত দিচ্ছে । কলকাতায় তারা আগের ভুল না করার ব্যাপারে আত্মবিশ্বাসী । একনম্বর দলের আক্রমনভাগকে সামলানো তাদের কাছে চ্যালেঞ্জ । অন্যদিকে, ওড়িশার বিরুদ্ধে ড্রয়ের ধাক্কা কাটিয়ে জয়ের হ্যাটট্রিকে পাখির চোখ হাবাস ও ATK-র ।

Intro:গত সপ্তাহে ওড়িশা এফসির বিরুদ্ধে ড্র জয়ের রথে রাশ পড়ালেও সিংহাসন চ্যুত করেনি এটিকেকে। কিন্তু আক্রমনভাগের ব্যর্থতাকে আড়াল করতে রাজি নন এটিকে কোচ আন্তেনিও লোপেজ হাবাস।তাই ঝুলিতে দশ পয়েন্ট শীর্ষস্থানে রাখলেও লাল সাদা শিবিরে ওয়েক আপ কল বাজতে শুরু করেছে।শনিবারের সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে রয় কৃষ্ণ দের প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি।বলিউড তারকা রনবীর কাপুরের মালিকানাধীন দলটি সদ্য ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যান সিটির সঙ্গে গাটছড়া বেধেছে। নতুন ভেঞ্চার উজ্বল ভবিষ্যতে র জোরালো ইঙ্গিত নিসন্দেহে। পাচ পয়েন্ট নিয়ে মুম্বই সিটি এফসি সাত নম্বরে।তবে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে 2-2 গোলে ড্র অবস্থা সামালের আশা জুগিয়েছে। ফলে প্রতিপক্ষের লড়াকু ড্র আদায় করেছে এটিকে কোচ হাবাসের সমীহ। "প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ ও আলাদা। আমরা প্রতিটি ম্যাচ জিততে পারব না। কিন্তু আমরা হারতেও পারব না,"বলেছেন হাবাস। এটিকের এবারের দলের নিউক্লিয়াস রয় কৃষ্ণ ও ডেভিড উইলিয়ামস এর গোল করার ক্ষুধার্ত মনোভাব। এই দুই ফুটবলারের দুরন্ত পারফরম্যান্স কে বাড়তি গতি যোগাচ্ছে দলের ভারতীয় ফুটবলারদের ভালো ফুটবল। চলতি আই লিগে প্রথম ম্যাচে হারের পরে এটিকে ঘরে বাইরে অপরাজিত। শনিবার মুম্বই কে হারাতে পারলে ঘরের মাঠে জয়ের হ্যাটট্রিক করবে তারা। মুম্বই সিটি এফসি দূর্বল রক্ষনের খেসারত দিচ্ছে। কলকাতায় তারা আগের ভুল না করার ব্যাপারে আত্মবিশ্বাসী। একনম্বর দলের আক্রমনভাগকে সামলানো তাদের কাছে চ্যালেঞ্জ।অন্য দিকে ওড়িশার বিরুদ্ধে ড্র এর ধাক্কা কাটিয়ে জয়ের হ্যাটট্রিকে পাখির চোখ হাবাস ও এটিকের।


Body:এটিকে


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.