কলকাতা, 30 নভেম্বর : গত সপ্তাহে ওড়িশা FC-র বিরুদ্ধে ড্র জয়ের রথে রাশ টানলেও সিংহাসনচ্যুত করেনি ATK- কে । কিন্তু আক্রমনভাগের ব্যর্থতাকে আড়াল করতে রাজি নন ATK কোচ আন্তেনিও লোপেজ হাবাস । তাই ঝুলিতে 10 পয়েন্টে শীর্ষস্থানে রাখলেও লাল- সাদা শিবিরে ওয়েক আপ কল কিন্তু বাজতে শুরু করে দিয়েছে ।
আজ সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে রয় কৃষ্ণদের প্রতিপক্ষ মুম্বই সিটি FC । বলিউড তারকা রনবীর কাপুরের মালিকানাধীন দলটি সদ্য ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যান সিটির সঙ্গে গাটছড়া বেঁধেছে । নতুন ভেঞ্চার উজ্বল ভবিষ্যতের জোরালো ইঙ্গিত নিঃসন্দেহে । 5 পয়েন্ট নিয়ে মুম্বই সিটি FC এখন সাত নম্বরে । তবে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে 2-2 গোলে ড্র অবস্থা সামালের আশা জুগিয়েছে তারা । ফলে প্রতিপক্ষের লড়াকু ড্র আদায় করেছে ATK কোচ হাবাসের সমীহ । "প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ ও আলাদা । আমরা প্রতিটি ম্যাচ জিততে পারব না । কিন্তু আমরা হারতেও পারব না," বলেছেন হাবাস ।
ATK দলের এবারের নিউক্লিয়াস রয় কৃষ্ণ ও ডেভিড উইলিয়ামসের গোল করার ক্ষুধার্ত মনোভাব । এই দুই ফুটবলারের দুরন্ত পারফরম্যান্সকে বাড়তি গতি যোগাচ্ছে দলের ভারতীয় ফুটবলারদের ভালো ফুটবল । চলতি আই লিগে প্রথম ম্যাচে হারের পরে ATK ঘরে বাইরে অপরাজিত । আজ মুম্বইকে হারাতে পারলে ঘরের মাঠে জয়ের হ্যাটট্রিক করবে তারা । মুম্বই সিটি FC দুর্বল রক্ষণের খেসারত দিচ্ছে । কলকাতায় তারা আগের ভুল না করার ব্যাপারে আত্মবিশ্বাসী । একনম্বর দলের আক্রমনভাগকে সামলানো তাদের কাছে চ্যালেঞ্জ । অন্যদিকে, ওড়িশার বিরুদ্ধে ড্রয়ের ধাক্কা কাটিয়ে জয়ের হ্যাটট্রিকে পাখির চোখ হাবাস ও ATK-র ।