ETV Bharat / sports

AIFF-র বর্ষসেরা পুরুষ ও মহিলা ফুবলার গুরপ্রীত ও সঞ্জু

গুরপ্রীত এই প্রথম বর্ষসেরা পুরস্কার পাচ্ছেন ৷ 2009 সালে সুব্রত পালের পরে দ্বিতীয় গোলকিপার হিসেবে AIFF-র বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন ৷

গুরপ্রীত সিং সান্ধু
গুরপ্রীত সিং সান্ধু
author img

By

Published : Sep 25, 2020, 9:10 PM IST

দিল্লি, 25 সেপ্টেম্বর :শুক্রবার 2019-20 AIFF বর্ষসেরা পুরুষ ও মহিলা পুরস্কার জয়ীদের নাম ঘোষণা করল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ৷ এবারে বর্ষসেরা পুরস্কার পাচ্ছেন গুরপ্রীত সিং সান্ধু ও মহিলা ফুটবলার সঞ্জু যাদব ৷

গুরপ্রীত এই প্রথম বর্ষসেরা পুরস্কার পাচ্ছেন ৷ 2009 সালে সুব্রত পালের পরে দ্বিতীয় গোলকিপার হিসেবে AIFF র বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন ৷

চলতি বছরে অর্জুন পুরস্কার পাওয়া বছর 28-এর গোলকিপার বলেন, ‘‘ এখানে পৌঁছানোর জন্য সবসমই একটা ইচ্ছা ছিল ৷ এবং এটা এমন একটা পুরস্কার, আমি সবসময় পেতে চাইতাম ৷ ছেত্রীভাই অনেকবার এই পুরস্কার পেয়েছে ৷ আমি সবসময় ভাবতাম কখন আমি এই পুরস্কার পাওয়ার যোগ্য হব ৷"

একইসময়ে মহিলা দলের মিডফিল্ডার সঞ্জু এই পুরস্কার পাওয়ার জন্য নির্বাচিত হয়েছেন ৷ 2019-20 ইর্মাজিং মহিলা ফুটবলারের পুরস্কার পাচ্ছেন রতনবালা দেবী ৷

দুজন পুরস্কার বিজেতাকে নির্বাচিত করেছেন মহিলা দলের হেড কোচ মেমল রকি ৷ তিনি AIFF-র টেকনিকাল ডিরেক্টর আইজ্যাক দরুর সঙ্গে আলোচনা করে এই দুজনকে নির্বাচিত করেছেন ৷

পুরস্কার পাওয়ার কথা ঘোষণা হওয়ার পর সঞ্জু বলেন, ‘‘ ব্যক্তিগতভাবে এটা আমার কাছে একটা বড় মাইলস্টোন ৷ আমাদের কয়েকবছর ধরে ক্রমাগত পরিশ্রমের প্রমাণ হল এই পুরস্কার ৷ সমস্ত কিছুর জন্য আমি AIFF-কে ধন্যবাদ জানাব ৷"

AIFF সভাপতি প্রফুল্ল প্যাটেল বলেন, ‘‘সমস্ত পুরস্কার বিজেতাদের শুভেচ্ছা জানাই ৷ আমরা তাঁদের জন্য গর্বিত ৷ তাঁরা নিশ্চিতভাবে দেশের ফুটবলকে উজ্জীবিত করবে ৷’’

দিল্লি, 25 সেপ্টেম্বর :শুক্রবার 2019-20 AIFF বর্ষসেরা পুরুষ ও মহিলা পুরস্কার জয়ীদের নাম ঘোষণা করল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ৷ এবারে বর্ষসেরা পুরস্কার পাচ্ছেন গুরপ্রীত সিং সান্ধু ও মহিলা ফুটবলার সঞ্জু যাদব ৷

গুরপ্রীত এই প্রথম বর্ষসেরা পুরস্কার পাচ্ছেন ৷ 2009 সালে সুব্রত পালের পরে দ্বিতীয় গোলকিপার হিসেবে AIFF র বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন ৷

চলতি বছরে অর্জুন পুরস্কার পাওয়া বছর 28-এর গোলকিপার বলেন, ‘‘ এখানে পৌঁছানোর জন্য সবসমই একটা ইচ্ছা ছিল ৷ এবং এটা এমন একটা পুরস্কার, আমি সবসময় পেতে চাইতাম ৷ ছেত্রীভাই অনেকবার এই পুরস্কার পেয়েছে ৷ আমি সবসময় ভাবতাম কখন আমি এই পুরস্কার পাওয়ার যোগ্য হব ৷"

একইসময়ে মহিলা দলের মিডফিল্ডার সঞ্জু এই পুরস্কার পাওয়ার জন্য নির্বাচিত হয়েছেন ৷ 2019-20 ইর্মাজিং মহিলা ফুটবলারের পুরস্কার পাচ্ছেন রতনবালা দেবী ৷

দুজন পুরস্কার বিজেতাকে নির্বাচিত করেছেন মহিলা দলের হেড কোচ মেমল রকি ৷ তিনি AIFF-র টেকনিকাল ডিরেক্টর আইজ্যাক দরুর সঙ্গে আলোচনা করে এই দুজনকে নির্বাচিত করেছেন ৷

পুরস্কার পাওয়ার কথা ঘোষণা হওয়ার পর সঞ্জু বলেন, ‘‘ ব্যক্তিগতভাবে এটা আমার কাছে একটা বড় মাইলস্টোন ৷ আমাদের কয়েকবছর ধরে ক্রমাগত পরিশ্রমের প্রমাণ হল এই পুরস্কার ৷ সমস্ত কিছুর জন্য আমি AIFF-কে ধন্যবাদ জানাব ৷"

AIFF সভাপতি প্রফুল্ল প্যাটেল বলেন, ‘‘সমস্ত পুরস্কার বিজেতাদের শুভেচ্ছা জানাই ৷ আমরা তাঁদের জন্য গর্বিত ৷ তাঁরা নিশ্চিতভাবে দেশের ফুটবলকে উজ্জীবিত করবে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.