ETV Bharat / sports

পরিচালককে সঙ্গে নিয়ে মোহনবাগান তাঁবুতে 'গুমনামি' - সৃজিৎ মুখার্জি

মোহনবাগান মাঠে গতকাল আসেন গুমনামির পরিচালক সৃজিৎ মুখার্জি ও অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি ৷ গতকাল ছিল সৃজিতের জন্মদিন ৷ পরিচালকের জন্মদিন পালন ও ছবির প্রচারের জন্য তাঁকে নিয়ে মোহনবাগানের মাঠে আসেন সবুজ-মেরুন ক্লাবের আজীবন সদস্য প্রসেনজিৎ ৷

মোহনবাগান তাঁবুতে সৃজিৎ মুখার্জি ও প্রসেনজিৎ চ্যাটার্জি
author img

By

Published : Sep 24, 2019, 10:12 AM IST

কলকাতা, 24 সেপ্টেম্বর : মোহনবাগান ক্লাবের আজীবন সদস্য তিনি ৷ আর তাঁর পরবর্তী ছবি 'গুমনামি'-র পরিচালক সৃজিৎ মুখার্জির জন্মদিন ছিল গতকাল ৷ তাই, পরিচালকের জন্মদিন পালন ও ছবির প্রচারের জন্য মোহনবাগান মাঠে পৌঁছে যান 'গুমনামি' প্রসেনজিৎ চ্যাটার্জি ৷

2 অক্টোবর গুমনামি রিলিজ় করছে । নতুন ছবির প্রোমোশনের কাজ চলছে । গতকাল মোহনবাগান তাঁবুতে ছবির প্রচার ও জন্মদিন পালন করেন সৃজিৎ । পরিচালককে সবুজ-মেরুন উত্তরীয় পরিয়ে সংবর্ধিত করা হয় ।

তারকা নায়ক ও পরিচালকের উপস্থিতিতে বাগানে উপস্থিত সদস্য, সমর্থকরা আন্দোলিত হলেও মোহনবাগান কোচ কিবু ভিকুনা তখন ব্যস্ত দলের পরবর্তী কৌশন রচনায় । আজ সাদার্ন সমিতির বিরুদ্ধে খেলবে মোহনবাগান । মেহতাব হোসেনের প্রশিক্ষণে সার্দান সমিতি 9 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে অবনমনের বিপদসীমায় রয়েছে । মোহনবাগানের বিরুদ্ধে তাদের মরণবাঁচন লড়াই । দলে সিরিয়ান মিডফিল্ডার আল আমনা রয়েছেন । রয়েছেন কালু ওগবার মতো বিদেশি । তাছাড়াও রয়েছেন ময়দানের পোড়খাওয়া ফুটবলার । ইস্টবেঙ্গলের বিরুদ্ধে লড়াই করে হেরেছিল দলটি । দর্শকদের হৃদয় জিতেছিলেন আল আমনা । তিনি যে আজ বিকেলে সবুজ-মেরুনের স্প্যানিশ ব্রিগেডকে চ্যালেঞ্জ ছুড়তে তৈরি ধরে নেওয়া যায় । তাছাড়া লিগের বাকি দুটো ম্যাচ থেকে পয়েন্ট কুড়িয়ে অবনমনের লক্ষণরেখা পার হওয়ার মরিয়া চেষ্টা করবে সাদার্ন ।

Mohun Bagan
অনুশীলনে মোহনবাগানের খেলোয়াড়রা

মহামেডানের বিরুদ্ধে অসহায় আত্মসমর্পণে লিগের আশা শেষ হয়েছে মোহনবাগানের । ফলে 9 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে জয়ের সরণিতে ফিরে আসাই পাখির চোখ কিবু ভিকুনার । ইতিমধ্যে দলকে নতুন ভাবে গড়ে তোলার কথা বলেছেন । এই অবস্থায় পুরো দলকে দেখে নেওয়ার সুযোগ কাজে লাগাতে চান । নবাগত দুই বিদেশির মধ্যে ক্যারিবিয়ান ডিফেন্ডারকে দুটো ম্যাচে খেলিয়েছেন । কিন্তু নবাগত স্প্যানিশ উইঙ্গার জুলেন কলিনাসকে খেলাননি । তাই আজ তাঁর অভিষেক হতে পারে ।

কিবু ভিকুনা বলছেন, দল হিসেবে সার্দান শক্তিশালী । ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মেহতাব হোসেনের দলের খেলা দেখেছেন । আল আমনার ভালো খেলা চোখে পড়েছে । সাদার্নের বিরুদ্ধে নামার আগে সতর্ক মোহনবাগান কোচ ৷ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ নেই । বাকি দুটো ম্যাচ জিতে যতটা সম্ভব উপরে দৌড় শেষ করতে চায় মোহনবাগান ।

কলকাতা, 24 সেপ্টেম্বর : মোহনবাগান ক্লাবের আজীবন সদস্য তিনি ৷ আর তাঁর পরবর্তী ছবি 'গুমনামি'-র পরিচালক সৃজিৎ মুখার্জির জন্মদিন ছিল গতকাল ৷ তাই, পরিচালকের জন্মদিন পালন ও ছবির প্রচারের জন্য মোহনবাগান মাঠে পৌঁছে যান 'গুমনামি' প্রসেনজিৎ চ্যাটার্জি ৷

2 অক্টোবর গুমনামি রিলিজ় করছে । নতুন ছবির প্রোমোশনের কাজ চলছে । গতকাল মোহনবাগান তাঁবুতে ছবির প্রচার ও জন্মদিন পালন করেন সৃজিৎ । পরিচালককে সবুজ-মেরুন উত্তরীয় পরিয়ে সংবর্ধিত করা হয় ।

তারকা নায়ক ও পরিচালকের উপস্থিতিতে বাগানে উপস্থিত সদস্য, সমর্থকরা আন্দোলিত হলেও মোহনবাগান কোচ কিবু ভিকুনা তখন ব্যস্ত দলের পরবর্তী কৌশন রচনায় । আজ সাদার্ন সমিতির বিরুদ্ধে খেলবে মোহনবাগান । মেহতাব হোসেনের প্রশিক্ষণে সার্দান সমিতি 9 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে অবনমনের বিপদসীমায় রয়েছে । মোহনবাগানের বিরুদ্ধে তাদের মরণবাঁচন লড়াই । দলে সিরিয়ান মিডফিল্ডার আল আমনা রয়েছেন । রয়েছেন কালু ওগবার মতো বিদেশি । তাছাড়াও রয়েছেন ময়দানের পোড়খাওয়া ফুটবলার । ইস্টবেঙ্গলের বিরুদ্ধে লড়াই করে হেরেছিল দলটি । দর্শকদের হৃদয় জিতেছিলেন আল আমনা । তিনি যে আজ বিকেলে সবুজ-মেরুনের স্প্যানিশ ব্রিগেডকে চ্যালেঞ্জ ছুড়তে তৈরি ধরে নেওয়া যায় । তাছাড়া লিগের বাকি দুটো ম্যাচ থেকে পয়েন্ট কুড়িয়ে অবনমনের লক্ষণরেখা পার হওয়ার মরিয়া চেষ্টা করবে সাদার্ন ।

Mohun Bagan
অনুশীলনে মোহনবাগানের খেলোয়াড়রা

মহামেডানের বিরুদ্ধে অসহায় আত্মসমর্পণে লিগের আশা শেষ হয়েছে মোহনবাগানের । ফলে 9 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে জয়ের সরণিতে ফিরে আসাই পাখির চোখ কিবু ভিকুনার । ইতিমধ্যে দলকে নতুন ভাবে গড়ে তোলার কথা বলেছেন । এই অবস্থায় পুরো দলকে দেখে নেওয়ার সুযোগ কাজে লাগাতে চান । নবাগত দুই বিদেশির মধ্যে ক্যারিবিয়ান ডিফেন্ডারকে দুটো ম্যাচে খেলিয়েছেন । কিন্তু নবাগত স্প্যানিশ উইঙ্গার জুলেন কলিনাসকে খেলাননি । তাই আজ তাঁর অভিষেক হতে পারে ।

কিবু ভিকুনা বলছেন, দল হিসেবে সার্দান শক্তিশালী । ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মেহতাব হোসেনের দলের খেলা দেখেছেন । আল আমনার ভালো খেলা চোখে পড়েছে । সাদার্নের বিরুদ্ধে নামার আগে সতর্ক মোহনবাগান কোচ ৷ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ নেই । বাকি দুটো ম্যাচ জিতে যতটা সম্ভব উপরে দৌড় শেষ করতে চায় মোহনবাগান ।

Intro:প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সোমবার সাত সকালে মোহনবাগান মাঠে উপস্থিত। সঙ্গে চিত্রপরিচালক সৃজিত মুখার্জি। টলিউডের একনম্বর নায়ক মোহনবাগান ক্লাবের আজীবন সদস্য। সবুজ মেরুন ঘিরে তার আড্রিনালিন ক্ষরিত হয় তা চলতি বছরের 29জুলাই মোহনবাগান দিবসের অনুষ্ঠানে ঘোষণা করেছিলেন। বন্ধু পরিচালক সৃজিত মুখার্জি র জন্মদিন ছিল সোমবার। তাই তাকে নিয়ে মোহনবাগান মাঠে টলিউডের বুম্বাদা। দোসরা অক্টোবর তারকা পরিচালকের নতুন ছবি গুমনামি রিলিজ করছে। নতুন ছবির প্রমোশনের কাজ চলছে। সেই উপলক্ষে ছবির পরিচালক কে নিয়ে মোহনবাগান মাঠে আসলেন প্রসেনজিৎ গুমনামি চট্টোপাধ্যায়।একই সঙ্গে জন্মদিন পালন করলেন। পরিচালক কে সবুজ মেরুন উত্তরীয় পড়িয়ে সংবর্ধিত করা হয়।
তারকা নায়ক ও পরিচালকের উপস্থিতিতে বাগানে উপস্থিত সদস্য সমর্থকরা আন্দোলিত হলেও মোহনবাগান কোচ কিবু ভিকুনার হেল দোল নেই। তিনি ব্যস্ত মঙ্গলবার সাদার্ন সমিতির ম্যাচের প্রস্তুতিতে। মেহতাব হোসেনের প্রশিক্ষণে সার্দান সমিতি নয় ম্যাচে নয় পয়েন্ট নিয়ে অবনমনের বিপদসীমায় রয়েছে। মোহনবাগানের বিরুদ্ধে তাদের মরন বাচন লড়াই। দলে সিরিয়ান মিডফিল্ডার আল আমনা রয়েছেন। রয়েছেন কালু ওগবার মত বিদেশি। তাছাড়াও রয়েছেন ময়দানের পোড়খাওয়া ফুটবলার। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে লড়াই করে হেরেছিল দলটি। দর্শকদের হৃদয় জিতেছিলেন আল আমনা। তিনি যে মঙ্গল বিকেলে সবুজ মেরুনের স্প্যানিশ ব্রিগেড কে চ্যালেঞ্জ ছুড়তে তৈরি ধরে নেওয়া যায়। তাছাড়া লিগের বাকি দুটো ম্যাচ থেকে পয়েন্ট কুড়িয়ে অবনমনের লক্ষণ রেখা পার হওয়ার মরিয়া চেষ্টা করবে সাদার্ন, তা ধরে নেওয়া যায়।
মহমেডানের বিরুদ্ধে অসহায় আত্মসমর্পণে লিগের আশা শেষ হয়েছে মোহনবাগানের। ফলে নয় ম্যাচে 14 পয়েন্ট নিয়ে জয়ের সরণিতে ফিরে আসাই পাখির চোখ কিবু ভিকুনার। ইতিমধ্যে দলকে নতুন ভাবে গড়ে তোলার কথা বলেছেন। এই অবস্থায় পুরো দলকে দেখে নেওয়ার সুযোগ কাজে লাগাতে চান। নবাগত দুই বিদেশির মধ্যে ক্যারিবিয়ান ডিফেন্ডার কে দুটো ম্যাচে খেলিয়েছেন। কিন্তু নবাগত স্প্যানিশ উইঙ্গার জুলেন কলিনাসকে খেলাননি। তাই মঙ্গলবার তার অভিষেক হতে পারে। কিবু ভিকুনা বলছেন দল হিসেবে সার্দান শক্তিশালী। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মেহতাব হোসেনের দলের খেলা দেখেছেন। আল আমনার ভালো খেলা চোখে পড়েছে। তাই জয়ের সরনিতে ফেরার লক্ষ্যে সতর্কতা বাগান কোচের গলায়। চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ নেই। বাকি দুটো ম্যাচ জিতে যতটা সম্ভব ওপরে দৌড় শেষ করতে চায় মোহনবাগান।


Body:সৃজিত


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.