কলকাতা, 24 সেপ্টেম্বর : মোহনবাগান ক্লাবের আজীবন সদস্য তিনি ৷ আর তাঁর পরবর্তী ছবি 'গুমনামি'-র পরিচালক সৃজিৎ মুখার্জির জন্মদিন ছিল গতকাল ৷ তাই, পরিচালকের জন্মদিন পালন ও ছবির প্রচারের জন্য মোহনবাগান মাঠে পৌঁছে যান 'গুমনামি' প্রসেনজিৎ চ্যাটার্জি ৷
2 অক্টোবর গুমনামি রিলিজ় করছে । নতুন ছবির প্রোমোশনের কাজ চলছে । গতকাল মোহনবাগান তাঁবুতে ছবির প্রচার ও জন্মদিন পালন করেন সৃজিৎ । পরিচালককে সবুজ-মেরুন উত্তরীয় পরিয়ে সংবর্ধিত করা হয় ।
তারকা নায়ক ও পরিচালকের উপস্থিতিতে বাগানে উপস্থিত সদস্য, সমর্থকরা আন্দোলিত হলেও মোহনবাগান কোচ কিবু ভিকুনা তখন ব্যস্ত দলের পরবর্তী কৌশন রচনায় । আজ সাদার্ন সমিতির বিরুদ্ধে খেলবে মোহনবাগান । মেহতাব হোসেনের প্রশিক্ষণে সার্দান সমিতি 9 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে অবনমনের বিপদসীমায় রয়েছে । মোহনবাগানের বিরুদ্ধে তাদের মরণবাঁচন লড়াই । দলে সিরিয়ান মিডফিল্ডার আল আমনা রয়েছেন । রয়েছেন কালু ওগবার মতো বিদেশি । তাছাড়াও রয়েছেন ময়দানের পোড়খাওয়া ফুটবলার । ইস্টবেঙ্গলের বিরুদ্ধে লড়াই করে হেরেছিল দলটি । দর্শকদের হৃদয় জিতেছিলেন আল আমনা । তিনি যে আজ বিকেলে সবুজ-মেরুনের স্প্যানিশ ব্রিগেডকে চ্যালেঞ্জ ছুড়তে তৈরি ধরে নেওয়া যায় । তাছাড়া লিগের বাকি দুটো ম্যাচ থেকে পয়েন্ট কুড়িয়ে অবনমনের লক্ষণরেখা পার হওয়ার মরিয়া চেষ্টা করবে সাদার্ন ।
মহামেডানের বিরুদ্ধে অসহায় আত্মসমর্পণে লিগের আশা শেষ হয়েছে মোহনবাগানের । ফলে 9 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে জয়ের সরণিতে ফিরে আসাই পাখির চোখ কিবু ভিকুনার । ইতিমধ্যে দলকে নতুন ভাবে গড়ে তোলার কথা বলেছেন । এই অবস্থায় পুরো দলকে দেখে নেওয়ার সুযোগ কাজে লাগাতে চান । নবাগত দুই বিদেশির মধ্যে ক্যারিবিয়ান ডিফেন্ডারকে দুটো ম্যাচে খেলিয়েছেন । কিন্তু নবাগত স্প্যানিশ উইঙ্গার জুলেন কলিনাসকে খেলাননি । তাই আজ তাঁর অভিষেক হতে পারে ।
কিবু ভিকুনা বলছেন, দল হিসেবে সার্দান শক্তিশালী । ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মেহতাব হোসেনের দলের খেলা দেখেছেন । আল আমনার ভালো খেলা চোখে পড়েছে । সাদার্নের বিরুদ্ধে নামার আগে সতর্ক মোহনবাগান কোচ ৷ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ নেই । বাকি দুটো ম্যাচ জিতে যতটা সম্ভব উপরে দৌড় শেষ করতে চায় মোহনবাগান ।