দুবাই, 28 ডিসেম্বর : ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মুকুটে নতুন পালক সংযোজন । চলতি শতকের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেলেন তিনি । চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে পিছনে ফেলে 2001 থেকে 2020 পর্যন্ত চলতি শতকের সেরা ফুটবলার পুরস্কার আসে গ্লোব সকার অ্যাওয়ার্ডের পক্ষ থেকে ।
পাঁচ বারের ব্যালন ডি অর চ্যাম্পিয়ন এই পুরস্কার পেয়ে আপ্লুত । বলেন, "এটি আমার জন্য একটি বড় প্রাপ্তি । আগেও বলেছি এগুলো আমায় ব্যক্তিগত এবং ফুটবল জীবনে অনেকটা অনুপ্রাণিত করে । এই প্রতিযোগিতায় আসাধারাণ সব খেলোয়াড়দের সঙ্গে যোগদান করা এবং তার মধ্যে থেকে সেরা হওয়া একটা গর্বের বিষয় । আশা করব পরের বছর এই কোরোনা পরিস্থিতি কেটে যাবে এবং সবাই পরিবারের সাথে আনন্দের সাথে সময় কাটাতে পারবে ।"
তিনি সোশাল মিডিয়ায় আরও জানান, "আমার পেশাদারি ফুটবল জীবনের 20 বছর পূর্তি হতে চলেছে , এই অবস্থায় এই পুরস্কার পাওয়া এক গর্বের ব্যাপার ।"
-
Couldn’t be happier with tonight’s award! As I’m about to celebrate my 20th year as a professional footballer, Globe Soccer Player Of The Century is a recognition that I receive with so much joy and pride!@Globe_Soccer #globesoccer pic.twitter.com/sAIl3V8ezz
— Cristiano Ronaldo (@Cristiano) December 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Couldn’t be happier with tonight’s award! As I’m about to celebrate my 20th year as a professional footballer, Globe Soccer Player Of The Century is a recognition that I receive with so much joy and pride!@Globe_Soccer #globesoccer pic.twitter.com/sAIl3V8ezz
— Cristiano Ronaldo (@Cristiano) December 27, 2020Couldn’t be happier with tonight’s award! As I’m about to celebrate my 20th year as a professional footballer, Globe Soccer Player Of The Century is a recognition that I receive with so much joy and pride!@Globe_Soccer #globesoccer pic.twitter.com/sAIl3V8ezz
— Cristiano Ronaldo (@Cristiano) December 27, 2020
2020 সালে ভালো ফর্মেই দেখা যায় এই 34 বছর বয়সি জুভেন্টাস স্ট্রাইকারকে । দেশ ও ক্লাবের হয়ে চলতি বছরে তিনি মোট 44 টি গোল করেছেন ।