ETV Bharat / sports

টিফোতে পুলওয়ামায় শহিদ জওয়ানদের শ্রদ্ধা, ম্যাচ সেরার পুরস্কার উৎসর্গ গঞ্জালেজ়ের - fran gonjales dedicate man of the match award to pulwama's martyrs

পুলওয়ামার শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে বিশাল টিফো নিয়ে কল্যাণী স্টেডিয়ামে হাজির হয়েছিল মোহনবাগান সমর্থকরা ৷ ম্যাচ সেরার পুরস্কার শহিদদের উৎসর্গ করলেন ফ্রান গঞ্জালেস ৷

TIFo
টিফোতে শহীদ জওয়ানদের শ্রদ্ধা
author img

By

Published : Feb 14, 2020, 9:56 PM IST

কল্যাণী, 14 ফেব্রুয়ারি: দিনটা ভালবাসার দিন ৷ এক বছর আগে এই দিনেই ভারতীয় জওয়ানদের রক্ত ঝরেছিল কাশ্মীরে ৷ পুলওয়ামা হামলায় প্রাণ হারিয়েছিলেন জওয়ানরা ৷ তাই ভ্যালেন্টাইন'স ডে-র পাশাপাশি পুলওয়ামার জঙ্গি হামলায় শহিদদের স্মরণ করছে গোটা দেশ ৷ শুক্রবার কল্যাণীতে মোহনবাগান বনাম নেরোকা ম্যাচেও তার ব্যতিক্রম হল না ৷ গ্যালারিতে শহিদদের সম্মান জানাতে বিশাল টিফো নিয়ে হাজির হয়েছিল ফুটবলপ্রেমীরা ৷ জয়ের পর ম্যাচ সেরার পুরস্কার ভারতীয় সেনা এবং পুলওয়ামার শহিদদের উৎসর্গ করলেন স্পেনীয় তারকা ফ্রান গঞ্জালেজ় ৷

টিফোতে শহিদ জওয়ানদের শ্রদ্ধা

আজ কল্যাণী স্টেডিয়ামে নেরোকা FC-র বিরুদ্ধে মোহনবাগানের খেলা শুরুর আগে পুলওয়ামায় মৃত শহিদদের শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয় ৷ প্রিয় দলকে সমর্থন করার পাশাপাশি দেশাত্মবোধের বার্তা ছিল টিফোজুড়ে ।

মোহনবাগানের পাশাপাশি জাতীয় পতাকা ছেয়ে ছিল গ্যালারিজুড়ে ৷ মোহনবাগানের হয়ে চলতি আই-লিগে প্রথম হ্যাটট্রিক করা ফ্রান গঞ্জালেজ়ের হাতে ওঠে ম্যাচ সেরার পুরস্কার ৷ ব্ল্যাক ফ্রাইডে-তে সেই ট্রফি ভারতীয় সেনা এবং পুলওয়ামার শহিদদের উৎসর্গ করলেন স্পেনীয় মিডফিল্ডার ৷

কল্যাণী, 14 ফেব্রুয়ারি: দিনটা ভালবাসার দিন ৷ এক বছর আগে এই দিনেই ভারতীয় জওয়ানদের রক্ত ঝরেছিল কাশ্মীরে ৷ পুলওয়ামা হামলায় প্রাণ হারিয়েছিলেন জওয়ানরা ৷ তাই ভ্যালেন্টাইন'স ডে-র পাশাপাশি পুলওয়ামার জঙ্গি হামলায় শহিদদের স্মরণ করছে গোটা দেশ ৷ শুক্রবার কল্যাণীতে মোহনবাগান বনাম নেরোকা ম্যাচেও তার ব্যতিক্রম হল না ৷ গ্যালারিতে শহিদদের সম্মান জানাতে বিশাল টিফো নিয়ে হাজির হয়েছিল ফুটবলপ্রেমীরা ৷ জয়ের পর ম্যাচ সেরার পুরস্কার ভারতীয় সেনা এবং পুলওয়ামার শহিদদের উৎসর্গ করলেন স্পেনীয় তারকা ফ্রান গঞ্জালেজ় ৷

টিফোতে শহিদ জওয়ানদের শ্রদ্ধা

আজ কল্যাণী স্টেডিয়ামে নেরোকা FC-র বিরুদ্ধে মোহনবাগানের খেলা শুরুর আগে পুলওয়ামায় মৃত শহিদদের শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয় ৷ প্রিয় দলকে সমর্থন করার পাশাপাশি দেশাত্মবোধের বার্তা ছিল টিফোজুড়ে ।

মোহনবাগানের পাশাপাশি জাতীয় পতাকা ছেয়ে ছিল গ্যালারিজুড়ে ৷ মোহনবাগানের হয়ে চলতি আই-লিগে প্রথম হ্যাটট্রিক করা ফ্রান গঞ্জালেজ়ের হাতে ওঠে ম্যাচ সেরার পুরস্কার ৷ ব্ল্যাক ফ্রাইডে-তে সেই ট্রফি ভারতীয় সেনা এবং পুলওয়ামার শহিদদের উৎসর্গ করলেন স্পেনীয় মিডফিল্ডার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.