ETV Bharat / sports

চলে গেলেন ময়দানের 'সাহেব ফুটবলার' প্রণব গঙ্গোপাধ্যায়

ফর্সা চেহারা, মাথায় কাঁচাপাকা চুল, চোখে সোনালি ফ্রেমের চশমা ৷ প্রণব গঙ্গোপাধ্যায় ছিলেন স্বতন্ত্র । ফিয়াট গাড়ি চালিয়ে ময়দানে যাতায়াত ছিল তাঁর ৷ সকলের সঙ্গে অমায়িক ব্যবহার তাঁকে ছোটবড় সকলের প্রিয় করে তুলেছিল ।

pranab ganguly
pranab ganguly
author img

By

Published : Apr 24, 2021, 6:33 AM IST

Updated : Apr 24, 2021, 7:38 AM IST

কলকাতা, 24 এপ্রিল : চারিদিকে মহামারির হাহাকার ৷ তার মধ্যে শোকের ছায়া কলকাতা ময়দানে ৷ চলে গেলেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার প্রণব গঙ্গোপাধ্যায় । বয়স হয়েছিল 75 । পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুর কারণ নিয়ে কিছু বলা হয়নি । তবে গত কয়েকদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন । প্রণববাবুর লন্ডন নিবাসী পুত্র প্রদীপ্ত গঙ্গোপাধ্যায় মৃত্যুর খবর নিশ্চিত করেছেন । প্রণববাবুর মেয়েও লন্ডনে থাকেন ।

গতবছর মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে তাঁকে জীবনকৃতি সম্মানে সম্মানিত করা হয়েছিল । টানা 12 বছর সবুজ মেরুন জার্সিতে খেলেছেন প্রণব গঙ্গোপাধ্যায় ৷ একবছর অধিনায়কের দায়িত্বও সামলেছিলেন তিনি । ফুটবলের পাশাপাশি মোহনবাগানের হয়ে হকি খেলতেন সুদর্শন এই ফুটবলার ৷ পার্কসার্কাসের বেনিয়াপুকুর অঞ্চলে থাকতেন ৷ তবে তাঁর আদি বাড়ি হাওড়ায় । সাহেবদের মতো টুকটুকে গায়ের রংয়ের কারণে ভালোবেসে মোহনবাগান সমর্থকরা তাঁকে 'সাহেব ফুটবলার' বলে ডাকতেন ৷ দাপুটে ফুটবলের কারণে সমর্থকদের মনে সহজেই জায়গা করে নিয়েছিলেন ।

আরও পড়ুন : প্রাণ কেড়েছে করোনা, অগোচরেই রয়ে গেলেন ভারতীয় ফুটবলের লালা

লেফট আউটে খেলতেন । চুনী গোস্বামী, জার্নেল সিংদের ফুটবল জীবনের শেষ দিকে প্রণব গঙ্গোপাধ্যায়ের মোহনবাগানের হয়ে খেলতে আসা । সেইসময় নইমুদ্দিন, সুধীর কর্মকার, সুভাষ ভৌমিকরা ছিলেন সমসাময়িক । বহু অসাধারণ ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করা প্রণব গঙ্গোপাধ্যায় 1969 সালের শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল করেছিলেন । ফুটবল জীবনে অমল দত্তর কোচিংয়ে বেড়ে উঠেছিলেন ৷ নানাভাবে তাঁকে ব্যবহার করে সেরা খেলাটা বের করে নিয়ে আসতেন অমল দত্ত । রবি রবসনের কাছে কোচিং ডিপ্লোমা করা প্রণববাবু কৃতজ্ঞ ছিলেন প্রিয় অমলদার প্রতি ।

  • Mohun Bagan family deeply mourns the sad demise of Pranab Ganguly. Earlier in 2020, former National team winger has been awarded Lifetime Achievement Award for his valuable contributions towards the club.
    Our deepest sympathy and prayers are with the bereaved family🙏 pic.twitter.com/94ugg72So4

    — Mohun Bagan (@Mohun_Bagan) April 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ফর্সা চেহারা, মাথায় কাঁচাপাকা চুল, চোখে সোনালি ফ্রেমের চশমা ৷ প্রণব গঙ্গোপাধ্যায় ছিলেন স্বতন্ত্র । ফিয়াট গাড়ি চালিয়ে ময়দানে যাতায়াত ছিল তাঁর ৷ সকলের সঙ্গে অমায়িক ব্যবহার তাঁকে ছোটবড় সকলের প্রিয় করে তুলেছিল । মোহনবাগানের হয়ে খেললেও সিসিএফসি ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন । মোহনবাগান দিবসে ভেটারেন্স ফুটবলারদের ম্যাচে তাঁকে খেলতে দেখা যেত । তাঁর প্রয়াণে ময়দানে শোকের ছায়া ।

কলকাতা, 24 এপ্রিল : চারিদিকে মহামারির হাহাকার ৷ তার মধ্যে শোকের ছায়া কলকাতা ময়দানে ৷ চলে গেলেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার প্রণব গঙ্গোপাধ্যায় । বয়স হয়েছিল 75 । পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুর কারণ নিয়ে কিছু বলা হয়নি । তবে গত কয়েকদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন । প্রণববাবুর লন্ডন নিবাসী পুত্র প্রদীপ্ত গঙ্গোপাধ্যায় মৃত্যুর খবর নিশ্চিত করেছেন । প্রণববাবুর মেয়েও লন্ডনে থাকেন ।

গতবছর মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে তাঁকে জীবনকৃতি সম্মানে সম্মানিত করা হয়েছিল । টানা 12 বছর সবুজ মেরুন জার্সিতে খেলেছেন প্রণব গঙ্গোপাধ্যায় ৷ একবছর অধিনায়কের দায়িত্বও সামলেছিলেন তিনি । ফুটবলের পাশাপাশি মোহনবাগানের হয়ে হকি খেলতেন সুদর্শন এই ফুটবলার ৷ পার্কসার্কাসের বেনিয়াপুকুর অঞ্চলে থাকতেন ৷ তবে তাঁর আদি বাড়ি হাওড়ায় । সাহেবদের মতো টুকটুকে গায়ের রংয়ের কারণে ভালোবেসে মোহনবাগান সমর্থকরা তাঁকে 'সাহেব ফুটবলার' বলে ডাকতেন ৷ দাপুটে ফুটবলের কারণে সমর্থকদের মনে সহজেই জায়গা করে নিয়েছিলেন ।

আরও পড়ুন : প্রাণ কেড়েছে করোনা, অগোচরেই রয়ে গেলেন ভারতীয় ফুটবলের লালা

লেফট আউটে খেলতেন । চুনী গোস্বামী, জার্নেল সিংদের ফুটবল জীবনের শেষ দিকে প্রণব গঙ্গোপাধ্যায়ের মোহনবাগানের হয়ে খেলতে আসা । সেইসময় নইমুদ্দিন, সুধীর কর্মকার, সুভাষ ভৌমিকরা ছিলেন সমসাময়িক । বহু অসাধারণ ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করা প্রণব গঙ্গোপাধ্যায় 1969 সালের শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল করেছিলেন । ফুটবল জীবনে অমল দত্তর কোচিংয়ে বেড়ে উঠেছিলেন ৷ নানাভাবে তাঁকে ব্যবহার করে সেরা খেলাটা বের করে নিয়ে আসতেন অমল দত্ত । রবি রবসনের কাছে কোচিং ডিপ্লোমা করা প্রণববাবু কৃতজ্ঞ ছিলেন প্রিয় অমলদার প্রতি ।

  • Mohun Bagan family deeply mourns the sad demise of Pranab Ganguly. Earlier in 2020, former National team winger has been awarded Lifetime Achievement Award for his valuable contributions towards the club.
    Our deepest sympathy and prayers are with the bereaved family🙏 pic.twitter.com/94ugg72So4

    — Mohun Bagan (@Mohun_Bagan) April 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ফর্সা চেহারা, মাথায় কাঁচাপাকা চুল, চোখে সোনালি ফ্রেমের চশমা ৷ প্রণব গঙ্গোপাধ্যায় ছিলেন স্বতন্ত্র । ফিয়াট গাড়ি চালিয়ে ময়দানে যাতায়াত ছিল তাঁর ৷ সকলের সঙ্গে অমায়িক ব্যবহার তাঁকে ছোটবড় সকলের প্রিয় করে তুলেছিল । মোহনবাগানের হয়ে খেললেও সিসিএফসি ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন । মোহনবাগান দিবসে ভেটারেন্স ফুটবলারদের ম্যাচে তাঁকে খেলতে দেখা যেত । তাঁর প্রয়াণে ময়দানে শোকের ছায়া ।

Last Updated : Apr 24, 2021, 7:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.