কলকাতা, 12 অগাস্ট : 2022 ফুটবল বিশ্বকাপের যোগ্যতা নির্ণয়কারী ম্যাচ এবং 2023 সালের এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নিল এশিয়ান ফুটবল কনফেডারেশন এবং FIFA । কোরোনা সংক্রমণ বৃদ্ধির জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
যোগ্যতা অর্জনের ম্যাচ অক্টোবর এবং নভেম্বরে করার পরিকল্পনা করেছিল AFC । কিন্তু তা বাতিল করা হয়েছে । ফলে অক্টোবরের আট তারিখ কাতারের বিরুদ্ধে ভারতের ম্যাচ হবে না । একই কারণে আফগানিস্তান এবং বাংলাদেশের বিরুদ্ধে সুনীল ছেত্রী, গুরপ্রীত সিংদের খেলাও হবে না ।
AFC-র তরফে বলা হয়েছে, ‘‘বিভিন্ন দেশের কোরোনা পরিস্থিতির প্রেক্ষিতে দাঁড়িয়ে FIFA এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন একযোগে যোগ্যতা অর্জনের ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে । এই ম্যাচ গুলো হওয়ার কথা ছিল চলতি বছরের অক্টোবর এবং নভেম্বরে । সেই ম্যাচগুলি আপাতত বাতিল । 2021 সালে নতুনভাবে সূচি তৈরি করা হবে ।’’
প্রসঙ্গত, যোগ্যতা অর্জনের ম্যাচগুলো হওয়ার কথা ছিল জুন মাসে । কিন্তু সংক্রমণের জেরে FIFA এবং AFC অক্টোবর এবং নভেম্বরে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল ।
আরও পড়ুন :- IPL: রয়্যালস শিবিরে কোরোনার হানা, আক্রান্ত ফিল্ডিং কোচ
ভারত এই মুহূর্তে গ্রুপ E-তে পাঁচ ম্যাচে তিন পয়েন্ট নিয়ে চার নম্বর স্থানে রয়েছে । এই গ্রুপে প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে কাতার এবং ওমান । তাদের পয়েন্ট 13 এবং 12 ।
আটটি গ্রুপের চ্যাম্পিয়ন এবং সেরা রানার্স আপ দলকে নিয়ে মোট 12 দল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের চূড়ান্ত লড়াইয়ে অংশ নেবে ।
ভারতের পক্ষে প্রাক বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করা কঠিন । তবে তৃতীয় হতে পারলে 2023 সালের এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে সরাসরি নামতে পারবে মেন ইন ব্লুজ়রা ।