বর্তমানে অন্যতম সেরা তরুণ ভারতীয় ফুটবলার হালিচরণ নার্জ়ারি ৷ চলতি ইন্ডিয়ান সুপার লিগে তাঁর উইং প্লের মাধ্যমে সবার নজর কেড়েছেন ৷ 26 বছরের নার্জ়ারি হায়দরাবাদ এফসির হয়ে 6টি ম্যাচে মাঠে নেমেছেন ৷ 2 বছরের জন্য হায়দরাবাদ এফসির সঙ্গে চুক্তিবদ্ধ আছেন তিনি ৷ ইতিমধ্যে মানোলো মার্কোয়েজ়ের দলে অন্যতম ফুটবলার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন ৷ মোট 6 ম্যাচে 529 মিনিট খেলা নার্জারির পাসিং দক্ষতা 66.84 শতাংশ ।
2015 সালে ভারতের সিনিয়র দলে অভিষেকের আগে নার্জ়ারি যুব দলে খেলতেন । আই লিগে ইন্ডিয়ান অ্যারোজ়ের হাত ধরে পেশাদার ফুটবল জীবনে পা রাখেন । 2015 সালে নর্থইস্টের জার্সি গায়ে আইএসএলে অভিষেক হয় তাঁর ।
আরও পড়ুন :- সামাদকে ছাড়ল ইস্টবেঙ্গল, একাধিক ফুটবলারকে ছাটছেন ফাওলার
চলতি আইএসএলের প্রস্তুতির ব্যস্ততার মাঝে ইটিভি ভারতকে একান্ত সাক্ষাৎকারে এই লিগের গুরুত্ব সম্পর্কে বললেন একাধিক কথা । মার্কোয়েজ়ের কোচিংয়ে খেলার অভিজ্ঞতার কথাও জানালেন তিনি ।
আপনি অসমের কোকড়াঝাড়ের ছেলে । ফুটবল খেলার জন্য সব থেকে বড় অনুপ্রেরণা কী?
নার্জ়ারি : আমার বাবা আমার সব থেকে বড় অনুপ্রেরণা । আমার এখনও মনে আছে যখন বল কিনে দিতে পারেননি, তিনি আমায় বাতাবি লেবু দিয়ে খেলা শিখিয়েছেন । আমার পুরো ফুটবল জীবন আমি আমার বাবাকে উৎসর্গ করতে চাই ৷
আইএসএলে হায়দরাবাদের সঙ্গে এটাই আপনার প্রথম মরশুম ৷ গতবছর টেবিলের শেষে শেষ করা হায়দরাবাদ এবছর ভালো শুরু করেছে ৷ কীভাবে হায়দরাবাদ এত উন্নতি করল ?
নার্জ়ারি : গত মরশুমে হায়দরাবাদের ভাগ্য সুপ্রসন্ন ছিল না ৷ ভালো খেলোয়াড় থাকলেও তারা প্রত্যাশিত ফল পায়নি ৷ এই মরশুমে আমাদের দলে অনেক দক্ষ খেলোয়াড়ে ভরা ৷ সবাই জেতার জন্য মরিয়া ৷ আমরা একটি দল হিসাবে খেলছি ৷ তাই এখনও পর্যন্ত এবছর একটি ভালো মরশুম কাটছে ৷
এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে করা গোলটি এই মরশুমে আপনার প্রথম গোল ৷ শতাব্দীপ্রাচীন দলের বিরুদ্ধে আপনার গোলে জয় সুনিশ্চিত করেছে হায়দরাবাদ ৷ ওই গোলটা কতটা উপভোগ করেছেন?
নার্জ়ারি : আমি দলের জয়ের কারণ হতে পেরে খুবই আনন্দিত ৷ হায়দরাবাদের হয়ে প্রথম গোল করা আমার কাছে একটি বিশেষ মুহূর্ত ৷ আমার উপর আস্থা রাখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই ৷ কোরোনা ভাইরাসের কারণে সৃষ্ট এই কঠিন পরিস্থিতিতে দলের পাশে থাকার জন্য এবং দলকে অনুপ্রাণিত করার জন্য দর্শকদেরও ধন্যবাদ জানাই ৷
মানোলো মার্কোয়েজ়ের কোচিংয়ে খেলার অভিজ্ঞতা কেমন ?
নার্জ়ারি : নতুন কোচের অধীনে খেলার অভিজ্ঞতা অসাধারণ ৷ স্পেনের বহুচর্চিত মুখ হওয়া সত্ত্বেও তিনি দলের প্রত্যেকের সঙ্গে খুবই একাত্মভাবে মিলে গেছেন ৷ দলের প্রয়োজনে কখনও কঠিন আবার কখনও বন্ধুর মতো আমাদের শিখিয়েছেন ৷ প্রত্যেককে সমানভাবে দলে অংশগ্রহণ করানো এবং সর্বোপরি মরশুমটিকে সবার কাছে আনন্দদায়ক করার জন্য তাঁর কৃতিত্ব অনেকটাই ৷
আইএসএল কি আপনার খেলায় উন্নতিতে সাহায্য করছে ?
নার্জ়ারি : নিজেদের প্রতিভা প্রকাশের জন্য ভারতীয় ফুটবলারদের কাছে আইএসএল সেরা প্ল্যাটফর্ম । আমার ক্ষেত্রে, প্রতিদিন নতুন কিছু শিখছি । আমার স্কিল ও ফিটনেস বাড়ছে । একজন ফুটবলার হিসেবে উন্নতির জন্য আমার কাছে আইএসএল সঠিক জায়গা ।