ETV Bharat / sports

ইস্টবেঙ্গলের 'পলায়ন' মানতে পারছেন না বিশ্বজিৎ - ইস্টবেঙ্গল

কাস্টমসের বিরুদ্ধে খেলতে মাঠে আসেনি ৷ কিন্তু, ইস্টবেঙ্গলের 'পলায়ন' মানতে পারছেন না কাস্টমসের TD ৷

বিশ্বজিৎ
author img

By

Published : Oct 3, 2019, 9:19 PM IST

কলকাতা, 3 অক্টোবর : ইস্টবেঙ্গলের অনমনীয় মানসিকতায় ক্ষতিগ্রস্ত ফুটবল । কলকাতা লিগের শেষ ম্যাচে কাস্টমসের বিরুদ্ধে মাঠে নামল না ইস্টবেঙ্গল । পয়েন্ট টেবিল বলছে 11 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে শেষ করল লাল-হলুদ । ফলে লিগ টেবিলে তিন নম্বরে শেষ করল তারা ৷ গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে রইল মোহনবাগান । কোয়েস না ক্লাবকর্তা নাকি কোচ কার নির্দেশে ইস্টবেঙ্গল খেলতেই নামল না, তা নিয়ে জল্পনা চলছে ময়দানে ৷ অপারগতার যুক্তি খাড়া করার পাশাপাশি তথ্যের আদানপ্রদানের খামতিকেও সামনে আনতে চেয়েছে কোয়েস ৷ কিন্তু, পরিস্থিতি যাই হোক না কেন ইস্টবেঙ্গল মাঠে নামবে না, বিষয়টি মানতে পারছেন না প্রাক্তনীরা । একই কথা বলছেন কাস্টমসের টেকনিকাল ডিরেক্টর ৷

প্রতিপক্ষ ডাগ আউট থেকে নিজের প্রাক্তন দলকে ম্যাচ ছেড়ে দিতে দেখে চমকে গেছেন । আহত হয়েছেন । তিন পয়েন্টের স্বস্তিতে ইস্টবেঙ্গলের না খেলার কাঁটা খচখচ করছে । স্মৃতির সরণিতে হেঁটে এরকম কোনও ঘটনা মনে করতে পারছেন না । বলছেন, "এই দলে আমি খেলেছি । কোচিং করিয়েছি । সমস্যা সেদিন ছিল । আজও হয়ত আছে । কিন্তু, খেলার সময় ইস্টবেঙ্গল একজোট হয়ে যেত । তাই মাঠে নামতে না দেখে খুব খারাপ লাগল ৷" আক্ষেপ বিশ্বজিৎ ভট্টাচার্যের । সাত গোলের ব্যবধানে জয় খেতাব দিতে পারত আলেয়ান্দ্রোর দলকে । কঠিন হলেও অসম্ভব ছিল না । কাস্টমস TD বলছেন, যোগ্য দল হিসেবে পিয়ারলেস চ্যাম্পিয়ন । তাদের অভিনন্দন জানানো উচিত প্রত্যেকের । কলকাতা লিগে বড় দলের আধিপত্য ভাঙছে দেখে খুশি । মনে করেন, এরকম পরিবেশে স্পেন বা ইংল্যান্ডের ফুটবলারের মানিয়ে নিয়ে সফল হওয়া কঠিন । এখানে আফ্রিকান ফুটবলাররা উপযুক্ত । ইস্টবেঙ্গল ও মোহনবাগান কেন স্প্যানিশ ফুটবলারের দিকে ঝুঁকছে তারও ফুটবলীয় ব্যাখ্যা বিশ্বজিৎ ভট্টাচার্যের কাছে নেই ।

মরশুমের প্রথম দুটো প্রতিযোগিতায় দুই বড় দলের প্রাপ্তির ভাঁড়ার শূন্য । ময়দানের প্রাক্তন তারকা স্ট্রাইকার বলছেন, "ভারতীয় কোচ দায়িত্বে থাকলে কী অবস্থা হত, তা ভেবে শিউরে উঠতে হয় । পদত্যাগ না হলেও হলুদ কার্ড দেখানো হত । ফুটবলাররা ব্যর্থতার পরে খোলা মনে মাঠ ছাড়ছেন ৷ দেখে অবাক লাগে । আমাদের সময় লুকিয়ে থাকতে হত ।" আই লিগ, ISL নিয়ে মাতামাতি । বিশ্বজিৎ বলছেন, কলকাতা লিগ দেশের কঠিনতম লিগ । এখন যারা কলকাতা লিগকে পাত্তা দিচ্ছে না, তাঁদের মনে করিয়ে দেওয়া উচিত এই লিগে খেলেই প্রতিষ্ঠিত হওয়া উচিত ।

কলকাতা, 3 অক্টোবর : ইস্টবেঙ্গলের অনমনীয় মানসিকতায় ক্ষতিগ্রস্ত ফুটবল । কলকাতা লিগের শেষ ম্যাচে কাস্টমসের বিরুদ্ধে মাঠে নামল না ইস্টবেঙ্গল । পয়েন্ট টেবিল বলছে 11 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে শেষ করল লাল-হলুদ । ফলে লিগ টেবিলে তিন নম্বরে শেষ করল তারা ৷ গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে রইল মোহনবাগান । কোয়েস না ক্লাবকর্তা নাকি কোচ কার নির্দেশে ইস্টবেঙ্গল খেলতেই নামল না, তা নিয়ে জল্পনা চলছে ময়দানে ৷ অপারগতার যুক্তি খাড়া করার পাশাপাশি তথ্যের আদানপ্রদানের খামতিকেও সামনে আনতে চেয়েছে কোয়েস ৷ কিন্তু, পরিস্থিতি যাই হোক না কেন ইস্টবেঙ্গল মাঠে নামবে না, বিষয়টি মানতে পারছেন না প্রাক্তনীরা । একই কথা বলছেন কাস্টমসের টেকনিকাল ডিরেক্টর ৷

প্রতিপক্ষ ডাগ আউট থেকে নিজের প্রাক্তন দলকে ম্যাচ ছেড়ে দিতে দেখে চমকে গেছেন । আহত হয়েছেন । তিন পয়েন্টের স্বস্তিতে ইস্টবেঙ্গলের না খেলার কাঁটা খচখচ করছে । স্মৃতির সরণিতে হেঁটে এরকম কোনও ঘটনা মনে করতে পারছেন না । বলছেন, "এই দলে আমি খেলেছি । কোচিং করিয়েছি । সমস্যা সেদিন ছিল । আজও হয়ত আছে । কিন্তু, খেলার সময় ইস্টবেঙ্গল একজোট হয়ে যেত । তাই মাঠে নামতে না দেখে খুব খারাপ লাগল ৷" আক্ষেপ বিশ্বজিৎ ভট্টাচার্যের । সাত গোলের ব্যবধানে জয় খেতাব দিতে পারত আলেয়ান্দ্রোর দলকে । কঠিন হলেও অসম্ভব ছিল না । কাস্টমস TD বলছেন, যোগ্য দল হিসেবে পিয়ারলেস চ্যাম্পিয়ন । তাদের অভিনন্দন জানানো উচিত প্রত্যেকের । কলকাতা লিগে বড় দলের আধিপত্য ভাঙছে দেখে খুশি । মনে করেন, এরকম পরিবেশে স্পেন বা ইংল্যান্ডের ফুটবলারের মানিয়ে নিয়ে সফল হওয়া কঠিন । এখানে আফ্রিকান ফুটবলাররা উপযুক্ত । ইস্টবেঙ্গল ও মোহনবাগান কেন স্প্যানিশ ফুটবলারের দিকে ঝুঁকছে তারও ফুটবলীয় ব্যাখ্যা বিশ্বজিৎ ভট্টাচার্যের কাছে নেই ।

মরশুমের প্রথম দুটো প্রতিযোগিতায় দুই বড় দলের প্রাপ্তির ভাঁড়ার শূন্য । ময়দানের প্রাক্তন তারকা স্ট্রাইকার বলছেন, "ভারতীয় কোচ দায়িত্বে থাকলে কী অবস্থা হত, তা ভেবে শিউরে উঠতে হয় । পদত্যাগ না হলেও হলুদ কার্ড দেখানো হত । ফুটবলাররা ব্যর্থতার পরে খোলা মনে মাঠ ছাড়ছেন ৷ দেখে অবাক লাগে । আমাদের সময় লুকিয়ে থাকতে হত ।" আই লিগ, ISL নিয়ে মাতামাতি । বিশ্বজিৎ বলছেন, কলকাতা লিগ দেশের কঠিনতম লিগ । এখন যারা কলকাতা লিগকে পাত্তা দিচ্ছে না, তাঁদের মনে করিয়ে দেওয়া উচিত এই লিগে খেলেই প্রতিষ্ঠিত হওয়া উচিত ।

Intro:অনমনীয় মানসিকতায় ক্ষতিগ্রস্ত ফুটবল। কলকাতা লিগের শেষ ম্যাচে কাস্টমসের বিরুদ্ধে মাঠে নামল না ইস্টবেঙ্গল। পয়েন্ট টেবিল বলছে 11ম্যাচে 20 পয়েন্টে শেষ করল লাল হলুদ। পয়েন্ট টেবিল আরও বলছে লক্ষীবারের কল্যানী স্টেডিয়ামে ওয়াকওভারের সিদ্ধান্ত শতবর্ষে কলকাতা লিগ খেতাব পুনঃরুদ্ধার করতে তো দিল না।বরং তিন নম্বরে নামিয়ে দিল। গোলপার্থক্যে দ্বিতীয় স্থানে উত্তোরণ মোহনবাগানের। বিনিয়োগ সংস্থা না ক্লাব কর্তা কিংবা কোচ,কার অঙ্গুলীহেলনে ইস্টবেঙ্গল মাঠ বিমুখ তা নিয়ে জোর জল্পনা চলছে সোশ্যাল মিডিয়া ও লাল হলুদ দুনিয়ায়।বিনিয়োগ সংস্থা তাদের অপারগতার ব্যাখ্যা দেওয়ার সঙ্গে তথ্যের আদানপ্রদানের খামতিকে সামনে আনতে চেয়েছেন।
কিন্তু পরিস্থিতি যাই হোক না কেন ইস্টবেঙ্গল মাঠে নামবে না এই বিষয়টি মানতে পারছেন না প্রাক্তনী রা।
বিশ্বজিৎ ভট্টাচার্য, বর্তমানে কাস্টমস দলের টেকনিক্যাল ডিরেক্টরের চেয়ারে বসেছেন। প্রতিপক্ষ ডাগ আউট থেকে নিজের প্রাক্তন দলকে ম্যাচ ছেড়ে দিতে দেখে চমকে গিয়েছেন।আহত হয়েছেন। তিন পয়েন্টের স্বস্তিতে ইস্টবেঙ্গলের ওয়াকওভার এর কাটা খচখচ করছে। স্মৃতির সরনি তে হেটে এরকম কোনও ঘটনা মনে করতে পারছেন না। বলছেন,"এই দলে আমি খেলেছি। কোচিং করিয়েছি। সমস্যা সেদিন ছিল। আজও হয়তো আছে। কিন্তু খেলার সময় ইস্টবেঙ্গল একজোট হয়ে যেত। তাই মাঠে নামতে দেখে খুব খারাপ লাগল,"আক্ষেপ বিশ্বজিৎ ভট্টাচার্যের।সাত গোলের ব্যবধানে জয় খেতাব দিতে পারত আলেয়ান্দ্রোর দলকে। কঠিন হলেও অসম্ভব ছিল না। কাস্টমস টিডি বলছেন যোগ্য দল হিসেবে পিয়ারলেস চ্যাম্পিয়ন। তাদের অভিনন্দন জানানো উচিত প্রত্যেকের। কলকাতা লিগে বড় দলের আধিপত্য ভাঙছে দেখে খুশি। মনে করেন ট্রপিক্যাল কান্ট্রিতে স্পেন বা ইংল্যান্ডের ফুটবলারের মানিয়ে নিয়ে সফল হওয়া কঠিন। এখানে আফ্রিকান ফুটবলাররা উপযুক্ত। ইস্টবেঙ্গল ও মোহনবাগান কেন স্প্যানিশ ফুটবলারের ওপর ঝুকছে তার ফুটবলীয় ব্যাখ্যা বিশ্বজিৎ ভট্টাচার্যের কাছে নেই।
মরসুমের প্রথম দুটো প্রতিযোগিতায় দুই বড় দলের প্রাপ্তির ভাড়ার শূন্য। ময়দানের প্রাক্তন তারকা স্ট্রাইকার বলছেন,"ভারতীয় কোচ দায়িত্বে থাকলে কি অবস্থা হত তা ভাবতে শিউড়ে উঠতে হয়।পদত্যাগ না হলেও হলুদ কার্ড দেখানো হত।ফুটবলাররা ব্যর্থতার পরে খোলা মনে মাঠ ছাড়ছে, দেখে অবাক লাগে। আমাদের সময় লুকিয়ে থাকতে হত।"আই লিগ আইএসএল নিয়ে মাতামাতি। বিশ্বজিৎ বলছেন, কলকাতা লিগ দেশের কঠিন তম লিগ। এখন যারা কলকাতা লিগকে পাত্তা দিচ্ছে না তাদের মনে করিয়ে দেওয়া উচিত এই লিগে খেলেই যাবতীয় প্রতিষ্ঠা।আই লিগে দলের আমুল বদলের আশ্বাস দুই প্রধানের কোচের গলায়। বিশ্বজিৎ বলছেন দিবাস্বপ্ন না দেখাই ভালো।


Body:আহত


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.