ETV Bharat / sports

অসমের উঠতি ফুটবলারদের প্রতারণা, অভিযুক্ত বাংলার প্রাক্তন ফুটবলার - Indian Football

বড় ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে বেঙ্গালুরুতে গেছিল অসমের দুই উঠতি ফুটবলার । কিন্তু, প্রতিশ্রুতি সুযোগ পায়নি তারা । বরং তাদের থেকে 2.5 লাখ টাকা দাবি করা হয় ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jul 14, 2019, 11:57 PM IST

কলকাতা, 14 জুলাই : স্বপ্ন ছিল বড় ফুটবলার হওয়ার । সেজন্য গুয়াহাটি থেকে বেঙ্গালুরুতে গেছিল কুণাল তামুলি ও প্রবাল তামুলি । কিন্তু, একাধিক প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তার কোনও প্রতিফলন হয়নি । বরং কলকাতায় খেলার জন্য রিলিজ় অর্ডার চাইতে দুজনের থেকে 2.5 লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগ । এনিয়ে IFA-র দ্বারস্থ হয়েছে দুই প্রতিভাবান তারকা ।

বেঙ্গালুরুতে সকার গ্যালাক্সি রেসিডেন্সিয়াল অ্যাকাডেমি চালান প্রাক্তন ফুটবলার গৌতম দেবনাথ । সেখানে যোগ দেওয়ার জন্য ট্রায়াল দিতে হয় । সেজন্য দুই ফুটবলার অনলাইনে আবেদন করেন । দুজনেই নির্বাচিত হন । একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয় । এর মধ্যে ছিল, অনূর্ধ্ব-18 আই লিগে খেলানোর প্রতিশ্রুতি । কিন্তু, ইতিমধ্যে তাঁদের বয়স 18 বছর পেরিয়ে গেলেও তাঁরা অনূর্ধ্ব-18 আই লিগে খেলার সুযোগ পাননি । অ্যাকাডেমিতে থাকাকালীন পর্যাপ্ত সংখ্যক ম্যাচও খেলানো হয়নি বলে অভিযোগ দুজনের ।

এরপর দুজনেই সুযোগ দেওয়ার কথা বললে গৌতম তাঁদের কলকাতায় পাঠিয়ে দেন । ইস্টার্ন রেলসহ 6 টি ক্লাবে ট্রায়াল দেওয়ার ব্যবস্থা থাকবে বলে জানানো হয় । কিন্তু, সেই প্রতিশ্রুতিও পূরণ হয়নি বলে অভিযোগ । বাধ্য হয়ে দুজনে গৌতমের থেকে রিলিজ় অর্ডার চান । কিন্তু, রিলিজ় অর্ডারের পরিবর্তে তাদের থেকে 2.5 লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ । বলা হয়, অ্যাকাডেমির তাঁদের পিছনে বিশেষ অংকের টাকা খরচ হয়েছে । ইতিমধ্যে দুজনেই উয়াড়ি ক্লাবে ট্রায়ালের সুযোগ পান ।

এরপর উয়াড়ি ক্লাবের তরফে ফুটবল বিভাগের কর্তা বাপ্পা সান্যাল দুজনকে নিয়ে IFA-র কাছে দ্বারস্থ হন । বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা ইতিমধ্যে গৌতমের সঙ্গে ইমেলের মাধ্যমে যোগাযোগ করেছে । যদিও কোনও উত্তর মেলেনি ।

কলকাতা, 14 জুলাই : স্বপ্ন ছিল বড় ফুটবলার হওয়ার । সেজন্য গুয়াহাটি থেকে বেঙ্গালুরুতে গেছিল কুণাল তামুলি ও প্রবাল তামুলি । কিন্তু, একাধিক প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তার কোনও প্রতিফলন হয়নি । বরং কলকাতায় খেলার জন্য রিলিজ় অর্ডার চাইতে দুজনের থেকে 2.5 লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগ । এনিয়ে IFA-র দ্বারস্থ হয়েছে দুই প্রতিভাবান তারকা ।

বেঙ্গালুরুতে সকার গ্যালাক্সি রেসিডেন্সিয়াল অ্যাকাডেমি চালান প্রাক্তন ফুটবলার গৌতম দেবনাথ । সেখানে যোগ দেওয়ার জন্য ট্রায়াল দিতে হয় । সেজন্য দুই ফুটবলার অনলাইনে আবেদন করেন । দুজনেই নির্বাচিত হন । একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয় । এর মধ্যে ছিল, অনূর্ধ্ব-18 আই লিগে খেলানোর প্রতিশ্রুতি । কিন্তু, ইতিমধ্যে তাঁদের বয়স 18 বছর পেরিয়ে গেলেও তাঁরা অনূর্ধ্ব-18 আই লিগে খেলার সুযোগ পাননি । অ্যাকাডেমিতে থাকাকালীন পর্যাপ্ত সংখ্যক ম্যাচও খেলানো হয়নি বলে অভিযোগ দুজনের ।

এরপর দুজনেই সুযোগ দেওয়ার কথা বললে গৌতম তাঁদের কলকাতায় পাঠিয়ে দেন । ইস্টার্ন রেলসহ 6 টি ক্লাবে ট্রায়াল দেওয়ার ব্যবস্থা থাকবে বলে জানানো হয় । কিন্তু, সেই প্রতিশ্রুতিও পূরণ হয়নি বলে অভিযোগ । বাধ্য হয়ে দুজনে গৌতমের থেকে রিলিজ় অর্ডার চান । কিন্তু, রিলিজ় অর্ডারের পরিবর্তে তাদের থেকে 2.5 লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ । বলা হয়, অ্যাকাডেমির তাঁদের পিছনে বিশেষ অংকের টাকা খরচ হয়েছে । ইতিমধ্যে দুজনেই উয়াড়ি ক্লাবে ট্রায়ালের সুযোগ পান ।

এরপর উয়াড়ি ক্লাবের তরফে ফুটবল বিভাগের কর্তা বাপ্পা সান্যাল দুজনকে নিয়ে IFA-র কাছে দ্বারস্থ হন । বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা ইতিমধ্যে গৌতমের সঙ্গে ইমেলের মাধ্যমে যোগাযোগ করেছে । যদিও কোনও উত্তর মেলেনি ।

Intro:কুনাল তামুলি ও প্রবাল তামুলি। অসমের গৌহাটি থেকে ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে হাজির হয়েছিল গার্ডেন সিটি বেঙ্গালুরু তে। সেখানকার সকার গ্যালাক্সি রেসিডেন্সিয়াল আকাডেমিতে ফুটবলের পাঠ নিতে চেয়ে ছিল তারা।এই রেসিডেন্সিয়াল আকাডেমি পরিচালনা করেন কলকাতা ময়দানের প্রাক্তন ফুটবলার গৌতম দেবনাথ। ফুটবল প্রতিভার অন্বেষণ ও তাদের সঠিক পরিকাঠামোয় ফুটবলার হতে সাহায্য করে এই আকাডেমি। সেই উদ্দেশ্যে অনলাইনে ফুটবলাররা ট্রায়ালে যোগ দেওয়ার আবেদন করেছিল। কুনাল ও প্রবাল তামিলও সেই আবেদনকারী দের মধ্যে অন্যতম। আবেদনের পরবর্তী পর্বে নির্বাচিত কুনাল ও প্রবাল প্রতিশ্রুত কোনও সুযোগ পায়নি। এমনকি দিন যত এগিয়েছে ততই আই লিগ খেলানোর আশ্বাস ও অবাস্তব মনে হয়েছে। সকার গ্যালাক্সি ক্লাবটি অনূর্ধ্ব আঠারো আই লিগে খেলার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু আঠারো পার ফুটবলার কে কীভাবে খেলানো হবে তার কোনও উত্তর তারা পায়নি।এমনকি আকাডেমিতে থাকাকালীন পর্যাপ্ত সংখ্যক ম্যাচ খেলানোও হয়নি। এই অবস্থায় অন্য ক্লাবে সুযোগ দেওয়ার কথা কুনাল ও প্রবাল বললে গৌতম দেবনাথ তাদের কলকাতায় পাঠিয়ে দেন। সেখানে ইস্টার্ন রেল সহ ছয়টি ক্লাবে ট্রায়াল দেওয়ার ব্যবস্থা থাকবে বল জানানো হয়। কিন্তু বাস্তবে তারও প্রমান মেলেনি। এই অবস্থায় অসমের দুই ফুটবলার সকার গ্যালাক্সি র গৌতম দেবনাথের কাছ থেকে রিলিজ অর্ডার চান। কিন্তু তার বদলে দুই ফুটবলারের কাছ থেকে আড়াই লাখ টাকা চাওয়া হয়।বলা হয় আকাডেমিতে তাদের পেছনে যে পরিমাণ অর্থ খরচ হয়েছে তার জন্যে টাকা চাওয়া হচ্ছে। যা শুনে বিস্মিত ও নিরুপায় এই দুই ফুটবলার।নিজেদের প্রতারিত মনে করছেন। ইতিমধ্যে তাদের কাছে উয়াড়ি ক্লাবে ট্রায়ালে র সুযোগ। কোনপথে মিলবে সমাধান তা জানতে দুই ফুটবলার আইএফএ দ্বারস্থ। বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা ইতিমধ্যে গৌতম দেবনাথের সঙ্গে ইমেইল এর মাধ্যমে যোগাযোগ করেছে।যদিও কোনও উত্তর মেলেনি।ময়দানের ক্লাব কর্তারা এই ধরনের অভিযোগে অবাক নন। তাদের কাছে আরও বেশ কয়েকটি অভিযোগ এসেছে।যা ময়দানের সংষ্কৃতি তে নতুন। উয়াড়ি ক্লাবের ফুটবল বিভাগের কর্তা বাপ্পা স্যানাল এই দুই ফুটবলার কে নিয়ে আইএফএ র দ্বারস্থ। এখন দেখার কোন পথে মেলে সমাধান।


Body:ফুটবল


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.