বার্লিন, 17 মার্চ : ইউরোপের 12টি শহরেই ইউরো কাপ আয়োজনের পরিকল্পনা করছে ইউয়েফা এক্সিকিউটিভ কমিটি ৷ করোনা সংক্রমণ এখনও না কমলেও নিজেদের পরিকল্পনা একই রাখতে চাইছে ইউরোপিয়ান ফুটবল নিয়ামক সংস্থা ৷
প্রসঙ্গত, করোনা মহামারির কারণে 2020 ইউরো কাপ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ইউয়েফা ৷ এবার করোনার সংক্রমণ না কমলেও, ভ্যাকসিন চলে আসায় ফের একবার ইউরো কাপ আয়োজনের পরিকল্পনা শুরু করেছে ইউরোপিয়ান ফুটবল নিয়ামক সংস্থা ৷ আর সেই পরিলকল্পনা অনুযায়ী, ইউরোপের 12টি শহরে ইউরো কাপ আয়োজন করার কথা ভাবা হচ্ছে ৷ এ নিয়ে জার্মান ফুটবল সংস্থার সভাপতি বলেন, ‘‘ইউয়েফার এই উদ্যোগ ফুটবল টুর্নামেন্টের আসল উদ্দেশ্যকে সফল করবে ৷’’ প্রসঙ্গত, 2020 ইউরো কাপ এবছর 11 জুন থেকে 11 জুলাইয়ের মধ্যে আয়োজেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
আরও পড়ুন : বাটির আকারের খালিফা 2022 বিশ্বকাপের অপেক্ষায়
তবে, জার্মান ফুটবলের সভাপতি এও জানিয়েছেন, এত দ্রুত কোনও চূড়ান্ত মন্তব্য করা ঠিক নয় ৷ কিন্তু, করোনার ভ্যাকসিনের ফলের উপর আস্থা রেখে তিনি বলেন, ‘‘এর প্রভাব কয়েক সপ্তাহ পরে আরও বেশি করে দেখা যাবে ৷’’