ETV Bharat / sports

Covid outbreak in EPL : প্রিমিয়র লিগে ফের কোভিড উদ্বেগ, স্থগিত রোনাল্ডোদের ম্যাচ

author img

By

Published : Dec 14, 2021, 3:58 PM IST

এক সপ্তাহে বিভিন্ন ক্লাবের ফুটবলার, সাপোর্ট স্টাফ মিলিয়ে 42জনের কোভিড আক্রান্তের ঘটনা এযাবৎ রেকর্ড হয়েছে (EPL reports 42 Premier League players and staff have tested positive in the past week) ৷ স্বভাবতই উদ্বেগ বাড়ছিল গোটা ঘটনায় ৷

Covid outbreak in EPL
প্রিমিয়র লিগে ফের কোভিড উদ্বেগ, স্থগিত রোনাল্ডোদের ম্যাচ

লন্ডন, 14 ডিসেম্বর : শনিবার নরউইচ সিটির বিরুদ্ধে জয়ের আনন্দ স্থায়ী হয়নি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ৷ পরদিন সকালেই দলের একাধিক সাপোর্ট স্টাফ এবং ফুটবলারের করোনা সংক্রমণের খবর উদ্বেগ বাড়ায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের শিবিরে ৷ কেবল ইউনাইটেড শিবিরেই থেমে থাকেনি সংক্রমণ ৷ ব্রিটন, টটেনহ্যাম, লেস্টার সিটি, অ্যাস্টন ভিলা-সহ গত এক সপ্তাহে প্রিমিয়র লিগ কর্তৃপক্ষের কাছে বিভিন্ন ক্লাবের 42জন সদস্যের কোভিড আক্রান্তের রিপোর্ট জমা পড়েছে ৷ ঘটনার জেরে স্থগিত হয়ে গেল মঙ্গলবার ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে ম্যান ইউনাইটেডের ম্যাচ (Manchester United vs Brentford match postponed due to covid-19 outbreak) ৷

এক সপ্তাহে বিভিন্ন ক্লাবের ফুটবলার, সাপোর্ট স্টাফ মিলিয়ে 42জনের কোভিড আক্রান্তের ঘটনা এযাবৎ রেকর্ড (EPL reports 42 Premier League players and staff have tested positive in the past week) ইপিএলে ৷ স্বভাবতই উদ্বেগ বাড়ছিল গোটা ঘটনায় ৷ পাশাপাশি ইউনাইটেডের তরফ থেকে প্রিমিয়র লিগ কর্তৃপক্ষের কাছে মঙ্গলবারের ম্যাচের সূচি পরিবর্তনের আর্জি জানানো হয় ৷ সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে ম্যান ইউ বনাম ব্রেন্টফোর্ড ম্যাচ স্থগিত রাখল প্রিমিয়র লিগ ৷

আরও পড়ুন : Premier League : নরউইচের বিরুদ্ধে ইউনাইটেডের ত্রাতা রোনাল্ডো-গিয়া

প্রিমিয়র লিগ কর্তৃপক্ষ জানায়, চিকিৎসকদের পরামর্শ মেনে ব্যতিক্রমী পরিস্থিতিতে এই সিদ্ধান্ত গ্রহণে বাধ্য হয়েছে তারা (EPL says they have taken the decision following guidance from medical advisers) ৷ পরিবর্তিত সূচি এখনও জানানো হয়নি ৷ সংক্রমণের আশঙ্কা কমাতে ব্রেন্টফোর্ড ম্যাচের আগে অনুশীলনও বাতিল করে দেয় ম্যান ইউ ৷ ব্রেন্টফোর্ড কর্তৃপক্ষ সমর্থকদের কাছে গোটা ঘটনায় ক্ষমা চেয়ে নিলেও প্রিমিয়র লিগ কর্তৃপক্ষের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে তারা ৷ আগামী 18 ডিসেম্বর ইউনাইটেডের পরবর্তী ম্যাচ ব্রিটনের বিরুদ্ধে ৷

লন্ডন, 14 ডিসেম্বর : শনিবার নরউইচ সিটির বিরুদ্ধে জয়ের আনন্দ স্থায়ী হয়নি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ৷ পরদিন সকালেই দলের একাধিক সাপোর্ট স্টাফ এবং ফুটবলারের করোনা সংক্রমণের খবর উদ্বেগ বাড়ায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের শিবিরে ৷ কেবল ইউনাইটেড শিবিরেই থেমে থাকেনি সংক্রমণ ৷ ব্রিটন, টটেনহ্যাম, লেস্টার সিটি, অ্যাস্টন ভিলা-সহ গত এক সপ্তাহে প্রিমিয়র লিগ কর্তৃপক্ষের কাছে বিভিন্ন ক্লাবের 42জন সদস্যের কোভিড আক্রান্তের রিপোর্ট জমা পড়েছে ৷ ঘটনার জেরে স্থগিত হয়ে গেল মঙ্গলবার ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে ম্যান ইউনাইটেডের ম্যাচ (Manchester United vs Brentford match postponed due to covid-19 outbreak) ৷

এক সপ্তাহে বিভিন্ন ক্লাবের ফুটবলার, সাপোর্ট স্টাফ মিলিয়ে 42জনের কোভিড আক্রান্তের ঘটনা এযাবৎ রেকর্ড (EPL reports 42 Premier League players and staff have tested positive in the past week) ইপিএলে ৷ স্বভাবতই উদ্বেগ বাড়ছিল গোটা ঘটনায় ৷ পাশাপাশি ইউনাইটেডের তরফ থেকে প্রিমিয়র লিগ কর্তৃপক্ষের কাছে মঙ্গলবারের ম্যাচের সূচি পরিবর্তনের আর্জি জানানো হয় ৷ সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে ম্যান ইউ বনাম ব্রেন্টফোর্ড ম্যাচ স্থগিত রাখল প্রিমিয়র লিগ ৷

আরও পড়ুন : Premier League : নরউইচের বিরুদ্ধে ইউনাইটেডের ত্রাতা রোনাল্ডো-গিয়া

প্রিমিয়র লিগ কর্তৃপক্ষ জানায়, চিকিৎসকদের পরামর্শ মেনে ব্যতিক্রমী পরিস্থিতিতে এই সিদ্ধান্ত গ্রহণে বাধ্য হয়েছে তারা (EPL says they have taken the decision following guidance from medical advisers) ৷ পরিবর্তিত সূচি এখনও জানানো হয়নি ৷ সংক্রমণের আশঙ্কা কমাতে ব্রেন্টফোর্ড ম্যাচের আগে অনুশীলনও বাতিল করে দেয় ম্যান ইউ ৷ ব্রেন্টফোর্ড কর্তৃপক্ষ সমর্থকদের কাছে গোটা ঘটনায় ক্ষমা চেয়ে নিলেও প্রিমিয়র লিগ কর্তৃপক্ষের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে তারা ৷ আগামী 18 ডিসেম্বর ইউনাইটেডের পরবর্তী ম্যাচ ব্রিটনের বিরুদ্ধে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.