ETV Bharat / sports

এলেন ব্রাইট,দলের সুইচ অফ মানসিকতায় বিরক্ত ফাওলার - ব্রাইট এনোবাখারে

লড়াই শেষ হয়ে যায়নি । সুযোগ এখনও শেষ হয়ে যায়নি । ইস্টবেঙ্গলের পরবর্তী প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। একেই ঘুরে দাঁড়ানোর ম্যাচ বলে ধরছেন রবি ।

robbie fowler
robbie fowler
author img

By

Published : Dec 16, 2020, 2:03 PM IST

Updated : Dec 16, 2020, 2:22 PM IST

কলকাতা,16 ডিসেম্বর : গোলের দরজা খুললেও জয় অধরা । এগিয়ে থেকেও পয়েন্ট হাতছাড়া হওয়ার আক্ষেপ রবি ফাওলারের গলায় । পাঁচ ম্যাচে চারটি পরাজয় একটি ড্র মোটেই ইস্টবেঙ্গলোচিত নয় ।

জামশেদপুর এফসির বিরুদ্ধে লড়াকু পারফরম্যান্স দেখে আশায় বুক বেঁধেছিল লিভারপুল প্রাক্তনী । হায়দরাবাদ এফসির বিরুদ্ধে হারে বিরক্ত তিনি । কোনও রাখঢাক না করেই ফাউলার বলেন, "আমাদের অনেক উন্নতি করতে হবে । লড়াই শেষ হয়ে যায়নি । সুযোগ এখনও শেষ হয়ে যায়নি । পারফরম্যান্স থেকে ফর্মেশন সব বিভাগে উন্নতি করতে হবে । আমাকে দলের ছেলেদের সঙ্গে কথা বলতে হবে । কয়েকজনের পারফরম্যান্স একদম ভালো হচ্ছে না ।" প্রায় একই সঙ্গে নিজের ক্ষোভ উগরে দিয়ে তিনি আরও বলেন "মনে হচ্ছে এই দলটি আই লিগের কথা ভেবে তৈরি করা হয়েছিল। পরবর্তী সময়ে আইএসএলে খেলার সুযোগ পেয়েছে । এখন ফুটবলারদের প্রমাণ করতে হবে তারা আইএসএলে খেলার যোগ্য কি না ।" এই অবস্থায় হাল না ছেড়ে শক্ত করে ধরার কথা বলেছেন‌ লাল হলুদ হেডস্যার । কান্নাকাটি না করে আরও দায়িত্ব নেওয়ার কথা বলছেন ফাওলার ।

এই সংক্রান্ত আরও পডুন : গোলের দরজা খুললেও ফের হার ইস্টবেঙ্গলের

ইস্টবেঙ্গলের পরবর্তী প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। সেই ম্যাচেকেই ঘুরে দাঁড়ানোর ম্যাচ বলে ধরছেন রবি । তিনি মেনে নিয়েছেন রক্ষণের সমস্যা বড় হয়ে দাঁড়িয়েছে । পাশাপাশি গোল করার লোকের অভাব লিগের প্রথম দিন থেকেই ।

সব ঠিক থাকলে ব্রাইট এনোবাখারে আজ গোয়ায় পা দিচ্ছেন। তিনি কোয়ারেন্টাইন পর্ব শেষ করে জানুয়ারিতে মাঠে নামবেন । পাশাপাশি অষ্টম বিদেশি হিসাবে লিভারপুল অ্যাকাডেমি থেকে উঠে আসা ক্যালাম উডসকেও নেওয়া হচ্ছে । তিনি ইতিমধ্যে স্বেচ্ছানির্বাসন কাটিয়েছেন দলের সঙ্গে । বুধবার দলের সঙ্গে অনুশীলন করবেন বলে শোনা যাচ্ছে।

কলকাতা,16 ডিসেম্বর : গোলের দরজা খুললেও জয় অধরা । এগিয়ে থেকেও পয়েন্ট হাতছাড়া হওয়ার আক্ষেপ রবি ফাওলারের গলায় । পাঁচ ম্যাচে চারটি পরাজয় একটি ড্র মোটেই ইস্টবেঙ্গলোচিত নয় ।

জামশেদপুর এফসির বিরুদ্ধে লড়াকু পারফরম্যান্স দেখে আশায় বুক বেঁধেছিল লিভারপুল প্রাক্তনী । হায়দরাবাদ এফসির বিরুদ্ধে হারে বিরক্ত তিনি । কোনও রাখঢাক না করেই ফাউলার বলেন, "আমাদের অনেক উন্নতি করতে হবে । লড়াই শেষ হয়ে যায়নি । সুযোগ এখনও শেষ হয়ে যায়নি । পারফরম্যান্স থেকে ফর্মেশন সব বিভাগে উন্নতি করতে হবে । আমাকে দলের ছেলেদের সঙ্গে কথা বলতে হবে । কয়েকজনের পারফরম্যান্স একদম ভালো হচ্ছে না ।" প্রায় একই সঙ্গে নিজের ক্ষোভ উগরে দিয়ে তিনি আরও বলেন "মনে হচ্ছে এই দলটি আই লিগের কথা ভেবে তৈরি করা হয়েছিল। পরবর্তী সময়ে আইএসএলে খেলার সুযোগ পেয়েছে । এখন ফুটবলারদের প্রমাণ করতে হবে তারা আইএসএলে খেলার যোগ্য কি না ।" এই অবস্থায় হাল না ছেড়ে শক্ত করে ধরার কথা বলেছেন‌ লাল হলুদ হেডস্যার । কান্নাকাটি না করে আরও দায়িত্ব নেওয়ার কথা বলছেন ফাওলার ।

এই সংক্রান্ত আরও পডুন : গোলের দরজা খুললেও ফের হার ইস্টবেঙ্গলের

ইস্টবেঙ্গলের পরবর্তী প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। সেই ম্যাচেকেই ঘুরে দাঁড়ানোর ম্যাচ বলে ধরছেন রবি । তিনি মেনে নিয়েছেন রক্ষণের সমস্যা বড় হয়ে দাঁড়িয়েছে । পাশাপাশি গোল করার লোকের অভাব লিগের প্রথম দিন থেকেই ।

সব ঠিক থাকলে ব্রাইট এনোবাখারে আজ গোয়ায় পা দিচ্ছেন। তিনি কোয়ারেন্টাইন পর্ব শেষ করে জানুয়ারিতে মাঠে নামবেন । পাশাপাশি অষ্টম বিদেশি হিসাবে লিভারপুল অ্যাকাডেমি থেকে উঠে আসা ক্যালাম উডসকেও নেওয়া হচ্ছে । তিনি ইতিমধ্যে স্বেচ্ছানির্বাসন কাটিয়েছেন দলের সঙ্গে । বুধবার দলের সঙ্গে অনুশীলন করবেন বলে শোনা যাচ্ছে।

Last Updated : Dec 16, 2020, 2:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.