ETV Bharat / sports

বদলেছে জার্সি বদলায়নি ডার্বির আবেগ

ডার্বি ঘিরে পারদ চড়ছে শহরে৷ ইস্ট-মোহন দুই শিবরে তুঙ্গে মহারণের প্রস্তুতি ৷ জার্সি বদলে এবার ডার্বিতে নামবেন একাধিক তারকা৷ জার্সি বদলালেও তাদের আবেগ বদলায়নি ৷

ডার্বির যোদ্ধা
author img

By

Published : Aug 30, 2019, 11:13 PM IST

কলকাতা, 30 অগাস্ট : পিন্টু মাহাত । ইস্ট-মোহন ফুটবল ডার্বির নয়া নায়ক । ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ মানেই বাঙালির অ্যাড্রালিনের বাড়তি ক্ষরণ । মাঠের বাইরে এক অদৃশ্য লড়াই । তাই ডার্বির সাফল্য যেকোনও ফুটবলারের কাছে স্বপ্ন । ঠিক একবছর আগে ডার্বিতে প্রথমবার খেলতে নেমে গোল করেছিলেন পিন্টু মাহাত । মোহনবাগানের জার্সিতে প্রথম বার খেলতে নেমে জঙ্গল মহলের তরুণ ফুটবলার নায়ক হয়ে গিয়েছিলেন । পরবর্তী সময়ে ডার্বির কথা উঠলেই পিন্টু মাহাতাকে নিয়ে স্বপ্ন দেখত সবুজ মেরুন জনতা ।

গোল করে মোহনবাগান ডাগ আউটের দিকে পিন্টুর দৌড় এবং তার ঘাড়ে অভিষেক আম্বেকরের লাফিয়ে উঠে পড়ার কোলাজ সেসময় মোহনবাগান সমর্থকদের মধ্যে জনপ্রিয় হয়েছিল । ঠিক একবছর পরে ডার্বির ঢাকে কাঠি পড়েছে । ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুটো দলই তৈরি হচ্ছে । ফের আলোচনায় পিন্টু মাহাতা ও অভিষেক আম্বেকর । মোহনবাগান ছেড়ে এবার দুজনেই ইস্টবেঙ্গলে । জার্সি বদলে দুজনেই নতুনভাবে ডানা মেলতে চাইছেন ।

গতবছর সুভাষ ভৌমিকের ইস্টবেঙ্গলের সহকারী কোচ ছিলেন রঞ্জন চৌধুরি । এবছর তিনি কিবু ভিকুনার সহকারী ৷ ইস্টবেঙ্গলকে হারাতে কিভুনার প্রধান অস্ত্র তিনিই ৷ হাতের তালুর মতো চেনা ইস্টবেঙ্গলের ফাঁকফোকর বাগান কোচ কিভুনার নোট বুকে তুলে দিয়েছেন ৷ তার মগাজাস্ত্রেই লাল-হলুদ বধ করতে চান বাগান কোচ৷

একইভাবে বলা যায় চুলোভার কথা । গত মরশুমের আই লিগের দুই ডার্বিতে আলেয়ান্দ্রোর অপরাজিত থাকার অন্যতম অস্তের ছিলেন এই লেফট ব্যাক । চলতি মরশুমে তাঁকে দলে টেনে বড় চমক দিয়েছিল সবুজ মেরুন শিবির৷ এখনও পর্যন্ত সবুজ মেরুন জার্সিতে একটি ম্যাচ খেলেছেন । কিবু ভিকুনা বলছেন মোহনবাগানের খেলার ধরনের সঙ্গে মানিয়ে নিতে চুলোভার আরও সময় লাগবে ৷

কলকাতা, 30 অগাস্ট : পিন্টু মাহাত । ইস্ট-মোহন ফুটবল ডার্বির নয়া নায়ক । ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ মানেই বাঙালির অ্যাড্রালিনের বাড়তি ক্ষরণ । মাঠের বাইরে এক অদৃশ্য লড়াই । তাই ডার্বির সাফল্য যেকোনও ফুটবলারের কাছে স্বপ্ন । ঠিক একবছর আগে ডার্বিতে প্রথমবার খেলতে নেমে গোল করেছিলেন পিন্টু মাহাত । মোহনবাগানের জার্সিতে প্রথম বার খেলতে নেমে জঙ্গল মহলের তরুণ ফুটবলার নায়ক হয়ে গিয়েছিলেন । পরবর্তী সময়ে ডার্বির কথা উঠলেই পিন্টু মাহাতাকে নিয়ে স্বপ্ন দেখত সবুজ মেরুন জনতা ।

গোল করে মোহনবাগান ডাগ আউটের দিকে পিন্টুর দৌড় এবং তার ঘাড়ে অভিষেক আম্বেকরের লাফিয়ে উঠে পড়ার কোলাজ সেসময় মোহনবাগান সমর্থকদের মধ্যে জনপ্রিয় হয়েছিল । ঠিক একবছর পরে ডার্বির ঢাকে কাঠি পড়েছে । ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুটো দলই তৈরি হচ্ছে । ফের আলোচনায় পিন্টু মাহাতা ও অভিষেক আম্বেকর । মোহনবাগান ছেড়ে এবার দুজনেই ইস্টবেঙ্গলে । জার্সি বদলে দুজনেই নতুনভাবে ডানা মেলতে চাইছেন ।

গতবছর সুভাষ ভৌমিকের ইস্টবেঙ্গলের সহকারী কোচ ছিলেন রঞ্জন চৌধুরি । এবছর তিনি কিবু ভিকুনার সহকারী ৷ ইস্টবেঙ্গলকে হারাতে কিভুনার প্রধান অস্ত্র তিনিই ৷ হাতের তালুর মতো চেনা ইস্টবেঙ্গলের ফাঁকফোকর বাগান কোচ কিভুনার নোট বুকে তুলে দিয়েছেন ৷ তার মগাজাস্ত্রেই লাল-হলুদ বধ করতে চান বাগান কোচ৷

একইভাবে বলা যায় চুলোভার কথা । গত মরশুমের আই লিগের দুই ডার্বিতে আলেয়ান্দ্রোর অপরাজিত থাকার অন্যতম অস্তের ছিলেন এই লেফট ব্যাক । চলতি মরশুমে তাঁকে দলে টেনে বড় চমক দিয়েছিল সবুজ মেরুন শিবির৷ এখনও পর্যন্ত সবুজ মেরুন জার্সিতে একটি ম্যাচ খেলেছেন । কিবু ভিকুনা বলছেন মোহনবাগানের খেলার ধরনের সঙ্গে মানিয়ে নিতে চুলোভার আরও সময় লাগবে ৷

Intro:পিন্টু মাহাতো। বাঙালির ফুটবল ডার্বির নয়া বিলাস। ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ মানেই আড্রালিনের বাড়তি ক্ষরণ। মাঠ ও মাঠের বাইরে এক অদৃশ্য ওরা আমরা। তাই ডার্বির সাফল্য যেকোনও ফুটবলারের স্বপ্ন।
ঠিক একবছর আগে ডার্বিতে প্রথমবার খেলতে নেমে গোল করেছিলেন পিন্টু মাহাতা। মোহনবাগানের জার্সিতে প্রথম বার খেলতে নেমে জঙ্গল মহলের তরুণ ফুটবলার নায়ক হয়ে গিয়েছিলেন। পরবর্তী সময়ে ডার্বির কথা উঠলেই পিন্টু মাহাতা কে নিয়ে স্বপ্ন দেখত সবুজ মেরুন জনতা। গোল করে মোহনবাগান ডাগ আউটের দিকে পিন্টুর দৌড় এবং তার ঘাড়ে অভিষেক আম্বেকরের লাফিয়ে উঠে পড়ার কোলাজ সেসময় মোহনবাগান সমর্থকদের মধ্যে জনপ্রিয় হয়েছিল।
ঠিক একবছর পরে ডার্বির ঢাকে কাঠি পড়েছে। ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুটো দলই তৈরি হচ্ছে। ফের আলোচনায় পিন্টু মাহাতা ও অভিষেক আম্বেকর। মোহনবাগান ছেড়ে এবার দুজনেই ইস্টবেঙ্গলে। জার্সি বদলে দুজনেই নতুনভাবে ডানা মেলতে চাইছেন। লাল হলুদের স্প্যানিশ কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার অধীনে পিন্টু মাহাতা অনেক বেশি ধারালো। দলের আক্রমনে নেতৃত্ব দিচ্ছেন।তাই মোহনবাগানের জালে বল ঠেলতে পিন্টুর সামনে চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
গতবছর সুভাষ ভৌমিকের ইস্টবেঙ্গলের সহকারী কোচ ছিলেন রঞ্জন চৌধুরী। এবছর তিনি কিবু ভিকুনার কোচিং দলে রয়েছেন।ইস্টবেঙ্গলকে হারাতে তার ইনপুট মোহনবাগান কোচের মরনাস্ত্র হতে পারে।
একইভাবে বলা যায় চুলোভার কথা।গত মরসুমের আই লিগে আলেয়ান্দ্রো র ডার্বিতে অপরাজিত থাকার অন্যতম কারন ছিলেন এই লেফট ব্যাক। দলবদলের বাজারে ইস্টবেঙ্গলের কাছ থেকে বড় অঙ্কের প্রস্তাব পেয়েও কেন মোহনবাগানে সই করলেন তা রহস্য। এখনও পর্যন্ত সবুজ মেরুন জার্সিতে একটি ম্যাচ খেলেছেন। কিবু ভিকুনা বলছেন চুলোভার দলের স্টাইল অব ফুটবলের সঙ্গে মানিয়ে নিতে সময় দরকার। এই অবস্থায় চুলোভা পরামর্শ পিন্টুর দৌড়, অভিষেকের ওভারল্যাপ বন্ধ করার ক্ষেত্রে কাজে লাগতে পারে। তাই রবিবারের ডার্বি নতুন চ্যালেঞ্জ জয় করার দিন।


Body:ইস্টবেঙ্গল


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.