কলকাতা, 30 অগাস্ট : পিন্টু মাহাত । ইস্ট-মোহন ফুটবল ডার্বির নয়া নায়ক । ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ মানেই বাঙালির অ্যাড্রালিনের বাড়তি ক্ষরণ । মাঠের বাইরে এক অদৃশ্য লড়াই । তাই ডার্বির সাফল্য যেকোনও ফুটবলারের কাছে স্বপ্ন । ঠিক একবছর আগে ডার্বিতে প্রথমবার খেলতে নেমে গোল করেছিলেন পিন্টু মাহাত । মোহনবাগানের জার্সিতে প্রথম বার খেলতে নেমে জঙ্গল মহলের তরুণ ফুটবলার নায়ক হয়ে গিয়েছিলেন । পরবর্তী সময়ে ডার্বির কথা উঠলেই পিন্টু মাহাতাকে নিয়ে স্বপ্ন দেখত সবুজ মেরুন জনতা ।
গোল করে মোহনবাগান ডাগ আউটের দিকে পিন্টুর দৌড় এবং তার ঘাড়ে অভিষেক আম্বেকরের লাফিয়ে উঠে পড়ার কোলাজ সেসময় মোহনবাগান সমর্থকদের মধ্যে জনপ্রিয় হয়েছিল । ঠিক একবছর পরে ডার্বির ঢাকে কাঠি পড়েছে । ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুটো দলই তৈরি হচ্ছে । ফের আলোচনায় পিন্টু মাহাতা ও অভিষেক আম্বেকর । মোহনবাগান ছেড়ে এবার দুজনেই ইস্টবেঙ্গলে । জার্সি বদলে দুজনেই নতুনভাবে ডানা মেলতে চাইছেন ।
গতবছর সুভাষ ভৌমিকের ইস্টবেঙ্গলের সহকারী কোচ ছিলেন রঞ্জন চৌধুরি । এবছর তিনি কিবু ভিকুনার সহকারী ৷ ইস্টবেঙ্গলকে হারাতে কিভুনার প্রধান অস্ত্র তিনিই ৷ হাতের তালুর মতো চেনা ইস্টবেঙ্গলের ফাঁকফোকর বাগান কোচ কিভুনার নোট বুকে তুলে দিয়েছেন ৷ তার মগাজাস্ত্রেই লাল-হলুদ বধ করতে চান বাগান কোচ৷
একইভাবে বলা যায় চুলোভার কথা । গত মরশুমের আই লিগের দুই ডার্বিতে আলেয়ান্দ্রোর অপরাজিত থাকার অন্যতম অস্তের ছিলেন এই লেফট ব্যাক । চলতি মরশুমে তাঁকে দলে টেনে বড় চমক দিয়েছিল সবুজ মেরুন শিবির৷ এখনও পর্যন্ত সবুজ মেরুন জার্সিতে একটি ম্যাচ খেলেছেন । কিবু ভিকুনা বলছেন মোহনবাগানের খেলার ধরনের সঙ্গে মানিয়ে নিতে চুলোভার আরও সময় লাগবে ৷