ETV Bharat / sports

গোল খরা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টায় ইস্টবেঙ্গল

নতুন নাইজেরিয়ান স্ট্রাইকার ব্রাইট গোয়ার উদ্দেশে রওনা হয়েছেন । অ্যারন হ্যালোওয়ে ফিট হয়ে উঠেছেন । ব্যর্থতার নজির গড়েও ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা লাল-হলুদ শিবিরে ।

eastbengal fc match preparation
eastbengal fc match preparation
author img

By

Published : Dec 13, 2020, 11:34 PM IST

কলকাতা, 13 ডিসেম্বর: গোলের খোঁজে এসসি ইস্টবেঙ্গল । প্রথমবার আইএসএলে খেলার সুযোগ পেয়েছে লাল-হলুদ ব্রিগেড । কিন্তু, প্রথমবার দেশের সেরা লিগে জায়গা করে নিতে ইস্টবেঙ্গলকে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে । এরসঙ্গে খুব কম সময়ে দল গড়ার ঝক্কি । তারপরেও দেশি বিদেশি ফুটবলারদের বাধ্যতামূলক স্বেচ্ছানির্বাসন সেরে মাঠে নামতে হয়েছে । এই অবস্থায় দলের প্র্যাকটিস ম্যাচ এবং প্রকৃত স্ট্রাইকারের অভাব ইস্টবেঙ্গলের বড় সমস্যা হয়ে দাড়িয়েছে । দ্বিতীয় ম্যাচে সমস্যা মিটত যদি বলবন্ত সিং এবং জেজে গোল পেতেন । কিন্তু তাঁদের পরিচয় এখনও পর্যন্ত পারফরম্যান্স নয়, জার্সির নম্বর মাত্র । এই অবস্থায় আইএসএল-এ ইস্টবেঙ্গল পরিসংখ্যানের খাতায় ব্যর্থতার নতুন নজিরের সামনে ।

আইএসএল-এর পরিসংখ্যান বলছে, 2014 সালের উদ্বোধনী বছরে মুম্বই সিটি এফসি চারটি ম্যাচে একটিও গোল করতে পারেনি । গত মরসুমের আইএসএলে নর্থইস্ট ইউনাইটেড পাঁচটি ম্যাচে গোলখরায় ভুগেছিল । 2018-19 মরসুমে নর্থইস্ট ইউনাইটেড পয়েন্ট টেবিলে সবার নিচেই শেষ করেছিল । চেন্নায়িন এফসির ঝুলিতেও একাধিক গোলশূন্য ড্র করার নজির রয়েছে । একসময় সাতটি ম্যাচে গোল পায়নি তারা । ফাওলার বলছেন, জামশেদপুর ম্যাচে তাঁর দল চারিত্রিক দৃঢ়তা দেখিয়েছে । যা দেখে কোচ হিসেবে তিনি গর্বিত । ফুটবলারদের বলেছেন, আরও পথ যাওয়া বাকি । এবার লক্ষ্য গোল তোলার মরিয়া চেষ্টা ।

মঙ্গলবার সেই চেষ্টা করবেন লালহলুদ ফুটবলাররা । এদিকে নতুন নাইজেরিয়ান স্ট্রাইকার ব্রাইট গোয়ার উদ্দেশে রওনা হয়েছেন । অ্যারন হ্যালোওয়ে ফিট হয়ে উঠেছেন । হায়দরাবাদ এফসির বিরুদ্ধে হয়তো নামবেন তিনি । তাই ব্যর্থতার নজির গড়েও ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টাই এখন লাল-হলুদ শিবিরের মন্ত্র ।

কলকাতা, 13 ডিসেম্বর: গোলের খোঁজে এসসি ইস্টবেঙ্গল । প্রথমবার আইএসএলে খেলার সুযোগ পেয়েছে লাল-হলুদ ব্রিগেড । কিন্তু, প্রথমবার দেশের সেরা লিগে জায়গা করে নিতে ইস্টবেঙ্গলকে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে । এরসঙ্গে খুব কম সময়ে দল গড়ার ঝক্কি । তারপরেও দেশি বিদেশি ফুটবলারদের বাধ্যতামূলক স্বেচ্ছানির্বাসন সেরে মাঠে নামতে হয়েছে । এই অবস্থায় দলের প্র্যাকটিস ম্যাচ এবং প্রকৃত স্ট্রাইকারের অভাব ইস্টবেঙ্গলের বড় সমস্যা হয়ে দাড়িয়েছে । দ্বিতীয় ম্যাচে সমস্যা মিটত যদি বলবন্ত সিং এবং জেজে গোল পেতেন । কিন্তু তাঁদের পরিচয় এখনও পর্যন্ত পারফরম্যান্স নয়, জার্সির নম্বর মাত্র । এই অবস্থায় আইএসএল-এ ইস্টবেঙ্গল পরিসংখ্যানের খাতায় ব্যর্থতার নতুন নজিরের সামনে ।

আইএসএল-এর পরিসংখ্যান বলছে, 2014 সালের উদ্বোধনী বছরে মুম্বই সিটি এফসি চারটি ম্যাচে একটিও গোল করতে পারেনি । গত মরসুমের আইএসএলে নর্থইস্ট ইউনাইটেড পাঁচটি ম্যাচে গোলখরায় ভুগেছিল । 2018-19 মরসুমে নর্থইস্ট ইউনাইটেড পয়েন্ট টেবিলে সবার নিচেই শেষ করেছিল । চেন্নায়িন এফসির ঝুলিতেও একাধিক গোলশূন্য ড্র করার নজির রয়েছে । একসময় সাতটি ম্যাচে গোল পায়নি তারা । ফাওলার বলছেন, জামশেদপুর ম্যাচে তাঁর দল চারিত্রিক দৃঢ়তা দেখিয়েছে । যা দেখে কোচ হিসেবে তিনি গর্বিত । ফুটবলারদের বলেছেন, আরও পথ যাওয়া বাকি । এবার লক্ষ্য গোল তোলার মরিয়া চেষ্টা ।

মঙ্গলবার সেই চেষ্টা করবেন লালহলুদ ফুটবলাররা । এদিকে নতুন নাইজেরিয়ান স্ট্রাইকার ব্রাইট গোয়ার উদ্দেশে রওনা হয়েছেন । অ্যারন হ্যালোওয়ে ফিট হয়ে উঠেছেন । হায়দরাবাদ এফসির বিরুদ্ধে হয়তো নামবেন তিনি । তাই ব্যর্থতার নজির গড়েও ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টাই এখন লাল-হলুদ শিবিরের মন্ত্র ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.