ETV Bharat / sports

তারুণ্য এবং অভিজ্ঞতায় শান দিয়ে ডার্বি যাত্রায় S C ইস্টবেঙ্গল - রবি ফাওলার

তিলক ময়দানের আয়তন তুলনায় ছোটো । সেখানে দ্রুত পাসিং ফুটবল কার্যকরী হবে বলে মনে করেন । প্রতিপক্ষ ATK মোহনবাগানের প্রথম ম্যাচ দেখে হোমওয়ার্ক সেরে ফেলেছেন ।

eastbengal_derby_preview
তারুণ্য এবং অভিজ্ঞতা শান দিয়ে ডার্বি যাত্রায় S C ইস্টবেঙ্গল
author img

By

Published : Nov 26, 2020, 7:59 PM IST

কলকাতা, 26 নভেম্বর : ডার্বি দিয়ে ISL যাত্রা শুরু SC ইস্টবেঙ্গলের । শুরুতেই মর্যাদার ম্যাচ । আশাআকাঙ্খার নব্বই মিনিটের যুদ্ধ ঘিরে পারদ চড়ছে । প্রথমবার লাল হলুদের ডাগ আউটে ইংল্যান্ড ফুটবলের কিংবদন্তী রবি ফাওলার । এদেশে কাজ করতে এসে ফুটবল ঘিরে সদস্য-সমর্থকদের আবেগের উত্তাপ টের পেয়েছেন । ফলে শুক্রবারের ডার্বি তাঁর এবং দলের সব সদস্যের কাছে অগ্নি পরীক্ষা।

হাতে সময় কম হলেও দ্রুত সিলেবাস শেষ করে চ্যালেঞ্জ নেওয়ার জন্য দলকে তৈরি করেছেন । 48 ঘণ্টা আগে পুরো দলকে ছুটি দিয়েছিলেন ফাওলার । যাতে মানসিকভাবে তরতাজা হয়ে ফুটবলাররা মাঠে নামতে পারেন। ইতিমধ্যে দলের অধিনায়ক হিসেবে ড্যানিয়েল ফক্সকে আর্মব্যান্ড তুলে দেওয়ার পাশাপাশি পিলকিংটনকে ডেপুটি হিসেবে বেছে নিয়েছেন লাল হলুদ হেডস্যার । 45 বছর বয়সি ফাওলার বলেন, " জয় দিয়ে ISL যাত্রা শুরু করা আমাদের পাখির চোখ। " আক্রমণাত্মক ফুটবলে বিশ্বাসী লিভারপুলের লেজেন্ড ইতিমধ্যে পাসিং ফুটবলে ভর দিয়ে প্রতিপক্ষ রক্ষণে চাপ বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন । কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলা প্র্যাকটিস ম্যাচে পাসিং ফুটবলের ঝলক দেখা গিয়েছিল । দলে জেজে লালপেকলুহা, এগুয়েনসন লিংডো, বলবন্ত সিংয়ের মত ফুটবলার থাকার পাশাপাশি নারায়ণ দাস রয়েছেন । ছয় জন বিদেশি ফুটবলারের তালিকায় ড্যানিয়েল ফক্স, অ্যান্টনি পিলকিংটন, জ্যাক মাঘোমার মত ফুটবলারের বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা রবি ফাওলারকে ভরসা দিচ্ছে। তিনি বলেন, "আমার দলে নেতার অভাব নেই । তবে ড্যানি নেতাদের মধ্যে নেতা । আমার বিশ্বাস রয়েছে ড্যানিয়েলের ওপর । ডার্বিতে দলকে সঠিক পথে নিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে ওর । আমি ড্যানিয়েলের সঙ্গে কথা বলেছি । ওর মধ্যে সেই খিদেটা দেখেছি । যা দলের পক্ষে ভালো ৷"

তিলক ময়দানের আয়তন তুলনায় ছোটো । সেখানে দ্রুত পাসিং ফুটবল কার্যকরী হবে বলে মনে করেন । প্রতিপক্ষ ATK মোহনবাগানের প্রথম ম্যাচ দেখে হোমওয়ার্ক সেরে ফেলেছেন । রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস জুটি যেকোনও রক্ষণের আতঙ্ক । সামান্য ভুল কাজে লাগিয়ে রয় কৃষ্ণা গোল ছিনিয়ে নিতে পারেন তা কেরালা ম্যাচে চোখে পড়েছে লাল হলুদ থিঙ্কট্যাঙ্কের । এব্যাপারে তাঁকে ম্যাচ দেখে যাবতীয় রিপোর্ট এবং বাড়তি ইনপুট দিয়েছেন সহকারী রেনেডি সিং। এছাড়া গ্রান্টের বিশ্লেষণ রয়েছে রবি ফাওলারের নোটবুকে। দলে অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশ্রণ । ছয়জন বিদেশি ফুটবলার ফাওলারের চেনা । নিজে দেখে ফুটবলারদের নিয়ে এসেছেন । এখন ফাওলারের ফুটবল দর্শনের সঙ্গে পিলকিংটন, ফক্সদের পাশাপাশি জেজে, বলবন্তদের মানিয়ে নেওয়ার ওপর ডার্বিতে ইস্টবেঙ্গলের সাফল্যের রসায়ন লুকিয়ে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা ।

কলকাতা, 26 নভেম্বর : ডার্বি দিয়ে ISL যাত্রা শুরু SC ইস্টবেঙ্গলের । শুরুতেই মর্যাদার ম্যাচ । আশাআকাঙ্খার নব্বই মিনিটের যুদ্ধ ঘিরে পারদ চড়ছে । প্রথমবার লাল হলুদের ডাগ আউটে ইংল্যান্ড ফুটবলের কিংবদন্তী রবি ফাওলার । এদেশে কাজ করতে এসে ফুটবল ঘিরে সদস্য-সমর্থকদের আবেগের উত্তাপ টের পেয়েছেন । ফলে শুক্রবারের ডার্বি তাঁর এবং দলের সব সদস্যের কাছে অগ্নি পরীক্ষা।

হাতে সময় কম হলেও দ্রুত সিলেবাস শেষ করে চ্যালেঞ্জ নেওয়ার জন্য দলকে তৈরি করেছেন । 48 ঘণ্টা আগে পুরো দলকে ছুটি দিয়েছিলেন ফাওলার । যাতে মানসিকভাবে তরতাজা হয়ে ফুটবলাররা মাঠে নামতে পারেন। ইতিমধ্যে দলের অধিনায়ক হিসেবে ড্যানিয়েল ফক্সকে আর্মব্যান্ড তুলে দেওয়ার পাশাপাশি পিলকিংটনকে ডেপুটি হিসেবে বেছে নিয়েছেন লাল হলুদ হেডস্যার । 45 বছর বয়সি ফাওলার বলেন, " জয় দিয়ে ISL যাত্রা শুরু করা আমাদের পাখির চোখ। " আক্রমণাত্মক ফুটবলে বিশ্বাসী লিভারপুলের লেজেন্ড ইতিমধ্যে পাসিং ফুটবলে ভর দিয়ে প্রতিপক্ষ রক্ষণে চাপ বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন । কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলা প্র্যাকটিস ম্যাচে পাসিং ফুটবলের ঝলক দেখা গিয়েছিল । দলে জেজে লালপেকলুহা, এগুয়েনসন লিংডো, বলবন্ত সিংয়ের মত ফুটবলার থাকার পাশাপাশি নারায়ণ দাস রয়েছেন । ছয় জন বিদেশি ফুটবলারের তালিকায় ড্যানিয়েল ফক্স, অ্যান্টনি পিলকিংটন, জ্যাক মাঘোমার মত ফুটবলারের বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা রবি ফাওলারকে ভরসা দিচ্ছে। তিনি বলেন, "আমার দলে নেতার অভাব নেই । তবে ড্যানি নেতাদের মধ্যে নেতা । আমার বিশ্বাস রয়েছে ড্যানিয়েলের ওপর । ডার্বিতে দলকে সঠিক পথে নিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে ওর । আমি ড্যানিয়েলের সঙ্গে কথা বলেছি । ওর মধ্যে সেই খিদেটা দেখেছি । যা দলের পক্ষে ভালো ৷"

তিলক ময়দানের আয়তন তুলনায় ছোটো । সেখানে দ্রুত পাসিং ফুটবল কার্যকরী হবে বলে মনে করেন । প্রতিপক্ষ ATK মোহনবাগানের প্রথম ম্যাচ দেখে হোমওয়ার্ক সেরে ফেলেছেন । রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস জুটি যেকোনও রক্ষণের আতঙ্ক । সামান্য ভুল কাজে লাগিয়ে রয় কৃষ্ণা গোল ছিনিয়ে নিতে পারেন তা কেরালা ম্যাচে চোখে পড়েছে লাল হলুদ থিঙ্কট্যাঙ্কের । এব্যাপারে তাঁকে ম্যাচ দেখে যাবতীয় রিপোর্ট এবং বাড়তি ইনপুট দিয়েছেন সহকারী রেনেডি সিং। এছাড়া গ্রান্টের বিশ্লেষণ রয়েছে রবি ফাওলারের নোটবুকে। দলে অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশ্রণ । ছয়জন বিদেশি ফুটবলার ফাওলারের চেনা । নিজে দেখে ফুটবলারদের নিয়ে এসেছেন । এখন ফাওলারের ফুটবল দর্শনের সঙ্গে পিলকিংটন, ফক্সদের পাশাপাশি জেজে, বলবন্তদের মানিয়ে নেওয়ার ওপর ডার্বিতে ইস্টবেঙ্গলের সাফল্যের রসায়ন লুকিয়ে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.