কলকাতা, 23 জুলাই : মাল্টি স্পনসরের উপর ভিত্তি করে ISL-এ দরজা খোলার পরিকল্পনা বাতিল করছে না ইস্টবেঙ্গল। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে লাল হলুদ কর্তারা এখন ইনভেস্টরের হাতেই ক্লাবের আর্থিক পৃষ্ঠপোষকতার ভার তুলে দিতে চাইছেন । স্পোর্টিং রাইটস ফিরে পাওয়ার পরে নতুন স্ট্যান্স নিতে ইস্টবেঙ্গলে এখন জোর তোড়জোড় শুরু। পাশাপাশি লাইসেন্সিং প্রক্রিয়া পূরণের কাজ চলছে দ্রুত লয়ে । এরই মধ্যে সৈকত গাঙ্গুলিকে ক্লাবের CEO নিযুক্ত করা হয়েছে।
বিষয়টি নিয়ে সৈকত গাঙ্গুলি জানান, "আমাকে অস্থায়ী ভাবে CEO- র দায়িত্ব দেওয়া হয়েছে। অস্থায়ী বলছি কারণ, যে নতুন স্পনসর বা ইনভেস্টর আসবে তারা CEO নিয়োগ করবে ।" তবে, নতুন বিনিয়োগকারী কিংবা স্পনসর সম্বন্ধে কোনও বাক্য ব্যয় করতে রাজি হননি লাল-হলুদের অস্থায়ী CEO।
লাল হলুদ কর্তাদের দাবি, বিনিয়োগকারীর সঙ্গে কথা জোরকদমে চলছে। আশা করা হচ্ছে চলতি মাসেই হয়তো বিনিয়োগকারীর সঙ্গে চুক্তি চূড়ান্ত হবে।
খবর ছড়িয়েছে যে সিঙ্গাপুর নিবাসী শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের সঙ্গে চুক্তি চূড়ান্ত হওয়ার পথে। লাল হলুদ কর্তারা বলছেন প্রবাসী শিল্পপতি দৌড় থেকে ছিটকে যাননি। তিনি সিংহভাগ শেয়ার চাইছেন বলে খবর। যদিও, লাল হলুদ কর্তারা সেই খবরকে পাত্তা দিচ্ছেন না।
বিদায়ি বিনিয়োগকারীর প্রসঙ্গে লাল হলুদ কর্তারা জানালেন,"গত দুই বছর বিনিয়োগকারীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তিক্ত। নতুনের ক্ষেত্রে সেই খারাপ সম্পূর্ক ফিরে আসুক তা চাই না। " পাশাপাশি ক্লাব কর্তারা ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের রাশ হাতছাড়া করতেও চান না। তাই বিনিয়োগের পরিমাণ নিয়ে দড়ি টানাটানি চলছে।