ভাস্কো, 16 অক্টোবর : ভাস্কো স্পোর্টস ক্লাবের পর সালগাওকর এফসি-র বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সহজ জয় তুলে এসসি ইস্টবেঙ্গল। শনিবার ভাস্কো স্পোর্টস ক্লাবের মাঠে 2-0 গোলে জয় পায় লাল-হলুদ ব্রিগেড। গোলদাতা আমির ডারভিসিচ ও সৌরভ দাস। ভাস্কোর বিরুদ্ধে প্রথম একাদশে জায়গা পাওয়া ফুটবলারদের মধ্যে একাধিক বদল করেছিলেন কোচ মানলো দিয়াজ ৷ 4-2-3-1 ছকে দল সাজিয়েছিলেন লাল-হলুদের হেডস্যার ৷ ভাস্কোর বিরুদ্ধে গোলরক্ষার ভার ছিল শংকর রায়, শুভম সেনের উপর।
সালগাওকরের বিরুদ্ধে অরিন্দম ভট্টাচার্য ছিলেন তিনকাঠিতে। প্রথম প্রস্তুতি ম্যাচে ভাল খেলায় হীরা মণ্ডলকে এই ম্যাচেও সুযোগ দিয়েছিলেন কোচ। অস্ট্রেলিয়ান টমিস্লাভ মার্সেলো এবং জয়নার লাওরেনকো দ্বিতীয় ম্যাচেও প্রথম থেকেই ছিলেন। রাইটব্যাক হিসেবে আশির আখতার স্প্যানিশ কোচের ছকে দারুণ মানিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। ওয়াহেংবাম আংগুয়োসানা ও ডারভিসিচ এবং মহম্মদ রফিক মাঝমাঠের দায়িত্ব সামলেছেন ৷ বিকাশ জাইরু ও জ্যাকিচাঁদ সিং দুই উইং দিয়ে আক্রমণ সাজাচ্ছিলেন।
আরও পড়ুন : ভাস্কোর বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচে জয় এসসি ইস্টবেঙ্গলের
আন্তেনিও পেরোসোভিককে একমাত্র স্ট্রাইকার করে সালগাওকর রক্ষণ ভাঙার ছক সাজিয়ে ছিলেন মানলো দিয়াজ। ক্রোয়েশিয়ান স্ট্রাইকার নজর কাড়লেন। পাঁচ মিনিটের মাথায় তাকে আটকাতে গিয়েই বক্সের মধ্যে ফাউল করেন সালগাওকর ডিফেন্ডাররা। রেফারি পেনাল্টি দিলে তা থেকে গোল করতে ভুল করেননি ডারভিসিচ। প্রথম থেকেই আক্রমণের ঝড় তুলে সালগাওকরকে প্রথম থেকেই ব্যাকফুটে ঠেলে দিয়েছিলেন লাল-হলুদ ফুটবলাররা ৷ 65 মিনিটে সৌরভ দাসের গোল সেই দাপুটে ফুটবলের ফসল। পরপর দুটি প্র্যাকটিস ম্যাচে সহজ জয়। খুশি হলেও আরও উন্নতির প্রয়োজন রয়েছে বলে জানান লাল-হলুদ কোচ ৷