কলকাতা, 24 জানুয়ারি : ডার্বি ম্যাচে হার ৷ তার জেরেই কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার পদত্যাগ৷ এমন প্রতিকূল পরিস্থিতিতে শনিবার ফের মাঠে নামছে লাল-হলুদ ব্রিগেড ৷ প্রতিপক্ষ চেন্নই FC ৷ পরপর তিনটি হারের ধাক্কা লালরিনডিকাদের প্রথম পাঁচের বাইরে ঠেলে দিয়েছে । সাত ম্যাচে আট পয়েন্ট নিয়ে লাল-হলুদ ব্রিগেড এখন পয়েন্ট টেবিলের সাত নম্বরে । ফলে আগামীকাল চেন্নাইের বিরুদ্ধে জয় তুলতে মরিয়া ইস্টবেঙ্গল ৷
আলেয়ান্দ্রো অতীত ৷ খাতায় কলমে হেড কোচর দায়িত্ব নিয়েছেন এককালীন আলেয়ান্দ্রোর ডেপুটি মারিও রিবেরা ৷ দায়িত্ব নিলেও এখনও কলকাতায় এসে পৌঁছাননি তিনি । ফলে চেন্নাইয়ে লাল-হলুদ ডাগ আউটে কোচের চেয়ারে থকবেন মার্কোল ট্রুল সেভিলানো । সহকারী কোচ হিসেবে লাল-হলুদ কোচিং ব্রিগেডে যোগ দেওয়ার পর হঠাৎ করেই দলের কোচ হয়েছেন । কঠিন পরিস্থিতিতে দলের দায়িত্ব নিলেও অবস্থা সামাল দিয়ে পালটা দেওয়ার কথা বলছেন তিনি ।
চেন্নাই FC-র বিরুদ্ধে লাল হলুদ ডিফেন্স বিদেশিহীন ৷ স্প্যানিশ ডিফেন্ডার মার্তি ক্রেসপি কার্ড সমস্যায় নেই । ফলে চেন্নাই আক্রমণ থামানোর দায়িত্ব মেহতাব সিং এবং আসির আখতারের উপর । ট্রুল বলছেন, প্রতিপক্ষ চেন্নাই 4-3-3 ছকে খেলতে পছন্দ করে । প্রতিপক্ষের আক্রমণের তাল কাটতে ইস্টবেঙ্গল পালটা আক্রমণের ছক সাজাচ্ছেন তিনি । বোরহা গোমেজকে ছেড়ে দিয়ে আনসুমানা ক্রোমাকে দলে নেওয়া হয়েছে । তাই মার্কোসের সঙ্গে ক্রোমাকে জুড়ে দেওয়ার ইঙ্গিত লাল-হলুদ অনুশীলনে । জুয়ান মেরা গঞ্জালেস ও কোলাডোকে দুই উইংয়ে ব্যবহার করে মাঝমাঠে কাসিম আইদারা এবং লালরিনডিকা রালতেকে খেলানোর পরিকল্পনা ট্রুলের ।
ইস্টবেঙ্গলের পার্টটাইম কোচ বলছেন, তাঁরা কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন । তবে হাল ছাড়ছেন না ৷ আপাতত ম্যাচ ধরে এগোনোর পরিকল্পনা করেছেন । তাঁদের কাছে প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ ৷ এবং শূন্য হাতে যাতে ফিরতে না হয় সেদিকে দলকে সতর্ক করেছেন বর্তমানে লাল-হলুদের দায়িত্ব সামলানো ট্রুল ৷