কলকাতা, 24 ফেব্রুয়ারি : ট্রাও-এর বিরুদ্ধে পিছিয়ে পড়েও চার গোল । ইস্টবেঙ্গলকে নিয়ে ফের স্বপ্ন দেখা শুরু করেছে সমর্থকরা । পয়েন্ট টেবিলে চার নম্বরে উঠে এসেছে দল । ফলে অবনমনের শঙ্কায় যাঁরা ছিলেন, তাঁরাও অন্তত প্রথম তিনে দৌড় শেষ করার কথা বলছেন ।
ইস্টবেঙ্গলের পরের খেলা 29 ফেব্রুয়ারি । প্রতিপক্ষ চার্চিল ব্রাদার্স । এই ম্যাচ থেকে ইস্টবেঙ্গল কল্যাণী স্টেডিয়ামের পরিবর্তে যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলবে ।
ইন্ডিয়ান অ্যারোজ়ের পর ট্রাও FC-কে হারিয়ে ইস্টবেঙ্গল এখন আত্মবিশ্বাসী । কোচ মারিও রিবেরা বলছেন, তাঁরা পয়েন্ট টেবিল নিয়ে নয়, শুধু চার্চিল ম্যাচ নিয়ে ভাবছেন । সাজঘরের দমবন্ধ করা পরিবেশ আগেই দূর হয়েছিল । এবার খোলা হাওয়ায় যুক্ত হয়েছে আত্মবিশ্বাস । লাল-হলুদ কোচ অবশ্য ট্রাও ম্যাচ শেষ হওয়ার পর থেকেই চার্চিল ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন । তাই মণিপুর থেকে কলকাতায় এসেই বিশ্রামের বদলে দল নিয়ে অনুশীলনে নেমে পড়লেন রিবেরা । লিগের এই অবস্থায় দলকে ছুটি দিতে নারাজ তিনি ।
মোহনবাগানের কাছে ঘরের মাঠে পরাজিত হয়ে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তিন পয়েন্ট পেতে মরিয়া হবে চার্চিল । প্রতিপক্ষের মরিয়া ফুটবলের কথা জানেন মারিও । উইলিস প্লাজার দৌড় বন্ধ করার চ্যালেঞ্জ তার মাথায় রয়েছে । প্রথম ম্যাচে পরিবর্ত হিসেবে মাঠে নেমে ভরসা দিয়েছেন ভিক্টর আলেনসো । কার্যত তিনি মাঠে নামার পরে ঘুরে দাঁড়িয়েছিল ইস্টবেঙ্গল । ঘরের মাঠে চার্চিলের বিরুদ্ধে তাঁকে আরও ভালো ফর্মে পাওয়া যাবে বলে আশা করছেন সবাই । তবে শনিবারের ম্যাচে কার্ড সমস্যায় নেই কাশিম আইদারা । হাঁটুতে হালকা চোট রয়েছে মার্কোসের । তবে চিন্তার কিছু নেই বলে আশ্বস্ত করেছেন স্প্যানিশ স্ট্রাইকার নিজে ।
তাই পয়েন্ট টেবিলের অবস্থান নয়, ইস্টবেঙ্গলের পাখির চোখ শুধুই চার্চিল ম্যাচ ।