ETV Bharat / sports

মহমেডান-বধই পাখির চোখ আলেয়ান্দ্রোর - কলকাতা লিগ

গত দুদিন SAI ক্যাম্পাসে চুটিয়ে প্র্যাকটিসের পরে লাল হলুদ হেডস্যার বলছেন লিগের অঙ্ক মাথায় রেখেই চলছে প্র্যাকটিস ।

author img

By

Published : Sep 25, 2019, 3:25 PM IST

কলকাতা, 25 সেপ্টেম্বর : ইস্টবেঙ্গলের কলকাতা লিগ খেতাব জিততে দরকার দুটো জয় এবং ভালো গোল পার্থক্য । বিষয়টি আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া জানেন । আর জানেন বলেই প্রস্তুতির খোলস ছেড়ে ট্রফির অঙ্কে ইস্টবেঙ্গল কোচ । একবছরের কিছু বেশি সময় লাল হলুদের ডাগ আউটে বসেছেন । ট্রফির আলো তাঁর আমলে ঢোকেনি ক্লাবে । কিন্তু ভালো ফুটবলের সৌরভ পেশাদার মানসিকতা এসেছে লাল হলুদ শিবিরে । এবার এই দুইয়ে ভর দিয়ে ট্রফি ছোঁয়ার সুযোগ । আর সুযোগ যাতে হাতছাড়া না হয় সেজন্য অনুশীলনে কোনও ত্রুটি রাখতে রাজি নন । গত দুদিন SAI ক্যাম্পাসে চুটিয়ে প্র্যাকটিসের পরে লাল হলুদ হেডস্যার বলছেন লিগের অঙ্ক মাথায় রেখেই চলছে প্র্যাকটিস ।

সমালোচকরা যখন গেল গেল রব তুলেছিলেন তখনও নিজের অবস্থান থেকে সরেননি । মহমেডানের বিরুদ্ধে দলের দশ নম্বর ম্যাচ খেলতে নামার আগে লাল হলুদের স্প্যানিশ হেডস্যার বলছেন, "অনেকেই অনেক কথা বলেছিলেন । শেষে দেখা যাচ্ছে তিনটি দল খেতাবের দৌড়ে রয়েছে । আমরা দৌড়টা জিতেই শেষ করতে চাই ।" অবশ্য জিততে গেলে অনেক অঙ্ক কষে এগোতে হবে । শেষ দুটো ম্যাচ জিতলেই হবে না । গোল পার্থক্য বাড়াতে হবে । প্রশ্নটা যেন পরার অপেক্ষা । আলেয়ান্দ্রো জোরালো শটে গোল করার মত করে বললেন, "গোল সংখ্যা বাড়ানোর চেয়ে আমরা মহমেডানের বিরুদ্ধে জয়কে পাখির চোখ করছি ।"

মহমেডানের ম্যাচ দেখে প্রতিপক্ষ সম্বন্ধে হোমওয়ার্ক সেরে ফেলেছেন । বলা হচ্ছে কলকাতা লিগে জলকাদার মাঠে আফ্রিকান ফুটবলারদের গা-জোয়ারি ফুটবলে সাফল্য লুকিয়ে থাকে । আলেয়ান্দ্রো বিষয়টিকে মাছি তাড়ানোর ভঙ্গিতে উড়িয়ে বলেন, "মাঠেই এই প্রশ্নের জবাব মিলবে ।" ম্যাচের একাদশ নিয়ে জল্পনা রয়েছে । কারা খেলবেন মহমেডানের বিরুদ্ধে তার হদিশ থিংক ট্যাঙ্কের বাকি সদস্যদের অজানা ।

"কাশিমকে খেলাবে কি না প্রশ্ন করছেন । কিছুদিন আগে কোলাডোর না খেলা নিয়ে কথা উঠেছিল । একটা কথা বলতে পারি আমার দলের সব ফুটবলার মহমেডান ম্যাচের জন্য তৈরি ।" দলের প্রতি আস্থা সূচক বিবৃতি আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়ার । কোচের কথায় দলের মানসিকতা পরিষ্কার । তিনটি ম্যাচ জিতে আত্মবিশ্বাসী দীপেন্দু বিশ্বাসের মহমেডানের জন্যে কঠিন প্রশ্নপত্র তৈরি রাখছেন । স্প্যানিশ আর্মাডা বনাম আফ্রো-বাঙালিয়ানার দ্বৈরথ ঘিরে ময়দানের পারদ চড়ছে ।

কলকাতা, 25 সেপ্টেম্বর : ইস্টবেঙ্গলের কলকাতা লিগ খেতাব জিততে দরকার দুটো জয় এবং ভালো গোল পার্থক্য । বিষয়টি আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া জানেন । আর জানেন বলেই প্রস্তুতির খোলস ছেড়ে ট্রফির অঙ্কে ইস্টবেঙ্গল কোচ । একবছরের কিছু বেশি সময় লাল হলুদের ডাগ আউটে বসেছেন । ট্রফির আলো তাঁর আমলে ঢোকেনি ক্লাবে । কিন্তু ভালো ফুটবলের সৌরভ পেশাদার মানসিকতা এসেছে লাল হলুদ শিবিরে । এবার এই দুইয়ে ভর দিয়ে ট্রফি ছোঁয়ার সুযোগ । আর সুযোগ যাতে হাতছাড়া না হয় সেজন্য অনুশীলনে কোনও ত্রুটি রাখতে রাজি নন । গত দুদিন SAI ক্যাম্পাসে চুটিয়ে প্র্যাকটিসের পরে লাল হলুদ হেডস্যার বলছেন লিগের অঙ্ক মাথায় রেখেই চলছে প্র্যাকটিস ।

সমালোচকরা যখন গেল গেল রব তুলেছিলেন তখনও নিজের অবস্থান থেকে সরেননি । মহমেডানের বিরুদ্ধে দলের দশ নম্বর ম্যাচ খেলতে নামার আগে লাল হলুদের স্প্যানিশ হেডস্যার বলছেন, "অনেকেই অনেক কথা বলেছিলেন । শেষে দেখা যাচ্ছে তিনটি দল খেতাবের দৌড়ে রয়েছে । আমরা দৌড়টা জিতেই শেষ করতে চাই ।" অবশ্য জিততে গেলে অনেক অঙ্ক কষে এগোতে হবে । শেষ দুটো ম্যাচ জিতলেই হবে না । গোল পার্থক্য বাড়াতে হবে । প্রশ্নটা যেন পরার অপেক্ষা । আলেয়ান্দ্রো জোরালো শটে গোল করার মত করে বললেন, "গোল সংখ্যা বাড়ানোর চেয়ে আমরা মহমেডানের বিরুদ্ধে জয়কে পাখির চোখ করছি ।"

মহমেডানের ম্যাচ দেখে প্রতিপক্ষ সম্বন্ধে হোমওয়ার্ক সেরে ফেলেছেন । বলা হচ্ছে কলকাতা লিগে জলকাদার মাঠে আফ্রিকান ফুটবলারদের গা-জোয়ারি ফুটবলে সাফল্য লুকিয়ে থাকে । আলেয়ান্দ্রো বিষয়টিকে মাছি তাড়ানোর ভঙ্গিতে উড়িয়ে বলেন, "মাঠেই এই প্রশ্নের জবাব মিলবে ।" ম্যাচের একাদশ নিয়ে জল্পনা রয়েছে । কারা খেলবেন মহমেডানের বিরুদ্ধে তার হদিশ থিংক ট্যাঙ্কের বাকি সদস্যদের অজানা ।

"কাশিমকে খেলাবে কি না প্রশ্ন করছেন । কিছুদিন আগে কোলাডোর না খেলা নিয়ে কথা উঠেছিল । একটা কথা বলতে পারি আমার দলের সব ফুটবলার মহমেডান ম্যাচের জন্য তৈরি ।" দলের প্রতি আস্থা সূচক বিবৃতি আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়ার । কোচের কথায় দলের মানসিকতা পরিষ্কার । তিনটি ম্যাচ জিতে আত্মবিশ্বাসী দীপেন্দু বিশ্বাসের মহমেডানের জন্যে কঠিন প্রশ্নপত্র তৈরি রাখছেন । স্প্যানিশ আর্মাডা বনাম আফ্রো-বাঙালিয়ানার দ্বৈরথ ঘিরে ময়দানের পারদ চড়ছে ।

Intro:EbBody:PreviewConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.