কলকাতা, 25 জুন : শুধু শতবর্ষ যাপন নয়, সামাজিক দায়বদ্ধতাও রয়েছে ক্লাবের । কোরোনা সংক্রমণে স্তব্ধ ক্রীড়াদুনিয়া । তার মাঝেই অন্যভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ইস্টবেঙ্গল । এবার বাজারে মাস্ক ও স্যানিটাইজ়ার নিয়ে এল লাল-হলুদ ক্লাব ।
আজ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে ক্লাবের তরফে দেড়লাখ মাস্ক এবং স্যানিটাইজ়ার দেওয়ার কথা ঘোষণা করা হয় । রাজ্য ক্রীড়া দপ্তরের মাধ্যমে ক্রীড়াপ্রেমী মানুষ এবং ক্রীড়াব্যক্তিত্বদের হাতে এই মাস্ক এবং স্যানিটাইজ়ার তুলে দেওয়া হবে । তবে কোনও ব্যক্তি বা সংস্থার যদি অতিরিক্ত মাস্ক বা স্যানিটাইজার দরকার হয়, সেক্ষেত্রে ক্লাব তার ব্যবস্থা করবে । মাস্ক এবং স্যানিটাইজ়ারের কম্বো প্যাকের দাম করা হয়েছে পঁচিশ টাকা । আজ একথা জানিয়েছেন লাল হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার ।
FIFA কোরোনা সংক্রমণের প্রথম পর্বে সচেতনা গড়ে তুলতে কলকাতার দুই প্রধানের জনপ্রিয়তাকে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছিল । তবে সেই উদ্যোগের সঙ্গে দেবব্রত সরকার ইস্টবেঙ্গলের কর্মসূচিকে মেলাতে চান না । ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস শতবর্ষে ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন । ইস্টবেঙ্গল সচিব কল্যান মজুমদার জানিয়েছেন, তাঁদের ক্লাব কোনওদিনই সামাজিক দায়িত্ব এড়িয়ে যায়নি । তাই এই সংকটেও পিছিয়ে যাওয়ার কথা না ভেবে সামাজিক দায়িত্ব পালনের চেষ্টা করা হচ্ছে । ইতিমধ্যে বিভিন্ন ফ্যান ক্লাবে ইস্টবেঙ্গলের লোগো সম্বলিত মাস্ক বিক্রি করছে । দেবব্রত সরকার বলেন, "যাঁরা মাস্ক ও স্যানিটাইজ়ার বিক্রি করছেন বা কিনছেন, তাঁরা ক্লাব থেকে মাস্ক এবং স্যানিটাইজ়ার সংগ্রহ করুন । তাতে ক্লাবই উপকৃত হবে ।"