ETV Bharat / sports

বিজয়বর্গীয়র সঙ্গে বৈঠককে রাজনৈতিক রং দেওয়ায় ক্ষুব্ধ ইস্টবেঙ্গল - kolkata

ISL নিয়ে সমস্যার হাল খুঁজতে শুক্রবার BJP নেতা কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে আলোচনায় বসেছিলেন দুই ক্লাবের কর্তারা । তবে পুরো বিষয়টিকে যেভাবে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে তাতে ক্ষুব্ধ ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ।

বিজয়বর্গীয়র সঙ্গে আলোচনাকে রাজনৈতিক রং দেওয়ার বিরোধিতায় ইস্টবেঙ্গল
author img

By

Published : Jul 14, 2019, 5:05 AM IST

Updated : Jul 14, 2019, 5:18 AM IST

কলকাতা, 14 জুলাই : ইস্টবেঙ্গল, মোহনবাগান যে লিগে খেলে সেটাই একনম্বর । তাই ISL-কে ফেডারেশনের একনম্বরের স্বীকৃতি দেওয়া নিয়ে মাথা ঘামাতে রাজি নন লাল হলুদ কর্তারা । গতকাল সহসচিব ডাক্তার শান্তিরঞ্জন দাশগুপ্তকে পাশে বসিয়ে শীর্ষকর্তা দেবব্রত সরকার ইস্টবেঙ্গল ক্লাবের অবস্থান ব্যাখ্যা করেন ।

দেবব্রত সরকারের মতে, গত একশো বছর বাংলার দুই প্রধান ভারতীয় ফুটবলের ধারক বাহক । তাদের বাদ দিয়ে দেশে কোনও লিগ, টুর্নামেন্ট হতে পারে না । তাই AIFF তাদের বাণিজ্যিক স্বার্থে কী অবস্থান নিচ্ছে তা অমূলক । কিন্তু প্রতিটি পদক্ষেপের একটা অবস্থানগত দিক রয়েছে । তাই আই লিগের শীর্ষ লিগের তকমা কেড়ে নেওয়ার বিরোধিতায় লালহলুদ কর্তারা ।

সমস্যার হাল খুঁজতে শুক্রবার BJP-র কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে আলোচনায় বসেছিলেন দুই ক্লাবের কর্তারা । দেবব্রত সরকার জানান, এক প্রাক্তন ফুটবলারের উদ্যোগ ও অনুরোধে তাঁরা সেই বৈঠকে অংশ নিয়ছিলেন । সর্বভারতীয় নেতাকে নিজেদের আর্জি ও সমস্যা জানিয়েছেন । সমস্যা মেটানোর আশ্বাসে তাঁরা খুশি । তবে পুরো বিষয়টিকে যেভাবে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে তার বিরোধিতা করছে ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ। তাঁর অভিযোগ, ফুটবলের স্বার্থে হওয়া এই বৈঠককে যারা রাজনৈতিক রং দিচ্ছে, তারা ফুটবলকে হত্যা করছে ।

দেবব্রতবাবু বলেন, "ইস্টবেঙ্গল ক্লাব কোনও রাজনৈতিক রঙে বিশ্বাস করে না । আমাদের রঙে সব ব্যক্তিত্বই আছেন । সেখানে শাসক-বিরোধীর বিভাজন নেই । তা ছাড়া রাজ্যের বর্তমান প্রশাসন যেভাবে বাংলার ফুটবলের উন্নতিতে সাহায্য করেছে তা আগে হয়নি । পরিকাঠামোর উন্নয়ন ও ফুটবলকেন্দ্রিক যাবতীয় লড়াইয়ে বর্তমান রাজ্য প্রশাসন পাশে দাঁড়িয়েছে । তাই এই ঘটনাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টার বিরোধিতা করছে ইস্টবেঙ্গল ক্লাব ।"

কলকাতা, 14 জুলাই : ইস্টবেঙ্গল, মোহনবাগান যে লিগে খেলে সেটাই একনম্বর । তাই ISL-কে ফেডারেশনের একনম্বরের স্বীকৃতি দেওয়া নিয়ে মাথা ঘামাতে রাজি নন লাল হলুদ কর্তারা । গতকাল সহসচিব ডাক্তার শান্তিরঞ্জন দাশগুপ্তকে পাশে বসিয়ে শীর্ষকর্তা দেবব্রত সরকার ইস্টবেঙ্গল ক্লাবের অবস্থান ব্যাখ্যা করেন ।

দেবব্রত সরকারের মতে, গত একশো বছর বাংলার দুই প্রধান ভারতীয় ফুটবলের ধারক বাহক । তাদের বাদ দিয়ে দেশে কোনও লিগ, টুর্নামেন্ট হতে পারে না । তাই AIFF তাদের বাণিজ্যিক স্বার্থে কী অবস্থান নিচ্ছে তা অমূলক । কিন্তু প্রতিটি পদক্ষেপের একটা অবস্থানগত দিক রয়েছে । তাই আই লিগের শীর্ষ লিগের তকমা কেড়ে নেওয়ার বিরোধিতায় লালহলুদ কর্তারা ।

সমস্যার হাল খুঁজতে শুক্রবার BJP-র কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে আলোচনায় বসেছিলেন দুই ক্লাবের কর্তারা । দেবব্রত সরকার জানান, এক প্রাক্তন ফুটবলারের উদ্যোগ ও অনুরোধে তাঁরা সেই বৈঠকে অংশ নিয়ছিলেন । সর্বভারতীয় নেতাকে নিজেদের আর্জি ও সমস্যা জানিয়েছেন । সমস্যা মেটানোর আশ্বাসে তাঁরা খুশি । তবে পুরো বিষয়টিকে যেভাবে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে তার বিরোধিতা করছে ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ। তাঁর অভিযোগ, ফুটবলের স্বার্থে হওয়া এই বৈঠককে যারা রাজনৈতিক রং দিচ্ছে, তারা ফুটবলকে হত্যা করছে ।

দেবব্রতবাবু বলেন, "ইস্টবেঙ্গল ক্লাব কোনও রাজনৈতিক রঙে বিশ্বাস করে না । আমাদের রঙে সব ব্যক্তিত্বই আছেন । সেখানে শাসক-বিরোধীর বিভাজন নেই । তা ছাড়া রাজ্যের বর্তমান প্রশাসন যেভাবে বাংলার ফুটবলের উন্নতিতে সাহায্য করেছে তা আগে হয়নি । পরিকাঠামোর উন্নয়ন ও ফুটবলকেন্দ্রিক যাবতীয় লড়াইয়ে বর্তমান রাজ্য প্রশাসন পাশে দাঁড়িয়েছে । তাই এই ঘটনাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টার বিরোধিতা করছে ইস্টবেঙ্গল ক্লাব ।"

Intro:ইস্টবেঙ্গল মোহনবাগান যে লিগে খেলে সেটাই একনম্বর।তাই আইএসএল কে ফেডারেশনের একনম্বরের স্বীকৃতি নিয়ে মাথা ঘামাতে রাজি নন লাল হলুদ কর্তারা। সহসচিব ডাক্তার শান্তি রঞ্জন দাশগুপ্ত কে পাশে বসিয়ে শীর্ষকর্তা দেবব্রত সরকার ইস্টবেঙ্গল ক্লাবের অবস্থান ব্যাখ্যা করেন। তার মতে গত একশো বছর বাংলার দুই প্রধান ভারতীয় ফুটবলের ধারক বাহক। তাদের বাদ দিয়ে দেশে কোনও লিগ, টুর্নামেন্ট হতে পারে না।তাই এআইএফ এফ তাদের বানিজ্যিক স্বার্থে কি অবস্থান নিচ্ছে তা অমূলক।কিন্তু প্রতিটি পদক্ষেপের একটা অবস্থান গত দিক রয়েছে। তার পেছনে যুক্তিগ্রাহ্য কারন রয়েছে।যার প্রভাব সূদুর প্রসারিত। তাই আই লিগকে শীর্ষ লিগের তকমা কেড়ে নেওয়ার বিরোধিতা য় লাল হলুদ কর্তারা। শুক্রবার সমস্যার হাল খুজতে বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গী য়র সঙ্গে আলোচনা য় বসেছিলেন ইস্ট মোহনের কর্তারা। দেবব্ত সরকার বলছেন কোনও এক প্রাক্তন ফুটবলারের উদ্যোগ ও অনুরোধে তারা সেই বৈঠকে অংশ নিয়ছিলেন। সর্বভারতীয় নেতার সম্মানে নিজেদের আর্জি ও সমস্যা জানিয়েছেন। সমস্যা মেটানোর আশ্বাসে খুশি। তবে পুরো বিষয়টিকে যেভাবে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে তার বিরোধী তা করছে ইস্টবেঙ্গল ক্লাব। কারন ইস্টবেঙ্গল ক্লাব কোনও রাজনৈতিক রংয়ে বিশ্বাস করেনা। তাদের রংয়ে সব ব্যক্তিত্বই আছেন। সেখানে শাসক বিরোধী র বিভাজন নেই। তাছাড়া রাজ্যের বর্তমান প্রশাসন যেভাবে বাংলার ফুটবলের উন্নতি তে সাহায্য করেছে তা আগে হয়নি। পরিকাঠামোর উন্নয়ন ও ফুটবল কেন্দ্রিক যাবতীয় লড়াইয়ে বর্তমান রাজ্য প্রশাসন পাশে দাঁড়িয়ে ছে।তাই রাজনৈতিক রং এর চেষ্টা র বিরোধিতা য় ইস্টবেঙ্গল ক্লাব। প্রসঙ্গত দুই প্রধানের সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতার বৈঠক ঘিরে ময়দানে বিতর্ক তৈরি হয়েছে।মোহনবাগান ক্লাব গেটে মুখ্যমন্ত্রী র ছবির কাটআউট বসে। যা সন্ধ্যায় খুলে নেওয়া হয়।


Body:আইলিগ ও আইএসএল এর বিরোধিতা য় তৈরি হওয়া জটের মধ্যে ইস্টবেঙ্গল জুড়ে এখন ক্লাব শতবার্ষিকীর পরিকল্পনা। কপিলদেবকে ভারত গৌরব সম্মান দেওয়ার সিদ্ধান্ত প্রায় পাকা। এরই মধ্যে নোবেলজয়ী অর্থনীতি বিদ অমর্ত্য সেনের শুভেচ্ছা বার্তা অনুষ্ঠানে প্রকাশ করার সিদ্ধান্ত নিল ইস্টবেঙ্গল।


Conclusion:
Last Updated : Jul 14, 2019, 5:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.