কলকাতা, 1 ফেব্রুয়ারি: বড় ম্যাচে হারের ধাক্কা সরিয়ে ফের জয়ের খোঁজে এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। বুধবার তাদের প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি। সাধারণত ডার্বির হারের ধাক্কা কাটিয়ে ভাল পারফরম্যান্স করা সবসময় কঠিন চ্যালেঞ্জ। লাল-হলুদ আইএসএল মঞ্চে যে অবস্থায় দাঁড়িয়ে, সেখানে অবস্থাটি 'অন্ধের কিবা দিন, কিবা রাত'-এর মত। তবে ধারাবাহিক ব্যর্থতায় অন্ধকারে এসসি ইস্টবেঙ্গল ব্রিগেড আলোর খোঁজ চালিয়ে যাচ্ছে। মাঠে নামার 24 ঘণ্টা আগে কোচ মারিও রিবেইরো বলছেন, হার বা জয়ের উপর মানসিকতা নির্ভর করে না। পারফরম্যান্সের গুণগত মানের উপর সবকিছু নির্ভর করে। তাই ডার্বিতে হারলেও দলের লড়াকু ফুটবলারদের থেকে তারা ঘুরে দাঁড়ানোর রসদ খুঁজছেন।
ডার্বির প্রথমার্ধের পারফরম্যান্সে ছিল প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই। বিরতির পরে সেই পারফরম্যান্সই টাল খেতে থাকে। রক্ষণের ছোট ভুল বা অসতর্কতা কাজে লাগিয়ে এটিকে মোহনবাগান পিছিয়ে থেকেও ম্যাচ বের করে নিয়ে যায়। শেষের দিকের ছোট ভুলে বড় ধাক্কার জেরে হীরা মণ্ডলের মত ফুটবলাররাও ভেঙে পড়েছিলেন। তাঁকে স্বান্তনা দিয়ে ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া দলে শুরু হলেও তার বাস্তবায়ন হল কিনা তা চেন্নাইয়িনের বিরুদ্ধে ম্যাচের পরেই বলা সম্ভব হবে।
আরও পড়ুন: দ্বিতীয় গোলটাই সেরা বলছেন কিয়ান নাসিরি
পয়েন্ট টেবিলের তলানি থেকে উপরের দিকে শেষ করার একটা চেষ্টা লাল-হলুদ ম্যানেজমেন্ট এবং দলের সদস্যরা করছেন। নতুন ফুটবলারদের লিয়েনে নিয়ে আসা হচ্ছে। এখন দেখার এই খামতি দূর করা যায় কিনা। কোনও সন্দেহ নেই পেরোসোভিচ এবং মার্সেলোর যোগদানে আক্রমণভাগে কিছুটা হলেও তীক্ষ্মতা বেড়েছে। কোচ মারিও রিবেইরো বলছেন, "ভাষা সমস্যার জন্য দু'জনের বোঝাপড়ায় সমস্যা থাকলেও তা দ্রুত দূর করা হবে। চেন্নাইয়িনের বিরুদ্ধে মাঝমাঠের কার্যকারিতা বাড়াতে স্প্যানিশ মিডফিল্ডার সোতাকে প্রথম একাদশে দেখা যেতে পারে।’’ তাই ডার্বির ধাক্কা সরিয়ে সাফল্য পেতে লাল-হলুদের ভরসা শুধুই লড়াই।