ETV Bharat / sports

সমস্যা সরিয়ে ছন্দে ফেরার লক্ষ্যে লাল-হলুদ

গত ছয় ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ খেলার ঝক্কি দলের ছন্দে প্রভাব ফেলেছে একথাও মনে করেন কোচ । ডিফেন্ডারদের ভুলে গোল হজম করতে হচ্ছে এই কথা মেনে নিয়ে, সাহস এবং ইচ্ছেশক্তির মধ্যে আশার আলো দেখছেন ফাওলার । এই পরিস্থিতিতে রাজু গায়কোয়াড়ের অনুপস্থিতি বড় সমস্যা ইস্টবেঙ্গল থিঙ্কট্যাঙ্কের ।

ফাওলার
ফাওলার
author img

By

Published : Jan 16, 2021, 10:06 PM IST

কলকাতা, 16 জানুয়ারি : খারাপ খেললেও একটা পয়েন্ট নিয়ে খেলা শেষ করার মধ্যেই আশার আলো দেখছেন রবি ফাওলার । সোমবার চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে খেলতে নামবে এসসি ইস্টবেঙ্গল । তার আগে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে করা ভুলগুলিকে শুধরে নেওয়ার চেষ্টায় লাল হলুদ শিবির ।

কেরালার বিরুদ্ধে জিততে না পারায় ইস্টবেঙ্গল হেডস্যারের গলায় হতাশার সুর । তবে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে পয়েন্ট পাওয়ার মধ্যে ইতিবাচক দিক খুঁজছেন তিনি । তিন পয়েন্ট খোয়ানোর বদলে একটা পয়েন্ট এসেছে । সেই এর পয়েন্টেরই মূল্য দিচ্ছেন ফাওলার । পিছিয়ে পড়ার পর দলের ভারসাম্য নড়ে যাওয়ার ব্যাপারটি স্বীকার করেছেন তিনি । গত ছয় ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ খেলার ঝক্কি দলের ছন্দে প্রভাব ফেলেছে একথাও মনে করেন কোচ । ডিফেন্ডারদের ভুলে গোল হজম করতে হচ্ছে এই কথা মেনে নিয়ে, সাহস এবং ইচ্ছেশক্তির মধ্যে আশার আলো দেখছেন ফাওলার ।

এই পরিস্থিতিতে রাজু গায়কোয়াড়ের অনুপস্থিতি বড় সমস্যা ইস্টবেঙ্গল থিঙ্কট্যাঙ্কের । চেন্নাই, মুম্বই সিটি এফসি এবং এফসি গোয়ার পরপর খেলা । এই তিন ম্যাচের পারফরম্যান্স ইস্টবেঙ্গলের প্লে অফে যাওয়ার সম্ভাবনার ছবি তৈরি করে দেবে । তাই রক্ষণের ত্রুটি শুধরে নেওয়ার পাশাপাশি আক্রমণেও ভুল না থাকাও এখন বড় চ্যালেঞ্জ ফাওলারের । কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে মাঠে নামার আগে রাজু গায়কোয়াড় ছিটকে গিয়েছিলেন । শেষ খবর অনুযায়ী, ভারতীয় ডিফেন্ডারকে সুস্থ করার চেষ্টা চললেও তা সফল হওয়ার সম্ভাবনা কম । হালকা অনুশীলন করেছেন রাজু । তাঁর পেশির চোটের গভীরতা দেখা হচ্ছে । ফলে সোমবার চেন্নাইয়িনের বিরুদ্ধে তাঁকে পাওয়া যাওয়ার ব্যাপারে রয়েছে বড় প্রশ্ন চিহ্ন ।

আরও পড়ুন : হারের ধাক্কা সরিয়ে জয়ের খোঁজে এটিকে মোহনবাগান

অধিনায়ক ড্যানিয়েল ফক্স দলের খারাপ পারফরম্যান্স এর কথা মানছেন । একই সঙ্গে ঘুরে দাড়ানোর কথাও তাঁর মুখে । কোচ রবি ফাওলার বলেছেন, তাঁর দল কি করতে পারে তা ইতিমধ্যে দেখা গিয়েছে।

কলকাতা, 16 জানুয়ারি : খারাপ খেললেও একটা পয়েন্ট নিয়ে খেলা শেষ করার মধ্যেই আশার আলো দেখছেন রবি ফাওলার । সোমবার চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে খেলতে নামবে এসসি ইস্টবেঙ্গল । তার আগে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে করা ভুলগুলিকে শুধরে নেওয়ার চেষ্টায় লাল হলুদ শিবির ।

কেরালার বিরুদ্ধে জিততে না পারায় ইস্টবেঙ্গল হেডস্যারের গলায় হতাশার সুর । তবে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে পয়েন্ট পাওয়ার মধ্যে ইতিবাচক দিক খুঁজছেন তিনি । তিন পয়েন্ট খোয়ানোর বদলে একটা পয়েন্ট এসেছে । সেই এর পয়েন্টেরই মূল্য দিচ্ছেন ফাওলার । পিছিয়ে পড়ার পর দলের ভারসাম্য নড়ে যাওয়ার ব্যাপারটি স্বীকার করেছেন তিনি । গত ছয় ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ খেলার ঝক্কি দলের ছন্দে প্রভাব ফেলেছে একথাও মনে করেন কোচ । ডিফেন্ডারদের ভুলে গোল হজম করতে হচ্ছে এই কথা মেনে নিয়ে, সাহস এবং ইচ্ছেশক্তির মধ্যে আশার আলো দেখছেন ফাওলার ।

এই পরিস্থিতিতে রাজু গায়কোয়াড়ের অনুপস্থিতি বড় সমস্যা ইস্টবেঙ্গল থিঙ্কট্যাঙ্কের । চেন্নাই, মুম্বই সিটি এফসি এবং এফসি গোয়ার পরপর খেলা । এই তিন ম্যাচের পারফরম্যান্স ইস্টবেঙ্গলের প্লে অফে যাওয়ার সম্ভাবনার ছবি তৈরি করে দেবে । তাই রক্ষণের ত্রুটি শুধরে নেওয়ার পাশাপাশি আক্রমণেও ভুল না থাকাও এখন বড় চ্যালেঞ্জ ফাওলারের । কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে মাঠে নামার আগে রাজু গায়কোয়াড় ছিটকে গিয়েছিলেন । শেষ খবর অনুযায়ী, ভারতীয় ডিফেন্ডারকে সুস্থ করার চেষ্টা চললেও তা সফল হওয়ার সম্ভাবনা কম । হালকা অনুশীলন করেছেন রাজু । তাঁর পেশির চোটের গভীরতা দেখা হচ্ছে । ফলে সোমবার চেন্নাইয়িনের বিরুদ্ধে তাঁকে পাওয়া যাওয়ার ব্যাপারে রয়েছে বড় প্রশ্ন চিহ্ন ।

আরও পড়ুন : হারের ধাক্কা সরিয়ে জয়ের খোঁজে এটিকে মোহনবাগান

অধিনায়ক ড্যানিয়েল ফক্স দলের খারাপ পারফরম্যান্স এর কথা মানছেন । একই সঙ্গে ঘুরে দাড়ানোর কথাও তাঁর মুখে । কোচ রবি ফাওলার বলেছেন, তাঁর দল কি করতে পারে তা ইতিমধ্যে দেখা গিয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.