কলকাতা, 25 অগাস্ট : ডুরান্ড এখন অতীত ৷ লাল-হলুদ কোচের নজর এখন কলকাতা লিগে ৷ লিগের শুরুটা ভাল হয়নি ৷ দ্বিতীয় ম্যাচে লাল-হলুদের সামনে কলকাতা প্রিমিয়ার লিগের A বিভাগে প্রথমবার খেলার যোগ্যতা অর্জন করা BSS। প্রথম ম্যাচে দলের পারফরমেন্স হতাশ করেছিল সমর্থকদের । দ্বিতীয় ম্যাচ থেকে তাই নিজেদের মেলে ধরতে চাইছে লাল-হলুদ শিবির।
একে তো একজন বিদেশি নিয়ে নিয়ে দল নামাতে হয়েছিল, তার উপর শেষ মুহূর্তে গোল হজম আলেয়ান্দ্রোর কপালে চওড়া ভাঁজ ফেলেছিল । যা নিয়ে ম্যাচ শেষে উষ্মাও প্রকাশ করেছিলেন তিনি । এর পর মাঝের কয়েক দিনে ছবিটা অনেকটাই বদলেছে । BSS ম্যাচে প্রথম একাদশে বিদেশির কোটা পূরণ করতে পারবেন তিনি । গোল করার লোক বাড়াতে ইতিমধ্যেই স্প্যানিশ স্ট্রাইকার মার্কোসকে সই করিয়েছে ইস্টবেঙ্গল ৷
চলতি মরশুমে আই-লিগ ও সুপার কাপকে পাখির চোখ করেছেন ইস্টবেঙ্গল কোচ । ডুরান্ড ও কলকাতা লিগকে প্রস্তুতি টুর্নামেন্ট হিসেবে দেখার কথা শুরুতেই বলেছিলেন । তাই ডুরান্ডের সেমিফাইনালের হারকে ধাক্কা হিসেবে না দেখছেন না আলেয়ান্দ্রো ৷ এই হার থেকে ভুল শুধরে নিতে চান তিনি ৷
এক বছর ধরে ভারতীয় ক্লাব ফুটবলে কোচিং করানোর অভিজ্ঞতায় আলেয়ান্দ্রো বুঝতে পেরেছেন সদস্য-সমর্থকদের মনোভাব । তাই আই-লিগ নিয়ে পরিকল্পনার কথা বললেও কলকাতা লিগে এবং ডার্বিতে সাফল্য আনার প্রত্যয় তাঁর গলায় ৷
1লা সেপ্টেম্বর মরশুমের প্রথম ডার্বি । তার আগে দুটো ম্যাচ রয়েছে । আজ BSS-এর বিরুদ্ধে নামার পরে বুধবার এরিয়ান ম্যাচ । BSS ম্যাচে ডুরান্ডের সেমিফাইনালের একাদশে পরিবর্তন আনছেন লাল-হলুদ কোচ ৷ ডুরান্ডের ব্যর্থতা ভুলে কলকাতা লিগে এবার অন্য লড়াই লাল-হলুদের ৷