ETV Bharat / sports

ডুরান্ডের ব্যর্থতা অতীত, লাল-হলুদের নজর এখন কলকাতা লিগে - Football

ডুরান্ড এখন অতীত ৷ লাল-হলুদ কোচের নজর এখন কলকাতা লিগে ৷ লিগের শুরুটা ভাল হয়নি ৷ দ্বিতীয় ম্যাচে লাল-হলুদের সামনে কলকাতা প্রিমিয়ার লিগের A বিভাগে প্রথমবার খেলার যোগ্যতা অর্জন করা BSS।

ইস্টবেঙ্গল
author img

By

Published : Aug 25, 2019, 1:59 AM IST

কলকাতা, 25 অগাস্ট : ডুরান্ড এখন অতীত ৷ লাল-হলুদ কোচের নজর এখন কলকাতা লিগে ৷ লিগের শুরুটা ভাল হয়নি ৷ দ্বিতীয় ম্যাচে লাল-হলুদের সামনে কলকাতা প্রিমিয়ার লিগের A বিভাগে প্রথমবার খেলার যোগ্যতা অর্জন করা BSS। প্রথম ম্যাচে দলের পারফরমেন্স হতাশ করেছিল সমর্থকদের । দ্বিতীয় ম্যাচ থেকে তাই নিজেদের মেলে ধরতে চাইছে লাল-হলুদ শিবির।

একে তো একজন বিদেশি নিয়ে নিয়ে দল নামাতে হয়েছিল, তার উপর শেষ মুহূর্তে গোল হজম আলেয়ান্দ্রোর কপালে চওড়া ভাঁজ ফেলেছিল । যা নিয়ে ম্যাচ শেষে উষ্মাও প্রকাশ করেছিলেন তিনি । এর পর মাঝের কয়েক দিনে ছবিটা অনেকটাই বদলেছে । BSS ম্যাচে প্রথম একাদশে বিদেশির কোটা পূরণ করতে পারবেন তিনি । গোল করার লোক বাড়াতে ইতিমধ্যেই স্প্যানিশ স্ট্রাইকার মার্কোসকে সই করিয়েছে ইস্টবেঙ্গল ৷

চলতি মরশুমে আই-লিগ ও সুপার কাপকে পাখির চোখ করেছেন ইস্টবেঙ্গল কোচ । ডুরান্ড ও কলকাতা লিগকে প্রস্তুতি টুর্নামেন্ট হিসেবে দেখার কথা শুরুতেই বলেছিলেন । তাই ডুরান্ডের সেমিফাইনালের হারকে ধাক্কা হিসেবে না দেখছেন না আলেয়ান্দ্রো ৷ এই হার থেকে ভুল শুধরে নিতে চান তিনি ৷

এক বছর ধরে ভারতীয় ক্লাব ফুটবলে কোচিং করানোর অভিজ্ঞতায় আলেয়ান্দ্রো বুঝতে পেরেছেন সদস্য-সমর্থকদের মনোভাব । তাই আই-লিগ নিয়ে পরিকল্পনার কথা বললেও কলকাতা লিগে এবং ডার্বিতে সাফল্য আনার প্রত্যয় তাঁর গলায় ৷

1লা সেপ্টেম্বর মরশুমের প্রথম ডার্বি । তার আগে দুটো ম্যাচ রয়েছে । আজ BSS-এর বিরুদ্ধে নামার পরে বুধবার এরিয়ান ম্যাচ । BSS ম্যাচে ডুরান্ডের সেমিফাইনালের একাদশে পরিবর্তন আনছেন লাল-হলুদ কোচ ৷ ডুরান্ডের ব্যর্থতা ভুলে কলকাতা লিগে এবার অন্য লড়াই লাল-হলুদের ৷

কলকাতা, 25 অগাস্ট : ডুরান্ড এখন অতীত ৷ লাল-হলুদ কোচের নজর এখন কলকাতা লিগে ৷ লিগের শুরুটা ভাল হয়নি ৷ দ্বিতীয় ম্যাচে লাল-হলুদের সামনে কলকাতা প্রিমিয়ার লিগের A বিভাগে প্রথমবার খেলার যোগ্যতা অর্জন করা BSS। প্রথম ম্যাচে দলের পারফরমেন্স হতাশ করেছিল সমর্থকদের । দ্বিতীয় ম্যাচ থেকে তাই নিজেদের মেলে ধরতে চাইছে লাল-হলুদ শিবির।

একে তো একজন বিদেশি নিয়ে নিয়ে দল নামাতে হয়েছিল, তার উপর শেষ মুহূর্তে গোল হজম আলেয়ান্দ্রোর কপালে চওড়া ভাঁজ ফেলেছিল । যা নিয়ে ম্যাচ শেষে উষ্মাও প্রকাশ করেছিলেন তিনি । এর পর মাঝের কয়েক দিনে ছবিটা অনেকটাই বদলেছে । BSS ম্যাচে প্রথম একাদশে বিদেশির কোটা পূরণ করতে পারবেন তিনি । গোল করার লোক বাড়াতে ইতিমধ্যেই স্প্যানিশ স্ট্রাইকার মার্কোসকে সই করিয়েছে ইস্টবেঙ্গল ৷

চলতি মরশুমে আই-লিগ ও সুপার কাপকে পাখির চোখ করেছেন ইস্টবেঙ্গল কোচ । ডুরান্ড ও কলকাতা লিগকে প্রস্তুতি টুর্নামেন্ট হিসেবে দেখার কথা শুরুতেই বলেছিলেন । তাই ডুরান্ডের সেমিফাইনালের হারকে ধাক্কা হিসেবে না দেখছেন না আলেয়ান্দ্রো ৷ এই হার থেকে ভুল শুধরে নিতে চান তিনি ৷

এক বছর ধরে ভারতীয় ক্লাব ফুটবলে কোচিং করানোর অভিজ্ঞতায় আলেয়ান্দ্রো বুঝতে পেরেছেন সদস্য-সমর্থকদের মনোভাব । তাই আই-লিগ নিয়ে পরিকল্পনার কথা বললেও কলকাতা লিগে এবং ডার্বিতে সাফল্য আনার প্রত্যয় তাঁর গলায় ৷

1লা সেপ্টেম্বর মরশুমের প্রথম ডার্বি । তার আগে দুটো ম্যাচ রয়েছে । আজ BSS-এর বিরুদ্ধে নামার পরে বুধবার এরিয়ান ম্যাচ । BSS ম্যাচে ডুরান্ডের সেমিফাইনালের একাদশে পরিবর্তন আনছেন লাল-হলুদ কোচ ৷ ডুরান্ডের ব্যর্থতা ভুলে কলকাতা লিগে এবার অন্য লড়াই লাল-হলুদের ৷

Intro:ডুরান্ড কাপের ফাইনালের দিন সকালে পূর্বাঞ্চলীয় সাই সেন্টারের ঘেরাটোপে আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া ও তার ছেলেরা। উদ্দেশ্য কলকাতা লিগে বিএসএস ম্যাচের প্রস্তুতি। রবিবার ঘরের মাঠে কলকাতা প্রিমিয়ার লিগে প্রথমবার খেলার যোগ্যতা অর্জন করা দলটির বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল। ডুরান্ডে সেমিফাইনালে হারলেও কলকাতা লিগে লাল হলুদের শুরু টা ভালো হয়নি। প্রথম ম্যাচে হার ইস্টবেঙ্গল সদস্য সমর্থক দের হতাশ করেছিল। একজন বিদেশি নিয়ে খেলতে নামা,শেষ মুহূর্তে দলের গোল হজম সবকিছু মিলিয়ে আলেয়ান্দ্রো স্বয়ং বিপাকে পড়েছিলেন। যা নিয়ে উষ্মা প্রকাশও করে ছিলেন তিনি। মাঝের কয়েক দিনে ছবিটা অনেকটাই বদলেছে। প্রথম একাদশে বিদেশির কোটা পূরন করতে পারবেন তিনি। গোল করার লোকের সমস্যা এড়াতে ইতিমধ্যে নয়া বিদেশি স্ট্রাইকার মার্কোসকে সই করানো হয়েছে। চলতি মরসুমে আই লিগ ও সুপার কাপকে পাখির চোখ করেছেন ইস্টবেঙ্গল কোচ। ডুরান্ড ও কলকাতা লিগকে প্রস্তুতি টুর্নামেন্ট হিসেবে দেখার কথা শুরুতেই বলেছিলেন। তাই ডুরান্ডের সেমিফাইনালের হারকে ধাক্কা হিসেবে না দেখে ভুল শুধরে নেওয়ার পাঠ হিসেবে দেখতে চাইছেন। একবছর ধরে ভারতীয় ক্লাব ফুটবলে কোচিং করানোর নিরিখে আলেয়ান্দ্রো বুঝতে পেরেছেন সদস্য সমর্থকদের মনোভাব। তাই আই লিগ নিয়ে পরিকল্পনার কথা বললেও কলকাতা লিগে এবং ডার্বিতে সাফল্য পেতে হবে। তাই দৃষ্টিভঙ্গি কিছুটা বদলে কৌশল বদল লাল হলুদ কোচের। পয়লা সেপ্টেম্বর মরসুমের প্রথম ডার্বি। তার আগে দুটো ম্যাচ রয়েছে।রবিবার বিএসএস এর বিরুদ্ধে খেলার পরে এরিয়ান ম্যাচ খেলবে বোরহা,মার্কোস, পিন্টুরা। তাই ডুরান্ড সেমিফাইনালের একাদশে পরিবর্তন হবে বিএসএস ম্যাচে। তাই রবিবারের বিএসএস ম্যাচে ড্যানিয়েল আডো,উইলিয়াম ওপোকু ও ব্রাইটের চ্যালেঞ্জ সামলে অন্য লড়াইয়ের প্রস্তুতি ইস্টবেঙ্গলের।


Body:লিগ


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.