কলকাতা, 26 এপ্রিল : রোমানিয়ার ডরু আইজ়্যাককে ভারতীয় ফুটবল দলের টেকনিকাল ডিরেক্টর হিসেবে বেছে নিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের টেকনিকাল কমিটি । তিনি এর আগে জাপানের ক্লাব দলের দায়িত্ব সামলেছেন । সাইমন ওডোনেল দায়িত্ব ছাড়ার পর স্যাভিও মিদেইরা এই দায়িত্বটি সামলাচ্ছিলেন ।
তবে টেকনিকাল ডিরেক্টর বাছা হলেও এখন কোচ চূড়ান্ত নয় । ইতিমধ্যেই কোচের একটি তালিকা করা হয়েছে । যার মধ্যে থেকে আগামী সপ্তাহে একজনকে নির্বাচিত করা হবে । নতুন কোচের অধীনে কিংস কাপে খেলতে যাবেন সুনীল ছেত্রী, গুরপ্রীত সিংরা । শোনা যাচ্ছে ভারতীয় দলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন আলবার্তো রোকা । আগামী সপ্তাহে তাঁর নামের পাশেই শিলমোহর দেওয়া হবে ।
বেশ কয়েকটি বড় নাম ভারতীয় দলের কোচ হওয়ার দৌড়ে থাকলেও বেঙ্গালুরু FC-র প্রাক্তন কোচই প্রথম পছন্দ ফেডারেশনের । কারণ, ভারতীয় ক্লাব ফুটবলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর । ফুটবলারদের চেনেন । তাই কনস্ট্যান্টাইনের ছেড়ে যাওয়ায় জুতোয় পা গলাতে সুবিধা হবে । তাছাড়া অধিনায়ক সুনীল ছেত্রী গুরপ্রীত সিংদের নিয়ে কাজ করে ক্লাব ফুটবলে দুরন্ত সাফল্য পেয়েছিলেন তিনি । তাই মনে করা হচ্ছে রোকাই দলের হাল সহজে ধরতে পারবেন ।