ETV Bharat / sports

কোরোনা মুক্ত হলেন জুভেন্তাস ফুটবলার রুগানি ও মাতুইদি - কোরোনা ভাইরাস

গতমাসেই কোরোনা আক্রান্ত হন আর্জেন্তাইন ফুটবলার দিবালা ও তাঁর বান্ধবী । কিছুদিন পরে তাদের পরীক্ষার রিপোর্ট কোরোনা নেগেটিভ আসে । যদিও ফের কোরোনায় আক্রান্ত হন দিবালা ও তাঁর বান্ধবী ।

image
রুগানি ও মাতুইদি
author img

By

Published : Apr 16, 2020, 11:52 AM IST

তুরিন, 16 এপ্রিল: জুভেন্তাসের প্রথম ফুটবলার হিসাবে কোরোনা আক্রান্ত হয়েছিলেন ড্যানিয়েল রুগানি । তবে ফিরেও এলেন কোরোনা জয় করে । একই সঙ্গে কোরোনা মুক্ত হলেন আর এক জুভেন্তাস ফুটবলার ব্লাসেই মাতুইদি । গতকাল তাঁদের সোয়াবের নমুনা ফের পরীক্ষা করা হয় । দেখা যায়, তাদের শরীর থেকে দূর হয়েছে মারণরোগ কোরোনা ।

এই দুই ফুটবলার ও আর এক জুভেন্তাস তারকা ফুটবলার দিবালা গত মাসেই কোরোনা আক্রান্ত হন । যদিও কোরোনা আক্রান্ত হওয়ার পরও মাতুইদি জানান তিনি ঠিক ও সুস্থ আছেন । ইনস্টাগ্রামে মাতুইদি লেখেন, ''আমি আশাবাদী । আমি, আমার পরিবার, আমার বন্ধুরা, আমার সঙ্গী-সাথী সবাই সদর্থক মনোভাব নিয়ে চলতে ভালোবাসি ।''

গতমাসেই কোরোনা আক্রান্ত হন আর্জেন্তাইন ফুটবলার দিবালা ও তাঁর বান্ধবী । কিছুদিন পরে তাদের পরীক্ষার রিপোর্ট কোরোনা নেগেটিভ আসে । যদিও ফের কোরোনায় আক্রান্ত হন দিবালা ও তাঁর বান্ধবী । আপাতত তাঁরা চিকিৎসাধীন আছেন । তাই রুগানি ও মাতুইদির রিপোর্ট নেগেটিভ এলেও তাঁরা কড়া নজরদারির মধ্যেই থাকবেন ।

তুরিন, 16 এপ্রিল: জুভেন্তাসের প্রথম ফুটবলার হিসাবে কোরোনা আক্রান্ত হয়েছিলেন ড্যানিয়েল রুগানি । তবে ফিরেও এলেন কোরোনা জয় করে । একই সঙ্গে কোরোনা মুক্ত হলেন আর এক জুভেন্তাস ফুটবলার ব্লাসেই মাতুইদি । গতকাল তাঁদের সোয়াবের নমুনা ফের পরীক্ষা করা হয় । দেখা যায়, তাদের শরীর থেকে দূর হয়েছে মারণরোগ কোরোনা ।

এই দুই ফুটবলার ও আর এক জুভেন্তাস তারকা ফুটবলার দিবালা গত মাসেই কোরোনা আক্রান্ত হন । যদিও কোরোনা আক্রান্ত হওয়ার পরও মাতুইদি জানান তিনি ঠিক ও সুস্থ আছেন । ইনস্টাগ্রামে মাতুইদি লেখেন, ''আমি আশাবাদী । আমি, আমার পরিবার, আমার বন্ধুরা, আমার সঙ্গী-সাথী সবাই সদর্থক মনোভাব নিয়ে চলতে ভালোবাসি ।''

গতমাসেই কোরোনা আক্রান্ত হন আর্জেন্তাইন ফুটবলার দিবালা ও তাঁর বান্ধবী । কিছুদিন পরে তাদের পরীক্ষার রিপোর্ট কোরোনা নেগেটিভ আসে । যদিও ফের কোরোনায় আক্রান্ত হন দিবালা ও তাঁর বান্ধবী । আপাতত তাঁরা চিকিৎসাধীন আছেন । তাই রুগানি ও মাতুইদির রিপোর্ট নেগেটিভ এলেও তাঁরা কড়া নজরদারির মধ্যেই থাকবেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.