ETV Bharat / sports

Euro 2020 : করোনা আক্রান্ত পেরিসিচ, নক আউটে স্প্যানিশ আর্মাডার বিরুদ্ধে সমস্যায় ক্রোয়েশিয়া

পেরিসিচকে 10 দিনের আইসোলেশনে থাকতে হবে ৷ ক্রোয়েশিয়া দলের তরফে একটি বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে ৷ যদিও দলের বাকি ফুটবলারার ও কোচিং স্টাফের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে ৷

author img

By

Published : Jun 27, 2021, 10:52 AM IST

করোনা আক্রান্ত পেরিসিচ
করোনা আক্রান্ত পেরিসিচ

পাওলা (ক্রোয়েশিয়া), 27 জুন : ইউরো 2020-র নক আউট পর্বের প্রথম ম্যাচে স্পেনের বিরুদ্ধে নামার আগে বড়সড় সমস্যায় ক্রোয়েশিয়া ৷ দলের তারকা স্ট্রাইকার ইভান পেরিসিচ করোনা পজিটিভ ৷ ফলে স্পেনের বিরুদ্ধে নামতে পারবেন না ইভান ৷

পেরিসিচকে 10 দিনের আইসোলেশনে থাকতে হবে ৷ ক্রোয়েশিয়া দলের তরফে একটি বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে ৷ যদিও দলের বাকি ফুটবলারার ও কোচিং স্টাফের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে ৷

ক্রোয়েশিয়া দলের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘‘মেডিক্যাল টিম জাতীয় দলের বাকি ফুটবলারদের থেকে ইভানকে আলাদা করে রেখেছে ৷ এবং পুরো ঘটনাটি তাৎক্ষণিক টুর্মামেন্টের প্যানডেমিক বিশেষজ্ঞ কর্তৃপক্ষকে জানানো হয়েছে ৷ করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সমস্ত রকমের ব্যবস্থাপনা করা হয়েছে ৷’’

2018 সালের বিশ্বকাপের রানার্স আপরা যদি কোয়ার্টার ফাইনাল ও 6 জুলাই সেমিফাইনালে খেলে, সেখানেও তাঁরা পেরিসিচের সার্ভিস পাবে না ৷

আরও পড়ুন : 1st WODI: আজই সম্ভবত ওয়ানডে অভিষেক শেফালি বর্মার

মঙ্গলবার স্কটল্যান্ডের বিরুদ্ধে 3-1 গোলে ম্যাচ জেতে ক্রোয়েশিয়া ৷ সেই ম্যাচে গোল করেন পেরিসিচ ৷ স্কটল্যান্ড ম্যাচের পর গ্লাসগো থেকে পুরো দল পাওলা পৌঁছায় ৷ এবার নক আউটের খেলার জন্য পেরিসিচকে ছাড়াই কোপেনহাগেন যাবে ক্রোয়েশিয়া ফুটবল দল ৷ সেখানে স্পেনের বিরুদ্ধে খেলবেন তাঁরা ৷

পাওলা (ক্রোয়েশিয়া), 27 জুন : ইউরো 2020-র নক আউট পর্বের প্রথম ম্যাচে স্পেনের বিরুদ্ধে নামার আগে বড়সড় সমস্যায় ক্রোয়েশিয়া ৷ দলের তারকা স্ট্রাইকার ইভান পেরিসিচ করোনা পজিটিভ ৷ ফলে স্পেনের বিরুদ্ধে নামতে পারবেন না ইভান ৷

পেরিসিচকে 10 দিনের আইসোলেশনে থাকতে হবে ৷ ক্রোয়েশিয়া দলের তরফে একটি বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে ৷ যদিও দলের বাকি ফুটবলারার ও কোচিং স্টাফের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে ৷

ক্রোয়েশিয়া দলের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘‘মেডিক্যাল টিম জাতীয় দলের বাকি ফুটবলারদের থেকে ইভানকে আলাদা করে রেখেছে ৷ এবং পুরো ঘটনাটি তাৎক্ষণিক টুর্মামেন্টের প্যানডেমিক বিশেষজ্ঞ কর্তৃপক্ষকে জানানো হয়েছে ৷ করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সমস্ত রকমের ব্যবস্থাপনা করা হয়েছে ৷’’

2018 সালের বিশ্বকাপের রানার্স আপরা যদি কোয়ার্টার ফাইনাল ও 6 জুলাই সেমিফাইনালে খেলে, সেখানেও তাঁরা পেরিসিচের সার্ভিস পাবে না ৷

আরও পড়ুন : 1st WODI: আজই সম্ভবত ওয়ানডে অভিষেক শেফালি বর্মার

মঙ্গলবার স্কটল্যান্ডের বিরুদ্ধে 3-1 গোলে ম্যাচ জেতে ক্রোয়েশিয়া ৷ সেই ম্যাচে গোল করেন পেরিসিচ ৷ স্কটল্যান্ড ম্যাচের পর গ্লাসগো থেকে পুরো দল পাওলা পৌঁছায় ৷ এবার নক আউটের খেলার জন্য পেরিসিচকে ছাড়াই কোপেনহাগেন যাবে ক্রোয়েশিয়া ফুটবল দল ৷ সেখানে স্পেনের বিরুদ্ধে খেলবেন তাঁরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.