কলকাতা, 13 মে: কোরোনা ভাইরাসের প্রভাব পড়বে ISL-এ । ফুটবল দলগুলির বাজেটে এই মারণ ভাইরাস প্রভাব ফেলবে বলেই অনুমান করছেন মোহনবাগানের আইলিগ জয়ী প্রাক্তন কোচ কিবু ভিকুনা । নতুন মরশুমে ISL-এর দল কেরালা ব্লাস্টার্সের কোচ নিযুক্ত হয়েছেন ভিকুনা । তবে বর্তমানে যা পরিস্থিতি তাতে সঠিক সময়ে লিগ শুরু করা যাবে কি না তা নিয়ে ঘোর সংশয় রয়েছে স্প্যানিশ কোচের মনে ।
এই মুহূর্তে বছর আটচল্লিশের স্প্যানিশ কোচ নিজের দেশে রয়েছেন । সেখান থেকেই নতুন মরশুমের পরিকল্পনা সাজাচ্ছেন । তবে বর্তমান পরিস্থিতি দেখে তাঁর মনে হচ্ছে প্রাক মরশুম অনুশীলন সঠিক সময়ে শুরু করা কঠিন হবে । ISL-এর দিন পিছিয়ে যেতে পারে বলে আকারে ইঙ্গিতে বোঝাতে চেয়েছেন তিনি । তবে ফুটবলের চেয়ে এই মুহূর্তে কোরোনা বিরুদ্ধে যুদ্ধ জয়কেই প্রাধান্য দিচ্ছেন বাগানের প্রাক্তন কোচ ।
ভারতে প্রথমবার কোচিং করতে এসে সেরার শিরোপা নিয়ে মাঠ ছেড়েছেন । গত মরশুমটা দারুণভাবে শুরু না করেও নিজের পরিকল্পনার ওপর আস্থা রেখে সফল হয়েছেন তিনি । তাঁর কোচিংয়ে মোহনবাগান এখন আইলিগ সেরা । অথচ যে সময় তিনি দায়িত্ব নিয়েছিলেন তখন মোহনবাগান মোটেও ভালো জায়গায় ছিল না ।
নতুন মরশুমে কিবু ISL-এর ফ্র্যাঞ্চাইজি কেরালার ব্লাস্টার্সের দায়িত্বে । ইয়ালো ব্রিগেড ISL-এর সাফল্য থেকে দূরে । গত দু’বছরে দশ দলের টুর্নামেন্টে নবম এবং সপ্তম হয়েছে । কিবু বলেছেন, "আমাদের কাজ দলটিকে শক্তিশালী করে তোলা । ভালো ফুটবল খেলার চেষ্টা করা । একটা স্টাইল অব ফুটবল উপহার দেওয়া । সেটা আমাদের দায়িত্ব ।" গত মরশুমে কেরালা ব্লাস্টার্সের খেলা দেখেছেন কিবু । কোথায় উন্নতি করতে হবে সে বিষয়ে একটা ধারণা রয়েছে তাঁর । মরশুম শুরু হলে পরিকল্পনা অনুসারে সেই কাজগুলো করতে চান ।
মোহনবাগানকে চ্যাম্পিয়ন করেও তিনি বাতিলের পর্যায়ে । যদিও তা নিয়ে কোনও অভিযোগ নেই। তার মতে, "আইলিগ চ্যাম্পিয়ন মোহনবাগান । ISL চ্যাম্পিয়ন ATK । দুটো দল একজোট হয়েছে । এই গাঁটছড়া অভিনব । সেক্ষেত্রে একজনের সুযোগ পাওয়ার কথা । তাই এ নিয়ে কোনও অভিযোগ নেই ।" একই সঙ্গে তিনি যোগ করেছেন, "দল হিসেবে ATK শক্তিশালী এবং ফেভারিট । তাদের বিরুদ্ধে মাঠে লড়াই কঠিন হবে । দলকে সেভাবেই তৈরি করতে চাই ।"
দেশে ফিরে সুস্থ রয়েছেন কিবু ভিকুনা । পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন । আর অপেক্ষা করছেন কোরোনার আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক পরিবেশের । যেখানে ফুটবল তার নিজের ছন্দে দৌড়বে ।