ETV Bharat / sports

ইস্টবেঙ্গলের ইনভেস্টর বিতর্ক, অসন্তুষ্ট ক্লাব কর্তৃপক্ষ - ISL

ইস্টবেঙ্গল ফুটবল সচিব রজত গুহ বলেন, "আমরা লক্ষ্যপূরণের দোরগোড়ায় । কয়েকদিনের মধ্যে ক্লাব তার অবস্থান ঘোষণা করবে।"

eastbengal
eastbengal
author img

By

Published : Aug 19, 2020, 8:17 PM IST

কলকাতা, 19 অগাস্ট : ইস্টবেঙ্গলের ইনভেস্টর জোগাড়কে কেন্দ্র করে সোশাল মিডিয়ায় প্রায়ই নিত্যনতুন খবর । ক্লাব কর্তারা মরিয়া চেষ্টা চালাচ্ছেন । কোনও কিছু ঠিক হওয়ার আগেই সদস্য-সমর্থকদের একাংশ ক্লাবের ইনভেস্টর বা স্পনসরের নামে একাধিক বহুজাতিক সংস্থার নাম জুড়ে দিচ্ছে । সোশাল মিডিয়ায় এই প্রচার ইস্টবেঙ্গলের কর্তাদের চোখে পড়েছে । ক্লাবের ফুটবল সচিব রজত গুহ বলেন, তাঁরা এই প্রচার সমর্থন করছেন না।

লাল-হলুদ ফুটবল সচিব বলেন, "ফের নোংরামি শুরু হয়েছে । সমর্থকদের একাংশ এই কাজটা কোনও উদ্দেশ্য নিয়ে করছে । ক্লাবের এখানে কিছু করার নেই। তবে এই প্রচার ক্লাবের ভাবমূর্তির পরিপন্থী । এই অবস্থায় দাঁড়িয়ে বলতে পারি, আমাদের পক্ষ থেকে চেষ্টার কোনও ত্রুটি রাখা হচ্ছে না। নির্দিষ্ট সময়ে যথাযথ ভাবে প্রকৃত খবর ঘোষণা করা হবে ৷" 1 অগাস্ট ক্লাবের জন্মদিনে কিংবা 13 অগাস্ট ইস্টবেঙ্গলের স্পোর্টস ডে-তে সদস্য সমর্থকরা আশা করেছিলেন ক্লাব সমস্ত ধোঁয়াশা দূর করবে । যদিও লাল-হলুদ কর্তারা, বিশেষ করে ক্লাবের শীর্ষ কর্তা দেবব্রত সরকার দু'দিনই বলেছিলেন,"আমরা অনলাইন রয়েছি । দ্রুত পুরো বিষয়টির এসপার ওসপার হবে।"

ISL-এ ইস্টবেঙ্গলের খেলার বিষয়টি এখন অনেক যদি ও কিন্তুর উপর নির্ভর করছে। ইতিমধ্যে গোয়ার মাটিতে ISL হবে তা ঘোষিত। দশ দলের অনুশীলনের মাঠ নির্ধারিত। ম্যাচের জন্য তিনটি স্টেডিয়াম নির্ধারিত । তবুও ইস্টবেঙ্গলের ISL খেলার সম্ভাবনা এই বছর শেষ হয়ে গেছে তা বলা যাচ্ছে না। কারণ ফেডারেশন ইস্টবেঙ্গলের ISL সম্ভাবনা আছে ধরে নিয়ে আই লিগের জন্য বিকল্প ব্যবস্থা ভেবে রেখেছে। যা স্বীকার করেছেন AIF-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত।
ইস্টবেঙ্গল ফুটবল সচিব রজত গুহ বলেন, "আমরা লক্ষ্যপূরণের দোরগোড়ায় । কয়েকদিনের মধ্যে ক্লাব তার অবস্থান ঘোষণা করবে।"

কলকাতা, 19 অগাস্ট : ইস্টবেঙ্গলের ইনভেস্টর জোগাড়কে কেন্দ্র করে সোশাল মিডিয়ায় প্রায়ই নিত্যনতুন খবর । ক্লাব কর্তারা মরিয়া চেষ্টা চালাচ্ছেন । কোনও কিছু ঠিক হওয়ার আগেই সদস্য-সমর্থকদের একাংশ ক্লাবের ইনভেস্টর বা স্পনসরের নামে একাধিক বহুজাতিক সংস্থার নাম জুড়ে দিচ্ছে । সোশাল মিডিয়ায় এই প্রচার ইস্টবেঙ্গলের কর্তাদের চোখে পড়েছে । ক্লাবের ফুটবল সচিব রজত গুহ বলেন, তাঁরা এই প্রচার সমর্থন করছেন না।

লাল-হলুদ ফুটবল সচিব বলেন, "ফের নোংরামি শুরু হয়েছে । সমর্থকদের একাংশ এই কাজটা কোনও উদ্দেশ্য নিয়ে করছে । ক্লাবের এখানে কিছু করার নেই। তবে এই প্রচার ক্লাবের ভাবমূর্তির পরিপন্থী । এই অবস্থায় দাঁড়িয়ে বলতে পারি, আমাদের পক্ষ থেকে চেষ্টার কোনও ত্রুটি রাখা হচ্ছে না। নির্দিষ্ট সময়ে যথাযথ ভাবে প্রকৃত খবর ঘোষণা করা হবে ৷" 1 অগাস্ট ক্লাবের জন্মদিনে কিংবা 13 অগাস্ট ইস্টবেঙ্গলের স্পোর্টস ডে-তে সদস্য সমর্থকরা আশা করেছিলেন ক্লাব সমস্ত ধোঁয়াশা দূর করবে । যদিও লাল-হলুদ কর্তারা, বিশেষ করে ক্লাবের শীর্ষ কর্তা দেবব্রত সরকার দু'দিনই বলেছিলেন,"আমরা অনলাইন রয়েছি । দ্রুত পুরো বিষয়টির এসপার ওসপার হবে।"

ISL-এ ইস্টবেঙ্গলের খেলার বিষয়টি এখন অনেক যদি ও কিন্তুর উপর নির্ভর করছে। ইতিমধ্যে গোয়ার মাটিতে ISL হবে তা ঘোষিত। দশ দলের অনুশীলনের মাঠ নির্ধারিত। ম্যাচের জন্য তিনটি স্টেডিয়াম নির্ধারিত । তবুও ইস্টবেঙ্গলের ISL খেলার সম্ভাবনা এই বছর শেষ হয়ে গেছে তা বলা যাচ্ছে না। কারণ ফেডারেশন ইস্টবেঙ্গলের ISL সম্ভাবনা আছে ধরে নিয়ে আই লিগের জন্য বিকল্প ব্যবস্থা ভেবে রেখেছে। যা স্বীকার করেছেন AIF-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত।
ইস্টবেঙ্গল ফুটবল সচিব রজত গুহ বলেন, "আমরা লক্ষ্যপূরণের দোরগোড়ায় । কয়েকদিনের মধ্যে ক্লাব তার অবস্থান ঘোষণা করবে।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.